বিনোদন প্রতিবেদক
ঢাকা: সাদা পাঞ্জাবি-পাজামায় শহীদ মিনারে দাঁড়িয়ে ইলিয়াস কাঞ্চন। কাঁচা-পাকা চুল দাড়ি। হাতে বাঁশের লাঠি। তার আগায় জ্বলছে মশাল। আগুন তাঁর মনের ভেতরেও। তাঁর প্রতিবাদ, তাঁর বিদ্রোহ, তাঁর কান্না একটি লাইন হয়ে ঝুলে আছে বুকে।
ইলিয়াস কাঞ্চনের বুকে ঝোলানো স্লেট। তাতে চকে লেখা একটি লাইন, ‘আমিই কোহিনূরের বাবা, কোহিনূর আমার মেয়ে, আমি তাঁর ধর্ষণ ও হত্যার বিচার চাই।’
ইলিয়াস কাঞ্চনের এমন একটি ছবি কদিন ধরে ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যাঁরাই দেখছেন ছবিটি, থমকে যাচ্ছেন কয়েক মুহূর্তের জন্য। এই ইলিয়াস কাঞ্চনকে চিনতে কষ্ট হয়! স্বচ্ছ ফ্রেমের চশমায়, সাদা রঙ করা চুল দাড়িতে বেশ বয়স্ক লাগছে বাংলা সিনেমার এই প্রখ্যাত অভিনেতাকে।
ইলিয়াস কাঞ্চনের সঙ্গে আলাপ করে জানা গেল, ছবিটি শুটিংয়ের। ‘মরণোত্তম’ নামে একটি টেলিফিল্মে অভিনয় করছেন তিনি। তাতে তিনি অজপাড়া গাঁয়ের একজন স্কুলশিক্ষক। সাধারণ জীবনযাপন। স্কুলপড়ুয়া এক মেয়েকে নিয়েই তাঁর সংসার। কোহিনূর নামে ওই মেয়েটি একদিন ধর্ষণের শিকার হন। ক্ষোভে-দুঃখে-অপমানে আত্মহত্যা করে মেয়েটি।
এরপরই বদলে যায় সাদাসিধে ওই স্কুল শিক্ষকের জীবন। বিচারের দাবিতে তিনি নেমে পড়েন। কোথাও যখন বিচারের আশ্বাস মেলে না, তিনি নিজেই স্লেটে প্রতিবাদ লিখে দাঁড়িয়ে যান শহীদ মিনারে। হাতে মশাল নিয়ে রাষ্ট্রের কাছে বিচার চান।
ইলিয়াস কাঞ্চন বলছেন,
‘এটাই তাঁর প্রতিবাদ। যে চক-স্লেটে বাচ্চাদেরকে অক্ষরজ্ঞান শেখাতেন তিনি। ওই চক-স্লেটই তাঁর প্রতিবাদের অনুষঙ্গ হয়ে উঠেছে।’
‘মরণোত্তম’ টেলিফিল্মটি বানাচ্ছেন সঞ্জয় সমাদ্দার। গত কয়েকবছর ধরে ভিন্নধর্মী কাজ নিয়ে আলোচিত এই নির্মাতা। অনলাইন প্ল্যাটফর্ম বঙ্গ-র এই টেলিফিল্মে তিনি ভরসা রেখেছেন ইলিয়াস কাঞ্চনের ওপর। তাঁর ভাষায়, ‘ইলিয়াস কাঞ্চন ছাড়া এ চরিত্রে কাউকে ভাবতে পারিনি। শুটিংয়ে তিনি যে পরিমাণ পরিশ্রম করেছেন, ভাবাই যায় না। আউটডোরে সবার সঙ্গে দিনরাত খেটেছেন। যতক্ষণ মনমতো না হয়েছে, ততক্ষণ শট দিয়েছেন।’
‘মরণোত্তম’ এ ইলিয়াস কাঞ্চনের সঙ্গে অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম। আরো আছেন সুজন হাবিব, ইমতিয়াজ বর্ষণ। ইলিয়াস কাঞ্চনের মেয়ের চরিত্রে আছেন মাখনুন সুলতানা মাহিমা।
ঢাকা: সাদা পাঞ্জাবি-পাজামায় শহীদ মিনারে দাঁড়িয়ে ইলিয়াস কাঞ্চন। কাঁচা-পাকা চুল দাড়ি। হাতে বাঁশের লাঠি। তার আগায় জ্বলছে মশাল। আগুন তাঁর মনের ভেতরেও। তাঁর প্রতিবাদ, তাঁর বিদ্রোহ, তাঁর কান্না একটি লাইন হয়ে ঝুলে আছে বুকে।
ইলিয়াস কাঞ্চনের বুকে ঝোলানো স্লেট। তাতে চকে লেখা একটি লাইন, ‘আমিই কোহিনূরের বাবা, কোহিনূর আমার মেয়ে, আমি তাঁর ধর্ষণ ও হত্যার বিচার চাই।’
ইলিয়াস কাঞ্চনের এমন একটি ছবি কদিন ধরে ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যাঁরাই দেখছেন ছবিটি, থমকে যাচ্ছেন কয়েক মুহূর্তের জন্য। এই ইলিয়াস কাঞ্চনকে চিনতে কষ্ট হয়! স্বচ্ছ ফ্রেমের চশমায়, সাদা রঙ করা চুল দাড়িতে বেশ বয়স্ক লাগছে বাংলা সিনেমার এই প্রখ্যাত অভিনেতাকে।
ইলিয়াস কাঞ্চনের সঙ্গে আলাপ করে জানা গেল, ছবিটি শুটিংয়ের। ‘মরণোত্তম’ নামে একটি টেলিফিল্মে অভিনয় করছেন তিনি। তাতে তিনি অজপাড়া গাঁয়ের একজন স্কুলশিক্ষক। সাধারণ জীবনযাপন। স্কুলপড়ুয়া এক মেয়েকে নিয়েই তাঁর সংসার। কোহিনূর নামে ওই মেয়েটি একদিন ধর্ষণের শিকার হন। ক্ষোভে-দুঃখে-অপমানে আত্মহত্যা করে মেয়েটি।
এরপরই বদলে যায় সাদাসিধে ওই স্কুল শিক্ষকের জীবন। বিচারের দাবিতে তিনি নেমে পড়েন। কোথাও যখন বিচারের আশ্বাস মেলে না, তিনি নিজেই স্লেটে প্রতিবাদ লিখে দাঁড়িয়ে যান শহীদ মিনারে। হাতে মশাল নিয়ে রাষ্ট্রের কাছে বিচার চান।
ইলিয়াস কাঞ্চন বলছেন,
‘এটাই তাঁর প্রতিবাদ। যে চক-স্লেটে বাচ্চাদেরকে অক্ষরজ্ঞান শেখাতেন তিনি। ওই চক-স্লেটই তাঁর প্রতিবাদের অনুষঙ্গ হয়ে উঠেছে।’
‘মরণোত্তম’ টেলিফিল্মটি বানাচ্ছেন সঞ্জয় সমাদ্দার। গত কয়েকবছর ধরে ভিন্নধর্মী কাজ নিয়ে আলোচিত এই নির্মাতা। অনলাইন প্ল্যাটফর্ম বঙ্গ-র এই টেলিফিল্মে তিনি ভরসা রেখেছেন ইলিয়াস কাঞ্চনের ওপর। তাঁর ভাষায়, ‘ইলিয়াস কাঞ্চন ছাড়া এ চরিত্রে কাউকে ভাবতে পারিনি। শুটিংয়ে তিনি যে পরিমাণ পরিশ্রম করেছেন, ভাবাই যায় না। আউটডোরে সবার সঙ্গে দিনরাত খেটেছেন। যতক্ষণ মনমতো না হয়েছে, ততক্ষণ শট দিয়েছেন।’
‘মরণোত্তম’ এ ইলিয়াস কাঞ্চনের সঙ্গে অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম। আরো আছেন সুজন হাবিব, ইমতিয়াজ বর্ষণ। ইলিয়াস কাঞ্চনের মেয়ের চরিত্রে আছেন মাখনুন সুলতানা মাহিমা।
প্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
৭ ঘণ্টা আগেবিচ্ছেদের পর একাই পালন করছেন মা-বাবার দায়িত্ব। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার ব্যবসায় নামছেন অভিনেত্রী। মা এবং নবজাতকের দরকারি পণ্যের ব্র্যান্ডশপ দিচ্ছেন পরীমনি।
৭ ঘণ্টা আগেপরদিনই কাকতালীয়ভাবে প্রকাশ্যে আসে বেজিস্ট মোহিনী দের বিবাহবিচ্ছেদের খবর। অনেকে দুইয়ে দুইয়ে চার মেলানো শুরু করেন। কেউ কেউ তো আগবাড়িয়ে এটাও বলে দিয়েছেন, মোহিনীর সঙ্গে সম্পর্ক থাকার কারণেই নাকি বিচ্ছেদ হয়েছে রাহমান-সায়রার!
৮ ঘণ্টা আগেআগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
১৩ ঘণ্টা আগে