বিনোদন প্রতিবেদক, ঢাকা
বিশ্বের অনেক দেশেই সিনেমার প্রচারে বিভিন্ন টিভি অনুষ্ঠানে হাজির হন নির্মাতা ও অভিনয়শিল্পীরা। ভারতেও দেখা যায় কপিল শর্মা শো, ইন্ডিয়ান আইডল, ড্যান্স বাংলা ড্যান্সসহ বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত সিনেমার প্রচারে যাচ্ছেন শিল্পীরা। এবার রিয়েলিটি শোতে সিনেমার প্রচারে গেলেন আফরান নিশো ও তমা মির্জা। এবারের ঈদে মুক্তি পাচ্ছে তাঁদের ‘দাগি’ সিনেমাটি। সেই সিনেমার প্রচারেই দীপ্ত টিভির একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন তাঁরা।
অভিনয়ে প্রতিভাবানদের খোঁজে দীপ্ত টিভিতে প্রচারিত হচ্ছে রিয়েলিটি শো ‘দীপ্ত স্টার হান্ট’। অনুষ্ঠানে তারিক আনাম খান, শিহাব শাহীন, রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে অতিথি বিচারক হিসেবে অংশ নিয়েছেন নিশো ও তমা মির্জা। তাঁদের অতিথি জুরি করে সাজানো হয়েছে দীপ্ত স্টার হান্টের টেরিফিক টোয়েন্টির অ্যাপিসোডগুলো।
মোট ২০ জন প্রতিযোগী তাঁদের বিভিন্ন পারফরম্যান্স দিয়ে মূল জুরি বোর্ডের সঙ্গে অতিথি জুরিদের মূল্যায়ন গ্রহণ করবেন অ্যাপিসোডগুলোয়। যাঁরা ভালো করবেন, তাঁরা চলে যাবেন পরের রাউন্ডে অর্থাৎ সুপার সিক্সটিনে। নিশো ও তমার সঙ্গে অতিথি বিচারকের আসনে আরও দেখা যাবে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ও অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘীকে। বিশেষ এই পর্বগুলো দেখা যাবে শুক্র ও শনিবার রাত ১০টায় দীপ্ত টেলিভিশনে।
এদিকে, বৃহস্পতিবার প্রকাশ পেয়েছে দাগি সিনেমার প্রথম গান ‘একটুখানি মন’। গানটি গেয়েছেন তাহসান খান ও মাশা ইসলাম। সাদাত হোসাইনের লেখা গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন সাজিদ সরকার। গানের ভিজ্যুয়ালে দেখা গেল আফরান নিশো ও তমা মির্জার রোমান্স। শিহাব শাহীনের পরিচালনায় দাগিতে আরও অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।
বিশ্বের অনেক দেশেই সিনেমার প্রচারে বিভিন্ন টিভি অনুষ্ঠানে হাজির হন নির্মাতা ও অভিনয়শিল্পীরা। ভারতেও দেখা যায় কপিল শর্মা শো, ইন্ডিয়ান আইডল, ড্যান্স বাংলা ড্যান্সসহ বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত সিনেমার প্রচারে যাচ্ছেন শিল্পীরা। এবার রিয়েলিটি শোতে সিনেমার প্রচারে গেলেন আফরান নিশো ও তমা মির্জা। এবারের ঈদে মুক্তি পাচ্ছে তাঁদের ‘দাগি’ সিনেমাটি। সেই সিনেমার প্রচারেই দীপ্ত টিভির একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন তাঁরা।
অভিনয়ে প্রতিভাবানদের খোঁজে দীপ্ত টিভিতে প্রচারিত হচ্ছে রিয়েলিটি শো ‘দীপ্ত স্টার হান্ট’। অনুষ্ঠানে তারিক আনাম খান, শিহাব শাহীন, রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে অতিথি বিচারক হিসেবে অংশ নিয়েছেন নিশো ও তমা মির্জা। তাঁদের অতিথি জুরি করে সাজানো হয়েছে দীপ্ত স্টার হান্টের টেরিফিক টোয়েন্টির অ্যাপিসোডগুলো।
মোট ২০ জন প্রতিযোগী তাঁদের বিভিন্ন পারফরম্যান্স দিয়ে মূল জুরি বোর্ডের সঙ্গে অতিথি জুরিদের মূল্যায়ন গ্রহণ করবেন অ্যাপিসোডগুলোয়। যাঁরা ভালো করবেন, তাঁরা চলে যাবেন পরের রাউন্ডে অর্থাৎ সুপার সিক্সটিনে। নিশো ও তমার সঙ্গে অতিথি বিচারকের আসনে আরও দেখা যাবে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ও অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘীকে। বিশেষ এই পর্বগুলো দেখা যাবে শুক্র ও শনিবার রাত ১০টায় দীপ্ত টেলিভিশনে।
এদিকে, বৃহস্পতিবার প্রকাশ পেয়েছে দাগি সিনেমার প্রথম গান ‘একটুখানি মন’। গানটি গেয়েছেন তাহসান খান ও মাশা ইসলাম। সাদাত হোসাইনের লেখা গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন সাজিদ সরকার। গানের ভিজ্যুয়ালে দেখা গেল আফরান নিশো ও তমা মির্জার রোমান্স। শিহাব শাহীনের পরিচালনায় দাগিতে আরও অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।
দেশের পোশাকশিল্পের ইতিহাসে এক শোকাবহ দিন ২৪ এপ্রিল। আন্তর্জাতিক শ্রমিক সংগঠন আইএলওর হিসাবমতে, ২০১৩ সালের এই দিনে সাভারে রানা প্লাজা ধসে ১ হাজার ১৩২ জন নিহত হন। আহত অবস্থায় উদ্ধার করা হয় প্রায় আড়াই হাজার মানুষকে। রানা প্লাজা ট্র্যাজেডি নিয়ে ২০১৫ সালে নির্মাতা কামার আহমাদ সাইমন বানিয়েছেন ‘একটি...
৭ ঘণ্টা আগেজনপ্রিয় গোয়েন্দা চরিত্র শার্লক হোমসের বোন এনোলা হোমস দুঁদে গোয়েন্দা। ভাইয়ের মতো এনোলারও শখ রহস্যের পেছনে ছুটে বেড়ানো। তাঁরও আছে নিজের ডিটেকটিভ এজেন্সি। এনোলার রহস্যময় অভিযানের সে গল্প উঠে এসেছে ন্যানসি স্প্রিংগারের ‘দ্য এনোলা হোমস মিস্ট্রিস’ উপন্যাসে।
৭ ঘণ্টা আগেইতিমধ্যে দেশের বাইরে মুক্তি পেয়েছে রোজার ঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ ও শাকিব খান অভিনীত ‘বরবাদ’। এবার বিদেশযাত্রা শুরু হচ্ছে ঈদে মুক্তি পাওয়া সিয়াম আহমেদ ও বুবলী অভিনীত ‘জংলি’ সিনেমার। আগামীকাল ২৫ এপ্রিল কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ৪০ থিয়েটারে মুক্তি পাচ্ছে এম রাহিম পরিচালিত...
৭ ঘণ্টা আগে২০১৯ সাল থেকে সৌদি সরকার নিয়মিত আয়োজন করে আসছে ‘রিয়াদ সিজন’। বিনোদন, সংস্কৃতি, খেলাসহ নানা আয়োজনে অংশ নিতে প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিনোদনপ্রেমীরা জড়ো হন রিয়াদে। বাংলাদেশও অংশ নেয় এই আয়োজনে। এবার দেশটির দাম্মাম শহরে সুদান, ভারত, ফিলিপাইনস ও বাংলাদেশকে নিয়ে আয়োজন করা হয়েছে...
৭ ঘণ্টা আগে