বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রায় দুই মাস যুক্তরাষ্ট্রে কাটিয়ে দেশে ফিরেছেন টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী নাদিয়া আহমেদ। সোমবার ঢাকার মাটিতে পা রেখে তিনি জানান দিয়েছেন, ‘আমার শহর ঢাকায় ফিরে এলাম।’
আমেরিকার ক্যানসাসে থাকেন নাদিয়ার বাবা, মা ও ছোট বোন। প্রতিবছরই নাদিয়া তাঁদের সঙ্গে সময় কাটাতে যান। কিন্তু করোনার কারণে গত দুই বছর যেতে পরেননি। অবশেষে এবার সুযোগ পাওয়ায় জুনের শেষ দিকে যুক্তরাষ্ট্রের পথে উড়াল দেন নাদিয়া।
এ দুই মাস নাকি দারুণ সময় কেটেছে তাঁর। বোন নন্দিতা আহমেদের সঙ্গে প্রায় প্রতিদিনই ঘুরতে বেরিয়েছেন ঐতিহ্যবাহী স্পটগুলোতে, শপিং করছেন, টিকটকে মজার ভিডিও পোস্ট করেছেন দুজন মিলে। আর মা-বাবার সঙ্গে সময় কাটানো তো আছেই। ‘যেন চোখের পলকে কেটে গেছে এ দুই মাস’—বলেন নাদিয়া।
ছুটি শেষ, ফিরেছেন দেশে। এবার শুটিংয়ের জন্য প্রস্তুত হচ্ছেন নাদিয়া। তিনি অভিনয়ের মানুষ। লাইট-ক্যামেরা-অ্যাকশন ছেড়ে বেশি দিন দূরে থাকলে তাঁরও মন অস্থির হয়। এরই মধ্যে বেশ কিছু নাটকে অভিনয়ের প্রস্তাব জমে আছে। দেশে না ফিরে শিডিউল নিশ্চিত করতে পারছিলেন না। এবার গুছিয়ে নেবেন আস্তে-ধীরে। বলেন, ‘এ মাসের শেষ দিকে কিছু কাজ ছিল। ক্যানসেল হয়েছে। ঢাকার বাইরে একটি নাটকের শুটিং ছিল। এখনই ঢাকার বাইরে গিয়ে কাজ করার এনার্জি নেই। হয়তো সামনের মাসের শুরুর দিকে শুটিংয়ে যাব। আর যদি এ মাসে কাজ করতেই হয়, তাহলে ২৮ তারিখের আগে নয়।’
প্রায় দুই মাস যুক্তরাষ্ট্রে কাটিয়ে দেশে ফিরেছেন টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী নাদিয়া আহমেদ। সোমবার ঢাকার মাটিতে পা রেখে তিনি জানান দিয়েছেন, ‘আমার শহর ঢাকায় ফিরে এলাম।’
আমেরিকার ক্যানসাসে থাকেন নাদিয়ার বাবা, মা ও ছোট বোন। প্রতিবছরই নাদিয়া তাঁদের সঙ্গে সময় কাটাতে যান। কিন্তু করোনার কারণে গত দুই বছর যেতে পরেননি। অবশেষে এবার সুযোগ পাওয়ায় জুনের শেষ দিকে যুক্তরাষ্ট্রের পথে উড়াল দেন নাদিয়া।
এ দুই মাস নাকি দারুণ সময় কেটেছে তাঁর। বোন নন্দিতা আহমেদের সঙ্গে প্রায় প্রতিদিনই ঘুরতে বেরিয়েছেন ঐতিহ্যবাহী স্পটগুলোতে, শপিং করছেন, টিকটকে মজার ভিডিও পোস্ট করেছেন দুজন মিলে। আর মা-বাবার সঙ্গে সময় কাটানো তো আছেই। ‘যেন চোখের পলকে কেটে গেছে এ দুই মাস’—বলেন নাদিয়া।
ছুটি শেষ, ফিরেছেন দেশে। এবার শুটিংয়ের জন্য প্রস্তুত হচ্ছেন নাদিয়া। তিনি অভিনয়ের মানুষ। লাইট-ক্যামেরা-অ্যাকশন ছেড়ে বেশি দিন দূরে থাকলে তাঁরও মন অস্থির হয়। এরই মধ্যে বেশ কিছু নাটকে অভিনয়ের প্রস্তাব জমে আছে। দেশে না ফিরে শিডিউল নিশ্চিত করতে পারছিলেন না। এবার গুছিয়ে নেবেন আস্তে-ধীরে। বলেন, ‘এ মাসের শেষ দিকে কিছু কাজ ছিল। ক্যানসেল হয়েছে। ঢাকার বাইরে একটি নাটকের শুটিং ছিল। এখনই ঢাকার বাইরে গিয়ে কাজ করার এনার্জি নেই। হয়তো সামনের মাসের শুরুর দিকে শুটিংয়ে যাব। আর যদি এ মাসে কাজ করতেই হয়, তাহলে ২৮ তারিখের আগে নয়।’
শাহিদ কাপুর ও কারিনা কাপুরের প্রেম একসময় বলিউডে মুখে মুখে ছিল। তবে বিচ্ছেদের পর একে অপরকে এড়িয়ে চলেন তাঁরা। কথা বলা তো দূরের কথা, মুখ দেখাদেখিও বন্ধ তাঁদের। প্রেমিকার সঙ্গে তিক্ততা থাকলেও তাঁর স্বামী সাইফ আলী খানের জন্য উদ্বেগ প্রকাশ করলেন শাহিদ কাপুর।
৩ ঘণ্টা আগেপল্লিকবি জসীমউদ্দীনের কবিতায় ইমন চৌধুরী তৈরি করলেন গান। কবির ‘হলুদ বরণী’ কবিতা অবলম্বনে তৈরি হয়েছে ‘ফুল নেয়া ভালো নয়’ শিরোনামের গানটি। এই গান দিয়ে শুরু হলো ইমন চৌধুরীর নতুন মিউজিক প্রজেক্ট বেঙ্গল সিম্ফনি।
৪ ঘণ্টা আগেরোজার ঈদে মুক্তি পাবে আদর আজাদ ও শবনম বুবলী অভিনীত সিনেমা ‘পিনিক’। গত শনিবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত পোস্টারে বুবলীকে পাওয়া গেল ভিন্নরূপে।
৪ ঘণ্টা আগেলাখো তরুণীর হৃদয় ভেঙে বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক দর্শন রাভাল। দীর্ঘদিনের প্রেমিকা ধারাল সুরেলিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। ঘনিষ্ঠজনদের নিয়ে হয় বিয়ের আনুষ্ঠানিকতা।
৫ ঘণ্টা আগে