বিনোদন প্রতিবেদক, ঢাকা
বিশ্বের অনেক দেশেই সিনেমার প্রচারে বিভিন্ন টিভি অনুষ্ঠানে হাজির হন নির্মাতা ও অভিনয়শিল্পীরা। ভারতেও দেখা যায় কপিল শর্মা শো, ইন্ডিয়ান আইডল, ড্যান্স বাংলা ড্যান্সসহ বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত সিনেমার প্রচারে যাচ্ছেন শিল্পীরা। এবার রিয়েলিটি শোতে সিনেমার প্রচারে গেলেন আফরান নিশো ও তমা মির্জা। এবারের ঈদে মুক্তি পাচ্ছে তাঁদের ‘দাগি’ সিনেমাটি। সেই সিনেমার প্রচারেই দীপ্ত টিভির একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন তাঁরা।
অভিনয়ে প্রতিভাবানদের খোঁজে দীপ্ত টিভিতে প্রচারিত হচ্ছে রিয়েলিটি শো ‘দীপ্ত স্টার হান্ট’। অনুষ্ঠানে তারিক আনাম খান, শিহাব শাহীন, রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে অতিথি বিচারক হিসেবে অংশ নিয়েছেন নিশো ও তমা মির্জা। তাঁদের অতিথি জুরি করে সাজানো হয়েছে দীপ্ত স্টার হান্টের টেরিফিক টোয়েন্টির অ্যাপিসোডগুলো।
মোট ২০ জন প্রতিযোগী তাঁদের বিভিন্ন পারফরম্যান্স দিয়ে মূল জুরি বোর্ডের সঙ্গে অতিথি জুরিদের মূল্যায়ন গ্রহণ করবেন অ্যাপিসোডগুলোয়। যাঁরা ভালো করবেন, তাঁরা চলে যাবেন পরের রাউন্ডে অর্থাৎ সুপার সিক্সটিনে। নিশো ও তমার সঙ্গে অতিথি বিচারকের আসনে আরও দেখা যাবে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ও অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘীকে। বিশেষ এই পর্বগুলো দেখা যাবে শুক্র ও শনিবার রাত ১০টায় দীপ্ত টেলিভিশনে।
এদিকে, বৃহস্পতিবার প্রকাশ পেয়েছে দাগি সিনেমার প্রথম গান ‘একটুখানি মন’। গানটি গেয়েছেন তাহসান খান ও মাশা ইসলাম। সাদাত হোসাইনের লেখা গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন সাজিদ সরকার। গানের ভিজ্যুয়ালে দেখা গেল আফরান নিশো ও তমা মির্জার রোমান্স। শিহাব শাহীনের পরিচালনায় দাগিতে আরও অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।
বিশ্বের অনেক দেশেই সিনেমার প্রচারে বিভিন্ন টিভি অনুষ্ঠানে হাজির হন নির্মাতা ও অভিনয়শিল্পীরা। ভারতেও দেখা যায় কপিল শর্মা শো, ইন্ডিয়ান আইডল, ড্যান্স বাংলা ড্যান্সসহ বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত সিনেমার প্রচারে যাচ্ছেন শিল্পীরা। এবার রিয়েলিটি শোতে সিনেমার প্রচারে গেলেন আফরান নিশো ও তমা মির্জা। এবারের ঈদে মুক্তি পাচ্ছে তাঁদের ‘দাগি’ সিনেমাটি। সেই সিনেমার প্রচারেই দীপ্ত টিভির একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন তাঁরা।
অভিনয়ে প্রতিভাবানদের খোঁজে দীপ্ত টিভিতে প্রচারিত হচ্ছে রিয়েলিটি শো ‘দীপ্ত স্টার হান্ট’। অনুষ্ঠানে তারিক আনাম খান, শিহাব শাহীন, রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে অতিথি বিচারক হিসেবে অংশ নিয়েছেন নিশো ও তমা মির্জা। তাঁদের অতিথি জুরি করে সাজানো হয়েছে দীপ্ত স্টার হান্টের টেরিফিক টোয়েন্টির অ্যাপিসোডগুলো।
মোট ২০ জন প্রতিযোগী তাঁদের বিভিন্ন পারফরম্যান্স দিয়ে মূল জুরি বোর্ডের সঙ্গে অতিথি জুরিদের মূল্যায়ন গ্রহণ করবেন অ্যাপিসোডগুলোয়। যাঁরা ভালো করবেন, তাঁরা চলে যাবেন পরের রাউন্ডে অর্থাৎ সুপার সিক্সটিনে। নিশো ও তমার সঙ্গে অতিথি বিচারকের আসনে আরও দেখা যাবে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ও অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘীকে। বিশেষ এই পর্বগুলো দেখা যাবে শুক্র ও শনিবার রাত ১০টায় দীপ্ত টেলিভিশনে।
এদিকে, বৃহস্পতিবার প্রকাশ পেয়েছে দাগি সিনেমার প্রথম গান ‘একটুখানি মন’। গানটি গেয়েছেন তাহসান খান ও মাশা ইসলাম। সাদাত হোসাইনের লেখা গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন সাজিদ সরকার। গানের ভিজ্যুয়ালে দেখা গেল আফরান নিশো ও তমা মির্জার রোমান্স। শিহাব শাহীনের পরিচালনায় দাগিতে আরও অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।
‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় অভিনয় করে মুদ্রার এপিঠ-ওপিঠ দুই ধরনের অভিজ্ঞতা হয়েছে চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার। এ সিনেমায় শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেছেন তিনি। আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেক সমালোচনা হয়েছে ফারিয়াকে নিয়ে। অনেকেই কটাক্ষ করে বলেছেন, পালানোর বায়োপিকটা কে করবে...
৪ ঘণ্টা আগেঅল্পের জন্য বড় বিপদ থেকে বেঁচে গেলেন কোরিয়ান ব্যান্ড বিটিএসের অন্যতম সদস্য জাংকুক। শেয়ারবাজারে প্রতারণার কবলে পড়েছিলেন তিনি। বিটিএসের কোম্পানি হাইব করপোরেশনের মাধ্যমে পরিচালিত জাংকুকের শেয়ার চুরির চেষ্টা হয়েছিল। দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম বিজ কোরিয়া জানিয়েছে, জাংকুক যখন সামরিক বাহিনীতে প্রশিক্ষণে...
৪ ঘণ্টা আগেনারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়ে ২০২৩ সালে ওয়াজেদ আলী সুমন নির্মাণ করেন ‘ছায়া’। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত আসছে ওটিটি প্ল্যাটফর্মে। ঈদ উপলক্ষে আইস্ক্রিনে মুক্তি পাবে ছায়া...
৪ ঘণ্টা আগেপ্রমিথিউস ব্যান্ডের বিপ্লব কয়েক বছর ধরেই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থায়ীভাবে বসবাস করছেন। প্রায় পাঁচ বছর আগে বিপ্লব সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন সেখানে তিনি ট্যাক্সি চালান। নিজের পেশা নিয়ে কোনো সংকোচ নেই তাঁর। সম্প্রতি সেই খবরটি আবার নতুন করে প্রকাশ হয়েছে। আর তাতেই প্রমিথিউস ব্যান্ডের এই শিল্পীর..
৪ ঘণ্টা আগে