বিনোদন ডেস্ক
গত বছরের ২৭ নভেম্বর সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নাট্যজন আলী যাকের সবাইকে কাঁদিয়ে চলে যান ওপারে। বেঁচে থাকলে আগামীকাল ৬ নভেম্বর তার ৭৭তম জন্মদিন পালন হতো। তবে কিংবদন্তির যেমন মরণ নেই, যাকের পরিবারও চায় আলী যাকের জীবন্ত থাকুক নানামুখী কাজে। এজন্য তারা বেশ কিছু উদ্যোগও নিয়েছেন। আর এ বিষয় নিয়ে কথা বলতে আগামীকাল শনিবার মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘রাঙা সকাল’-এ আমন্ত্রিত অতিথি হয়ে আসছেন আলী যাকেরের সহধর্মিনী, একুশে পদক বিজয়ী নাট্যব্যক্তিত্ব সারা যাকের।
সকাল ৭টা থেকে ৯টা ‘রাঙা সকাল’-এর বিশেষ এই পর্বে সারা যাকের জানাবেন, শুধু স্মরণে বা কথায় নয়, নানান কর্মকাণ্ডেও আলী যাকেরের বর্ণাঢ্য কর্মময় জীবনের স্মৃতি সংরক্ষণ করা হবে। পাশাপাশি বিশেষ এই দিনে একটি বিশেষ ঘোষনাও আসবে পরিবার থেকে।
রুম্মান রশীদ খান ও লাবণ্য’র সাথে আলাপচারিতার ফাঁকে সারা যাকের জানাবেন, সাধারণ আলী যাকের তাঁর মনের বিশালতার কারণে কতটা অসাধারণ হয়ে উঠেছিলেন, তাঁর প্রস্থানের পর দুই সন্তান ইরেশ যাকের ও শ্রিয়া সর্বজয়া কিভাবে নিজেদের সামলে নিয়েছেন।
আগামীকাল ইরেশ যাকেরেরও জন্মদিন। ছেলের জন্য মায়ের বিশেষ বার্তাও থাকবে এই আয়োজনে। ‘রাঙা সকাল’ প্রযোজনা করছেন জোবায়ের ইকবাল।
গত বছরের ২৭ নভেম্বর সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নাট্যজন আলী যাকের সবাইকে কাঁদিয়ে চলে যান ওপারে। বেঁচে থাকলে আগামীকাল ৬ নভেম্বর তার ৭৭তম জন্মদিন পালন হতো। তবে কিংবদন্তির যেমন মরণ নেই, যাকের পরিবারও চায় আলী যাকের জীবন্ত থাকুক নানামুখী কাজে। এজন্য তারা বেশ কিছু উদ্যোগও নিয়েছেন। আর এ বিষয় নিয়ে কথা বলতে আগামীকাল শনিবার মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘রাঙা সকাল’-এ আমন্ত্রিত অতিথি হয়ে আসছেন আলী যাকেরের সহধর্মিনী, একুশে পদক বিজয়ী নাট্যব্যক্তিত্ব সারা যাকের।
সকাল ৭টা থেকে ৯টা ‘রাঙা সকাল’-এর বিশেষ এই পর্বে সারা যাকের জানাবেন, শুধু স্মরণে বা কথায় নয়, নানান কর্মকাণ্ডেও আলী যাকেরের বর্ণাঢ্য কর্মময় জীবনের স্মৃতি সংরক্ষণ করা হবে। পাশাপাশি বিশেষ এই দিনে একটি বিশেষ ঘোষনাও আসবে পরিবার থেকে।
রুম্মান রশীদ খান ও লাবণ্য’র সাথে আলাপচারিতার ফাঁকে সারা যাকের জানাবেন, সাধারণ আলী যাকের তাঁর মনের বিশালতার কারণে কতটা অসাধারণ হয়ে উঠেছিলেন, তাঁর প্রস্থানের পর দুই সন্তান ইরেশ যাকের ও শ্রিয়া সর্বজয়া কিভাবে নিজেদের সামলে নিয়েছেন।
আগামীকাল ইরেশ যাকেরেরও জন্মদিন। ছেলের জন্য মায়ের বিশেষ বার্তাও থাকবে এই আয়োজনে। ‘রাঙা সকাল’ প্রযোজনা করছেন জোবায়ের ইকবাল।
শাহিদ কাপুর ও কারিনা কাপুরের প্রেম একসময় বলিউডে মুখে মুখে ছিল। তবে বিচ্ছেদের পর একে অপরকে এড়িয়ে চলেন তাঁরা। কথা বলা তো দূরের কথা, মুখ দেখাদেখিও বন্ধ তাঁদের। প্রেমিকার সঙ্গে তিক্ততা থাকলেও তাঁর স্বামী সাইফ আলী খানের জন্য উদ্বেগ প্রকাশ করলেন শাহিদ কাপুর।
৩ ঘণ্টা আগেপল্লিকবি জসীমউদ্দীনের কবিতায় ইমন চৌধুরী তৈরি করলেন গান। কবির ‘হলুদ বরণী’ কবিতা অবলম্বনে তৈরি হয়েছে ‘ফুল নেয়া ভালো নয়’ শিরোনামের গানটি। এই গান দিয়ে শুরু হলো ইমন চৌধুরীর নতুন মিউজিক প্রজেক্ট বেঙ্গল সিম্ফনি।
৪ ঘণ্টা আগেরোজার ঈদে মুক্তি পাবে আদর আজাদ ও শবনম বুবলী অভিনীত সিনেমা ‘পিনিক’। গত শনিবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত পোস্টারে বুবলীকে পাওয়া গেল ভিন্নরূপে।
৪ ঘণ্টা আগেলাখো তরুণীর হৃদয় ভেঙে বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক দর্শন রাভাল। দীর্ঘদিনের প্রেমিকা ধারাল সুরেলিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। ঘনিষ্ঠজনদের নিয়ে হয় বিয়ের আনুষ্ঠানিকতা।
৫ ঘণ্টা আগে