বিনোদন ডেস্ক
বাংলাদেশের নাটক ইন্ডাস্ট্রিতে এ মুহুর্তে সবচেয়ে আলোচিত নাটক ‘ঘটনা সত্য’। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে করা আপত্তিকর এক বার্তার কারণে তোপের মুখে পড়েছে এই নাটক সংশ্লিষ্টরা। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অভিভাবক ও সংগঠনের আপত্তির মুখে ইউটিউব থেকে নাটকটি সরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে নাটকের আন্তঃসংগঠনগুলো এটি সংশোধন করেও প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে। রুবেল হাসান পরিচালিত নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। সামাজিক যোগাযোগমাধ্যমসহ সবখানে হয়েছে নাটকটি নিয়ে সমালোচনা। যৌথ বিবৃতি দিয়ে এর প্রধান দুই চরিত্র আফরান নিশো, মেহজাবিন চৌধুরী এবং নির্মাতা রুবেল হাসান ক্ষমাও চেয়েছেন। কিন্তু তাতে পরিস্থিতি শান্ত হয়নি।
এ অবস্থায় নাটকটিতে অভিনয় করা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন আফরান নিশো। তিনি বলেছেন, ‘আমি দুঃখিত, লজ্জিত, বিব্রত ও অনুতপ্ত’। এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ দুঃখ প্রকাশ করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন ভবিষ্যতে যে কোন ধরণের সামাজিক ইস্যুতে আরও সংবেধনশীল হবেন। প্রতিশ্রুতি দেন বিশেষ শিশুদের কল্যাণে কাজ করে যাবেন।
আজকের পত্রিকার পাঠকদের জন্য আফরান নিশোর স্ট্যাটাসটি-
আমি আফরান নিশো। একজন অভিনয়শিল্পী। একজন বাবা।
পৃথিবীর প্রতিটি বাবার মতো, আমিও আমার সন্তানের প্রতি সমান আবেগী। 'ঘটনা সত্য' নাটক নিয়ে যে অনাকাঙ্খিত এবং অনিচ্ছাকৃত ভুল সংগঠিত হয়েছে— এতে যেসব বাবা-মায়ের হৃদয় কেঁদেছে, আমিও তাদের কান্না অনুভব করতে পেরেছি। তাই সবার দুঃখে আমিও সহমর্মী। প্রতিটি পরিবারের কাছে আমি দুঃখ প্রকাশ করছি।
আমি যে মাধ্যমে কাজ করি, সেই মাধ্যমটির সঙ্গে সম্পৃক্ত প্রতিটি মানুষকে আমি একটি পরিবারের সদস্য মনে করি। প্রযোজক, পরিচালক কিংবা শিল্পী-কলাকুশলী— আমরা সবাই এই পরিবারের সদস্য।আমি আমার নাট্যপরিবারের কাছেও দুঃখ প্রকাশ করছি। এ ভুলে তাদেরকেও কষ্ট দিয়েছি।
ঘটে যাওয়া ভুলের জন্য আমরা কেউই দায় এড়াতে পারি না। ভুল থেকে আমি,আমরা নতুন করে শিক্ষা নিয়েছি। একই সঙ্গে নিজের সামাজিক অবস্থান, সমাজের প্রতি দায়বদ্ধতা নতুন করে উপলব্ধি করতে পারছি। আমি দুঃখিত, লজ্জিত, বিব্রত— এবং অনুতপ্ত। আশা করছি, ভবিষ্যতে সামাজিক যে কোনো বিষয়ে আমি, আমরা আরো অনেক বেশি সংবেদনশীল থাকবো।
বিশেষ শিশুদের প্রতি আমার বিশ্বাস, ভালোবাসা বরাবরই ছিল। এক ভুলে তা শেষ হয়ে যেতে দিবো না। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, বিশেষ শিশুদের কল্যাণে সক্রিয়ভাবে কাজ করে যাবো। কারণ আজকের শিশুরা আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যত। আমাদের সম্পদ।
আমার নাট্যপরিবারের প্রতিটি সংগঠন বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেছেন। তাদের উদ্দেশ্যে সশ্রদ্ধ কৃতজ্ঞতা জানাই। আশা করছি, সবার সহযোগিতা নিয়ে আমি,আমরা সুন্দর এবং শুদ্ধ শিল্পচর্চার পথে এগিয়ে যাবো।
বাংলাদেশের নাটক ইন্ডাস্ট্রিতে এ মুহুর্তে সবচেয়ে আলোচিত নাটক ‘ঘটনা সত্য’। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে করা আপত্তিকর এক বার্তার কারণে তোপের মুখে পড়েছে এই নাটক সংশ্লিষ্টরা। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অভিভাবক ও সংগঠনের আপত্তির মুখে ইউটিউব থেকে নাটকটি সরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে নাটকের আন্তঃসংগঠনগুলো এটি সংশোধন করেও প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে। রুবেল হাসান পরিচালিত নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। সামাজিক যোগাযোগমাধ্যমসহ সবখানে হয়েছে নাটকটি নিয়ে সমালোচনা। যৌথ বিবৃতি দিয়ে এর প্রধান দুই চরিত্র আফরান নিশো, মেহজাবিন চৌধুরী এবং নির্মাতা রুবেল হাসান ক্ষমাও চেয়েছেন। কিন্তু তাতে পরিস্থিতি শান্ত হয়নি।
এ অবস্থায় নাটকটিতে অভিনয় করা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন আফরান নিশো। তিনি বলেছেন, ‘আমি দুঃখিত, লজ্জিত, বিব্রত ও অনুতপ্ত’। এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ দুঃখ প্রকাশ করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন ভবিষ্যতে যে কোন ধরণের সামাজিক ইস্যুতে আরও সংবেধনশীল হবেন। প্রতিশ্রুতি দেন বিশেষ শিশুদের কল্যাণে কাজ করে যাবেন।
আজকের পত্রিকার পাঠকদের জন্য আফরান নিশোর স্ট্যাটাসটি-
আমি আফরান নিশো। একজন অভিনয়শিল্পী। একজন বাবা।
পৃথিবীর প্রতিটি বাবার মতো, আমিও আমার সন্তানের প্রতি সমান আবেগী। 'ঘটনা সত্য' নাটক নিয়ে যে অনাকাঙ্খিত এবং অনিচ্ছাকৃত ভুল সংগঠিত হয়েছে— এতে যেসব বাবা-মায়ের হৃদয় কেঁদেছে, আমিও তাদের কান্না অনুভব করতে পেরেছি। তাই সবার দুঃখে আমিও সহমর্মী। প্রতিটি পরিবারের কাছে আমি দুঃখ প্রকাশ করছি।
আমি যে মাধ্যমে কাজ করি, সেই মাধ্যমটির সঙ্গে সম্পৃক্ত প্রতিটি মানুষকে আমি একটি পরিবারের সদস্য মনে করি। প্রযোজক, পরিচালক কিংবা শিল্পী-কলাকুশলী— আমরা সবাই এই পরিবারের সদস্য।আমি আমার নাট্যপরিবারের কাছেও দুঃখ প্রকাশ করছি। এ ভুলে তাদেরকেও কষ্ট দিয়েছি।
ঘটে যাওয়া ভুলের জন্য আমরা কেউই দায় এড়াতে পারি না। ভুল থেকে আমি,আমরা নতুন করে শিক্ষা নিয়েছি। একই সঙ্গে নিজের সামাজিক অবস্থান, সমাজের প্রতি দায়বদ্ধতা নতুন করে উপলব্ধি করতে পারছি। আমি দুঃখিত, লজ্জিত, বিব্রত— এবং অনুতপ্ত। আশা করছি, ভবিষ্যতে সামাজিক যে কোনো বিষয়ে আমি, আমরা আরো অনেক বেশি সংবেদনশীল থাকবো।
বিশেষ শিশুদের প্রতি আমার বিশ্বাস, ভালোবাসা বরাবরই ছিল। এক ভুলে তা শেষ হয়ে যেতে দিবো না। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, বিশেষ শিশুদের কল্যাণে সক্রিয়ভাবে কাজ করে যাবো। কারণ আজকের শিশুরা আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যত। আমাদের সম্পদ।
আমার নাট্যপরিবারের প্রতিটি সংগঠন বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেছেন। তাদের উদ্দেশ্যে সশ্রদ্ধ কৃতজ্ঞতা জানাই। আশা করছি, সবার সহযোগিতা নিয়ে আমি,আমরা সুন্দর এবং শুদ্ধ শিল্পচর্চার পথে এগিয়ে যাবো।
প্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
২১ মিনিট আগেবিচ্ছেদের পর একাই পালন করছেন মা-বাবার দায়িত্ব। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার ব্যবসায় নামছেন অভিনেত্রী। মা এবং নবজাতকের দরকারি পণ্যের ব্র্যান্ডশপ দিচ্ছেন পরীমনি।
৪৩ মিনিট আগেপরদিনই কাকতালীয়ভাবে প্রকাশ্যে আসে বেজিস্ট মোহিনী দের বিবাহবিচ্ছেদের খবর। অনেকে দুইয়ে দুইয়ে চার মেলানো শুরু করেন। কেউ কেউ তো আগবাড়িয়ে এটাও বলে দিয়েছেন, মোহিনীর সঙ্গে সম্পর্ক থাকার কারণেই নাকি বিচ্ছেদ হয়েছে রাহমান-সায়রার!
১ ঘণ্টা আগেআগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
৬ ঘণ্টা আগে