বিনোদন প্রতিবেদক, ঢাকা
ক্যারিয়ারের শুরুতে গান গাইতেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। কনা, রুমানা ও নাফিজাকে নিয়ে গড়েছিলেন ব্যান্ড অ্যাঞ্জেল ফোর। অভিনয়ে ব্যস্ত হওয়ার পর ধীরে ধীরে থেমে গেছে গান গাওয়া। দীর্ঘ ১৫ বছর পর আবার গাইলেন তিনি।
মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’র টাইটেল গানে কণ্ঠ দিলেন তিশা। গানের শিরোনাম ‘অটোবায়োগ্রাফি’, লিখেছেন ইশতিয়াক আহমেদ, সুর ও সংগীতায়োজন করছেন পাভেল অরিন। গতকাল রাতে চরকিতে রিলিজ হয়েছে গানটি।
গানটি নিয়ে আজকের পত্রিকাকে তিশা বলেন, ‘দীর্ঘ ১৫ বছর পর গাইলাম। ছোট সময়ে গান করা হলেও এখন আমি শুধু অভিনয় করি। সিনেমাটার সঙ্গে আমাদের নিজেদের অনেক আবেগ জড়িত, গানটি লেখা ও সুরের পর আমি গাইতে চাইলে আমাকে সেই সুযোগ দেওয়া হয়।’
নিয়মিত গান করার পরিকল্পনার প্রশ্নে তিশা বলেন, ‘না, তেমন ইচ্ছে নেই। আমি তো প্রফেশনাল কণ্ঠশিল্পী না, আমি অভিনয়শিল্পী। এটা নির্ভর করছে কত বছর আবারও গাইব তার ওপর।’
গানটি ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার দিয়েছেন তিশা। আর সেখানেই তিনি প্রশংসায় ভাসছেন। একজন লিখেছেন, ‘সর্ব গুণে সম্পূর্ণ আপু’। আরেকজন লিখেছেন, ‘শব্দ, কথা, সুর, কণ্ঠ—সব মিলিয়ে অসাধারণ গান শুনলাম। নুসরাত ইমরোজ তিশা খুব ভালো অভিনেত্রী, পাশাপাশি এই গানের মাধ্যমে প্রমাণিত সে অসম্ভব ভালো গায়িকা। নিঃসন্দেহে সে আমার পছন্দের মানুষ।’
‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ তিশার কাছে ভীষণ স্পেশাল। তিশা বলেন, ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি ইলহাম হওয়ার পর আমার প্রথম কাজ। রাইটার হিসেবে আমার প্রথম লেখা। ইলহামের প্রথম মিউজিক ভিডিও, একজন ডিরেক্টর ফারুকীর প্রথম অভিনয়—এই ফিল্মে অনেক কিছুই প্রথমবার ঘটেছে। আর যেকোনো প্রথম বিষয় মানুষের জীবনে অনেক স্পেশাল। তাই সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি আমার জন্য অনেক স্পেশাল।’
ক্যারিয়ারের শুরুতে গান গাইতেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। কনা, রুমানা ও নাফিজাকে নিয়ে গড়েছিলেন ব্যান্ড অ্যাঞ্জেল ফোর। অভিনয়ে ব্যস্ত হওয়ার পর ধীরে ধীরে থেমে গেছে গান গাওয়া। দীর্ঘ ১৫ বছর পর আবার গাইলেন তিনি।
মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’র টাইটেল গানে কণ্ঠ দিলেন তিশা। গানের শিরোনাম ‘অটোবায়োগ্রাফি’, লিখেছেন ইশতিয়াক আহমেদ, সুর ও সংগীতায়োজন করছেন পাভেল অরিন। গতকাল রাতে চরকিতে রিলিজ হয়েছে গানটি।
গানটি নিয়ে আজকের পত্রিকাকে তিশা বলেন, ‘দীর্ঘ ১৫ বছর পর গাইলাম। ছোট সময়ে গান করা হলেও এখন আমি শুধু অভিনয় করি। সিনেমাটার সঙ্গে আমাদের নিজেদের অনেক আবেগ জড়িত, গানটি লেখা ও সুরের পর আমি গাইতে চাইলে আমাকে সেই সুযোগ দেওয়া হয়।’
নিয়মিত গান করার পরিকল্পনার প্রশ্নে তিশা বলেন, ‘না, তেমন ইচ্ছে নেই। আমি তো প্রফেশনাল কণ্ঠশিল্পী না, আমি অভিনয়শিল্পী। এটা নির্ভর করছে কত বছর আবারও গাইব তার ওপর।’
গানটি ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার দিয়েছেন তিশা। আর সেখানেই তিনি প্রশংসায় ভাসছেন। একজন লিখেছেন, ‘সর্ব গুণে সম্পূর্ণ আপু’। আরেকজন লিখেছেন, ‘শব্দ, কথা, সুর, কণ্ঠ—সব মিলিয়ে অসাধারণ গান শুনলাম। নুসরাত ইমরোজ তিশা খুব ভালো অভিনেত্রী, পাশাপাশি এই গানের মাধ্যমে প্রমাণিত সে অসম্ভব ভালো গায়িকা। নিঃসন্দেহে সে আমার পছন্দের মানুষ।’
‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ তিশার কাছে ভীষণ স্পেশাল। তিশা বলেন, ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি ইলহাম হওয়ার পর আমার প্রথম কাজ। রাইটার হিসেবে আমার প্রথম লেখা। ইলহামের প্রথম মিউজিক ভিডিও, একজন ডিরেক্টর ফারুকীর প্রথম অভিনয়—এই ফিল্মে অনেক কিছুই প্রথমবার ঘটেছে। আর যেকোনো প্রথম বিষয় মানুষের জীবনে অনেক স্পেশাল। তাই সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি আমার জন্য অনেক স্পেশাল।’
ইত্যাদির নতুন পর্বের শুটিং হয়েছে বাগেরহাটে। মঞ্চ নির্মাণ করা হয়েছে মোংলা বন্দরে। পশুর নদীর তীরে জাহাজ, নদী এবং বন্দরের কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতির সমন্বয়ে নির্মিত মঞ্চে ধারণ করা হয়েছে এবারের ইত্যাদি।
১ ঘণ্টা আগেসোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমে এ আর রাহমানকে নিয়ে কোনো ধরনের কটুক্তি না করার অনুরোধ করেছেন সায়রা। এক অডিও বার্তায় রাহমানকে তিনি উল্লেখ করেছেন ‘পৃথিবীর সেরা মানুষ’ হিসেবে।
৩ ঘণ্টা আগেআইপিএলের প্রথম আসরে কলকাতা নাইট রাইডার্সের মালিকানা কেনেন শাহরুখ খান। প্রতি সিজনে গ্যালারিতে তাঁর উপস্থিতি আইপিএলের দ্যুতি বাড়িয়েছে। তবে আইপিএলে শাহরুখের প্রথম পছন্দ ছিল না কলকাতা।
৫ ঘণ্টা আগেপ্রখ্যাত সংগীত পরিচালক এ আর রহমানের ধৈর্যের বাঁধ যেন ভেঙেই গেল। তাঁর বিবাহ বিচ্ছেদকে ঘিরে নেটিজেনদের অযাচিত সমালোচনা ও গুজবের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন এই সংগীতজ্ঞ। লিগ্যাল টিমের মাধ্যমে জানিয়েছেন, তার সঙ্গে সায়রা বানুর ডিভোর্স নিয়ে যে বা যাঁরা আপত্তিকর পোস্ট, ভিডিও বা ইন্টারভিউ...
১০ ঘণ্টা আগে