খায়রুল বাসার নির্ঝর
ঢাকা : কয়েক বছর হলো উত্তরায় নিজের ফ্ল্যাটে থাকা শুরু করেছেন মোশাররফ করিম। সুনসান এক টুকরো ব্যালকনি সেই ফ্ল্যাটের সামনের দিকটায়। আশপাশে সদর্পে আরও অনেক অট্টালিকা আকাশ ছোঁয়ার প্রতিযোগিতায় মত্ত। তবু কোনো রহস্যময়তায় সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সেই ব্যালকনিতে হামাগুড়ি দেয় সকালের নরম স্বচ্ছ রোদ। ঘোষণা দিয়ে যায় ফুরফুরে পবিত্র একটি দিনের। কিন্তু সেই বারতা কি মোশাররফ করিমের কান পর্যন্ত পৌঁছায়?
সম্ভব কি হয় সকালের সেই রোদ গায়ে মাখার? মনে হয় না। গত রাতেও তিনি বাসায় ফিরেছেন ভোররাতে। শুটিং শেষ করেছেন রাত আড়াইটায়; বাসায় ফিরতে ফিরতে ভোর ৫টা। একটু ঘুমিয়েই সকাল ১০টায় উঠতে হয়েছে অন্য একটি সিরিয়ালের শুটিংয়ে যাওয়ার জন্য। চোখ দুটো তাই পাকা মরিচের মতো টকটকে লাল। বোঝাই যাচ্ছে, আরও অনেকক্ষণ ঘুমোতে চান তিনি। কিন্তু তা সম্ভব নয়।
কারণ অতন্দ্র প্রহরীর মতো পাশে পাশে একজন সর্বক্ষণ—জুঁই; অর্ধাঙ্গিনী অথবা পূর্ণাঙ্গিনী্লা—চলে দুটোই। শুটিংয়ে যাওয়ার জন্য মোশাররফকে টেনে তুলেছেন ঘুম থেকে। এ তো গেল এক দিনকার চিত্র—৩০ দিনের ১ দিন অথবা ৩৬৫ দিনের ১ দিন। এভাবেই মাস অথবা বছরের সব দিনেই সরব জুঁই।
সংসারের খুঁটিনাটি, আত্মীয়স্বজন, পারিবারিক অনুষ্ঠান থেকে শুরু করে মোশাররফ করিমের অভিনয়ের সমালোচনা—সব ক্ষেত্রেই দুরন্ত বিচরণ তাঁর। শেষ কথাটি কি একটু খটমট ঠেকল? হ্যাঁ, মোশাররফ করিমের অভিনয়ের খুঁত বের করার স্বঘোষিত মহান দায়িত্ব কাঁধে নিয়েছেন জুঁই। ‘মনে হয়, আমিই মোশাররফের সবচেয়ে বড় সমালোচক। যদিও ওর অভিনয়ে খুঁত থাকে না বললেই চলে; তবু কিছু কিছু বিষয় খোঁজার চেষ্টা করি, যেটা হলে হয়তো ওই চরিত্রটা আরও ভালো করা যেত।’ বলেন জুঁই।
জুঁইয়ের নিপুণতার আরেকটি প্রমাণ মিলল তাঁদের বাসার ছোট্ট ড্রয়িংরুমের এক পাশে থরে থরে সাজানো বইয়ের তাক দেখে। সমৃদ্ধ কালেকশন। ক্যামেরা-কৌশল থেকে শুরু করে হেলাল হাফিজের কবিতা—সবই উপস্থিত। দুজনই বইপ্রিয়। মোশাররফ তো শুটিংয়ের বিরতিতেও বই নিয়ে বসে যান প্রায়ই।
মোশাররফের ভরা সংসার। ভাই, ভাতিজি, বোনের মেয়ে—একসঙ্গেই থাকেন তাঁরা। একান্নবর্তী সংসার। তবে পরিবারে একদমই সময় দিতে পারেন না মোশাররফ করিম। অবসর বলতে দুই ঈদ। এই সময়টায় আত্মীয়স্বজনের বাসায় ঘুরে ঘুরে নিজেদের মতো করে কাটানোর চেষ্টা করেন তাঁরা। কোনো কারণে শুটিং বাতিল হলে সোজা বাসায় চলে আসেন মোশাররফ। অথবা জুঁইকে ডাকেন বন্ধুদের আড্ডায়। মাঝেমধ্যে সেটে উপস্থিত থাকেন জুঁই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের মেধাবী ছাত্রী ছিলেন তিনি। ক্যামেরার পেছনে বেশ কিছুদিন কাজ করেছেন, বৃত্তের বাইরে নেই অভিনয়টাও।
ক্যামেরার সামনে তিনি এখন আর দশজন পেশাদার অভিনয়শিল্পীর মতোই স্বাভাবিক। দিন-রাত পরিবর্তনের সঙ্গে বাড়ছে অভিনীত নাটকের সংখ্যা। মোশাররফের নাটকে সহশিল্পী হিসেবে জুঁইয়ের দেখা পাওয়া যায় প্রায়ই। দুজনের এই একসঙ্গে এক পথে চলার রহস্যটা কী? জুঁই বললেন, ‘মোশাররফ যে সেটে কাজ করে, সেখানকার পরিবেশটা আমার কাছে পরিবারের মতোই। আনন্দ করে কেটে যায় পুরো সময়টা। মনেই হয় না কাজ করছি। ইউনিটের সবাই পরিচিত থাকে, যে কারণে আমার প্রতি আন্তরিক থাকে সবাই। এ ছাড়া আরও একটা কারণ আছে। সারা বছর ওকে কাছে পাই খুব কম। এক সেটে কাজ করার ফলে পাশাপাশি থাকতে পারি। অভিনয়টা যেহেতু ওকে দেখেই শিখেছি, তাই একসঙ্গে থাকলে মনে সাহস পাই।’
মোশাররফ করিম ইদানীং কাজের ক্ষেত্রে আরও বেশি সাবধানী হয়েছেন। কলকাতার ব্রাত্য বসুর ‘ডিকশনারি’ সিনেমায় অভিনয়ের পর সেখানেও তাঁর নিজস্ব অবস্থান তৈরি হয়েছে। ঘোষণা এসেছে একই নির্মাতার পরের সিনেমায়ও থাকবেন মোশাররফ।
ঢাকা : কয়েক বছর হলো উত্তরায় নিজের ফ্ল্যাটে থাকা শুরু করেছেন মোশাররফ করিম। সুনসান এক টুকরো ব্যালকনি সেই ফ্ল্যাটের সামনের দিকটায়। আশপাশে সদর্পে আরও অনেক অট্টালিকা আকাশ ছোঁয়ার প্রতিযোগিতায় মত্ত। তবু কোনো রহস্যময়তায় সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সেই ব্যালকনিতে হামাগুড়ি দেয় সকালের নরম স্বচ্ছ রোদ। ঘোষণা দিয়ে যায় ফুরফুরে পবিত্র একটি দিনের। কিন্তু সেই বারতা কি মোশাররফ করিমের কান পর্যন্ত পৌঁছায়?
সম্ভব কি হয় সকালের সেই রোদ গায়ে মাখার? মনে হয় না। গত রাতেও তিনি বাসায় ফিরেছেন ভোররাতে। শুটিং শেষ করেছেন রাত আড়াইটায়; বাসায় ফিরতে ফিরতে ভোর ৫টা। একটু ঘুমিয়েই সকাল ১০টায় উঠতে হয়েছে অন্য একটি সিরিয়ালের শুটিংয়ে যাওয়ার জন্য। চোখ দুটো তাই পাকা মরিচের মতো টকটকে লাল। বোঝাই যাচ্ছে, আরও অনেকক্ষণ ঘুমোতে চান তিনি। কিন্তু তা সম্ভব নয়।
কারণ অতন্দ্র প্রহরীর মতো পাশে পাশে একজন সর্বক্ষণ—জুঁই; অর্ধাঙ্গিনী অথবা পূর্ণাঙ্গিনী্লা—চলে দুটোই। শুটিংয়ে যাওয়ার জন্য মোশাররফকে টেনে তুলেছেন ঘুম থেকে। এ তো গেল এক দিনকার চিত্র—৩০ দিনের ১ দিন অথবা ৩৬৫ দিনের ১ দিন। এভাবেই মাস অথবা বছরের সব দিনেই সরব জুঁই।
সংসারের খুঁটিনাটি, আত্মীয়স্বজন, পারিবারিক অনুষ্ঠান থেকে শুরু করে মোশাররফ করিমের অভিনয়ের সমালোচনা—সব ক্ষেত্রেই দুরন্ত বিচরণ তাঁর। শেষ কথাটি কি একটু খটমট ঠেকল? হ্যাঁ, মোশাররফ করিমের অভিনয়ের খুঁত বের করার স্বঘোষিত মহান দায়িত্ব কাঁধে নিয়েছেন জুঁই। ‘মনে হয়, আমিই মোশাররফের সবচেয়ে বড় সমালোচক। যদিও ওর অভিনয়ে খুঁত থাকে না বললেই চলে; তবু কিছু কিছু বিষয় খোঁজার চেষ্টা করি, যেটা হলে হয়তো ওই চরিত্রটা আরও ভালো করা যেত।’ বলেন জুঁই।
জুঁইয়ের নিপুণতার আরেকটি প্রমাণ মিলল তাঁদের বাসার ছোট্ট ড্রয়িংরুমের এক পাশে থরে থরে সাজানো বইয়ের তাক দেখে। সমৃদ্ধ কালেকশন। ক্যামেরা-কৌশল থেকে শুরু করে হেলাল হাফিজের কবিতা—সবই উপস্থিত। দুজনই বইপ্রিয়। মোশাররফ তো শুটিংয়ের বিরতিতেও বই নিয়ে বসে যান প্রায়ই।
মোশাররফের ভরা সংসার। ভাই, ভাতিজি, বোনের মেয়ে—একসঙ্গেই থাকেন তাঁরা। একান্নবর্তী সংসার। তবে পরিবারে একদমই সময় দিতে পারেন না মোশাররফ করিম। অবসর বলতে দুই ঈদ। এই সময়টায় আত্মীয়স্বজনের বাসায় ঘুরে ঘুরে নিজেদের মতো করে কাটানোর চেষ্টা করেন তাঁরা। কোনো কারণে শুটিং বাতিল হলে সোজা বাসায় চলে আসেন মোশাররফ। অথবা জুঁইকে ডাকেন বন্ধুদের আড্ডায়। মাঝেমধ্যে সেটে উপস্থিত থাকেন জুঁই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের মেধাবী ছাত্রী ছিলেন তিনি। ক্যামেরার পেছনে বেশ কিছুদিন কাজ করেছেন, বৃত্তের বাইরে নেই অভিনয়টাও।
ক্যামেরার সামনে তিনি এখন আর দশজন পেশাদার অভিনয়শিল্পীর মতোই স্বাভাবিক। দিন-রাত পরিবর্তনের সঙ্গে বাড়ছে অভিনীত নাটকের সংখ্যা। মোশাররফের নাটকে সহশিল্পী হিসেবে জুঁইয়ের দেখা পাওয়া যায় প্রায়ই। দুজনের এই একসঙ্গে এক পথে চলার রহস্যটা কী? জুঁই বললেন, ‘মোশাররফ যে সেটে কাজ করে, সেখানকার পরিবেশটা আমার কাছে পরিবারের মতোই। আনন্দ করে কেটে যায় পুরো সময়টা। মনেই হয় না কাজ করছি। ইউনিটের সবাই পরিচিত থাকে, যে কারণে আমার প্রতি আন্তরিক থাকে সবাই। এ ছাড়া আরও একটা কারণ আছে। সারা বছর ওকে কাছে পাই খুব কম। এক সেটে কাজ করার ফলে পাশাপাশি থাকতে পারি। অভিনয়টা যেহেতু ওকে দেখেই শিখেছি, তাই একসঙ্গে থাকলে মনে সাহস পাই।’
মোশাররফ করিম ইদানীং কাজের ক্ষেত্রে আরও বেশি সাবধানী হয়েছেন। কলকাতার ব্রাত্য বসুর ‘ডিকশনারি’ সিনেমায় অভিনয়ের পর সেখানেও তাঁর নিজস্ব অবস্থান তৈরি হয়েছে। ঘোষণা এসেছে একই নির্মাতার পরের সিনেমায়ও থাকবেন মোশাররফ।
বিচ্ছেদের পর একাই পালন করছেন মা-বাবার দায়িত্ব। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার ব্যবসায় নামছেন অভিনেত্রী। মা এবং নবজাতক শিশুর দরকারি পণ্যের ব্র্যান্ডশপ দিচ্ছেন পরীমণি।
১০ মিনিট আগেপরদিনই কাকতালীয়ভাবে প্রকাশ্যে আসে বেজিস্ট মোহিনী দের বিবাহবিচ্ছেদের খবর। অনেকে দুইয়ে দুইয়ে চার মেলানো শুরু করেন। কেউ কেউ তো আগবাড়িয়ে এটাও বলে দিয়েছেন, মোহিনীর সঙ্গে সম্পর্ক থাকার কারণেই নাকি বিচ্ছেদ হয়েছে রাহমান-সায়রার!
৩৩ মিনিট আগেআগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
৬ ঘণ্টা আগেঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দম্পতির ঘর ভাঙার গুঞ্জন এখন বলিউডের লোকের মুখে মুখে। এই তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনোবা তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। যদিও এ নিয়ে কুলুপ এঁটে ছিলেন পুরো বচ্চন পরিবার। এসবের মধ্যেই নিজের ব্ল
৭ ঘণ্টা আগে