বিনোদন প্রতিবেদক, ঢাকা
ভিন্ন আঙ্গিকে সাজানো হয়েছে বিটিভির এবারের ‘আনন্দমেলা’। বাস্তবে মেলায় যা কিছু দেখা যায়, সবই রাখার চেষ্টা করা হয়েছে আনন্দমেলার সেটে। থাকবে যাত্রার প্যান্ডেল, সার্কাস, পুতুল নাচ, বায়স্কোপ, চুড়ি, মুড়ি-মুড়কির দোকান, নাগরদোলা, বানর নাচ, হাওয়াই মিঠাই। প্রতিটি দোকানকে কেন্দ্র করে তৈরি হয়েছে নানা ঘটনা।
ঈদুল আজহার আনন্দমেলা প্রসঙ্গে বলতে গিয়ে এমনটাই জানিয়েছেন অনুষ্ঠানটির পরিকল্পক জগদীশ এষ। তিনি বলেন, ‘বিটিভির জনপ্রিয় এই অনুষ্ঠানটি নিয়ে বরাবরই দর্শকদের কৌতূহল থাকে। আমরাও চেষ্টা করি, তাদের মনঃপূত বিনোদন দেওয়ার। তবে এবার দর্শকরা একটু বেশিই আনন্দ পাবেন।’
এবারের আনন্দমেলায় উপস্থাপনার হাল ধরেছেন চিত্রনায়ক রিয়াজ ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। এবারই প্রথম একসঙ্গে উপস্থাপনা করছেন তাঁরা। থাকছে পপসম্রাট আজম খানের ‘ওরে সালেকা ওরে মালেকা’, ‘আলাল ও দুলাল’ ও ‘বাংলাদেশ’–এ তিনটি গানের কোলাজ। এটি পরিচালনা করেছেন ফুয়াদ নাসের বাবু। আর গান গেয়েছেন সংগীতশিল্পী মেহেরীন, আলিফ আলাউদ্দিন ও আরমিন মুসা।
এ ছাড়া ‘আগে কি সুন্দর দিন কাটাইতাম’ গানটি নতুনভাবে উপস্থাপন করা হয়েছে। গেয়েছেন পুলক অধিকারী, রেজওয়ান, অনন্যা, বিপাশা ও মৃদুলা। দেশের বিভিন্ন অঞ্চলের বিখ্যাত সব মিষ্টির নাম নিয়ে বানানো হয়েছে আরেকটি গান। এ ছাড়া গত পাঁচ দশকের পাঁচ জনপ্রিয় নায়িকা শবনম, ববিতা, অঞ্জু ঘোষ, মৌসুমী ও মাহিয়া মাহির জনপ্রিয় বিভিন্ন সিনেমার গানে থাকছে নাচ। নৃত্য পরিবেশন করেছেন নুসরাত ফারিয়া, মাহিয়া মাহি ও বিদ্যা সিনহা মিম।
তৈরি হয়েছে সমাজ সচেতনমূলক তিনটি নাট্যাংশ। অভিনয় করেছেন মিশা সওদাগর, আতাউর রহমান, রিয়াজ, স্পর্শিয়া, জিল্লুর রহমান ও আহসানুর রহমান। এবারের আনন্দমেলা প্রযোজনা করেছেন হাসান রিয়াদ ও এল রুমা আক্তার। অনুষ্ঠানের পাণ্ডুলিপি লিখেছেন লিটু সাখাওয়াত। ‘আনন্দমেলা’ প্রচার হবে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর।
ভিন্ন আঙ্গিকে সাজানো হয়েছে বিটিভির এবারের ‘আনন্দমেলা’। বাস্তবে মেলায় যা কিছু দেখা যায়, সবই রাখার চেষ্টা করা হয়েছে আনন্দমেলার সেটে। থাকবে যাত্রার প্যান্ডেল, সার্কাস, পুতুল নাচ, বায়স্কোপ, চুড়ি, মুড়ি-মুড়কির দোকান, নাগরদোলা, বানর নাচ, হাওয়াই মিঠাই। প্রতিটি দোকানকে কেন্দ্র করে তৈরি হয়েছে নানা ঘটনা।
ঈদুল আজহার আনন্দমেলা প্রসঙ্গে বলতে গিয়ে এমনটাই জানিয়েছেন অনুষ্ঠানটির পরিকল্পক জগদীশ এষ। তিনি বলেন, ‘বিটিভির জনপ্রিয় এই অনুষ্ঠানটি নিয়ে বরাবরই দর্শকদের কৌতূহল থাকে। আমরাও চেষ্টা করি, তাদের মনঃপূত বিনোদন দেওয়ার। তবে এবার দর্শকরা একটু বেশিই আনন্দ পাবেন।’
এবারের আনন্দমেলায় উপস্থাপনার হাল ধরেছেন চিত্রনায়ক রিয়াজ ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। এবারই প্রথম একসঙ্গে উপস্থাপনা করছেন তাঁরা। থাকছে পপসম্রাট আজম খানের ‘ওরে সালেকা ওরে মালেকা’, ‘আলাল ও দুলাল’ ও ‘বাংলাদেশ’–এ তিনটি গানের কোলাজ। এটি পরিচালনা করেছেন ফুয়াদ নাসের বাবু। আর গান গেয়েছেন সংগীতশিল্পী মেহেরীন, আলিফ আলাউদ্দিন ও আরমিন মুসা।
এ ছাড়া ‘আগে কি সুন্দর দিন কাটাইতাম’ গানটি নতুনভাবে উপস্থাপন করা হয়েছে। গেয়েছেন পুলক অধিকারী, রেজওয়ান, অনন্যা, বিপাশা ও মৃদুলা। দেশের বিভিন্ন অঞ্চলের বিখ্যাত সব মিষ্টির নাম নিয়ে বানানো হয়েছে আরেকটি গান। এ ছাড়া গত পাঁচ দশকের পাঁচ জনপ্রিয় নায়িকা শবনম, ববিতা, অঞ্জু ঘোষ, মৌসুমী ও মাহিয়া মাহির জনপ্রিয় বিভিন্ন সিনেমার গানে থাকছে নাচ। নৃত্য পরিবেশন করেছেন নুসরাত ফারিয়া, মাহিয়া মাহি ও বিদ্যা সিনহা মিম।
তৈরি হয়েছে সমাজ সচেতনমূলক তিনটি নাট্যাংশ। অভিনয় করেছেন মিশা সওদাগর, আতাউর রহমান, রিয়াজ, স্পর্শিয়া, জিল্লুর রহমান ও আহসানুর রহমান। এবারের আনন্দমেলা প্রযোজনা করেছেন হাসান রিয়াদ ও এল রুমা আক্তার। অনুষ্ঠানের পাণ্ডুলিপি লিখেছেন লিটু সাখাওয়াত। ‘আনন্দমেলা’ প্রচার হবে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর।
ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের দাম্পত্য জীবন ঘিরে আলোচনা যেন থামছেই না। তাঁদের বিচ্ছেদ ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনো বা আবার তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। সম্প্রতি ঐশ্বরিয়া-অভিষেকের পুরোনো এক অনুষ্ঠানের সাক্ষাৎকার সামনে এসেছে। যেখানে বিয়ে ও বিবাহ ব
২ ঘণ্টা আগে১০ বছর ধরে নিজের আত্মজীবনী লিখেছেন বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াত। নাম দিয়েছেন ‘রবি পথ’। অবশেষে প্রকাশ হচ্ছে তাঁর আত্মজীবনী। আগামী ২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে রবি পথের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
৭ ঘণ্টা আগেআগামী ১৫ নভেম্বর মেক্সিকোতে শুরু হচ্ছে ‘মিস ইউনিভার্স ২০২৪ ’। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ আনিকা আলম।
১৬ ঘণ্টা আগেনয়নতারার জীবনকাহিনি নিয়ে তথ্যচিত্র বানিয়েছে নেটফ্লিক্স। ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেইরি টেল’ নামের তথ্যচিত্রটি নয়নতারার জন্মদিন উপলক্ষে মুক্তি পাবে আগামী ১৮ নভেম্বর।
১৮ ঘণ্টা আগে