ফিরলেন নাদিয়া, এবার শুটিংয়ের প্রস্তুতি

বিনোদন প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

প্রায় দুই মাস যুক্তরাষ্ট্রে কাটিয়ে দেশে ফিরেছেন টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী নাদিয়া আহমেদ। সোমবার ঢাকার মাটিতে পা রেখে তিনি জানান দিয়েছেন, ‘আমার শহর ঢাকায় ফিরে এলাম।’

আমেরিকার ক্যানসাসে থাকেন নাদিয়ার বাবা, মা ও ছোট বোন। প্রতিবছরই নাদিয়া তাঁদের সঙ্গে সময় কাটাতে যান। কিন্তু করোনার কারণে গত দুই বছর যেতে পরেননি।  অবশেষে এবার সুযোগ পাওয়ায় জুনের শেষ দিকে যুক্তরাষ্ট্রের পথে উড়াল দেন নাদিয়া।

নাদিয়া আহমেদএ দুই মাস নাকি দারুণ সময় কেটেছে তাঁর। বোন নন্দিতা আহমেদের সঙ্গে প্রায় প্রতিদিনই ঘুরতে বেরিয়েছেন ঐতিহ্যবাহী স্পটগুলোতে, শপিং করছেন, টিকটকে মজার ভিডিও পোস্ট করেছেন দুজন মিলে। আর মা-বাবার সঙ্গে সময় কাটানো তো আছেই। ‘যেন চোখের পলকে কেটে গেছে এ দুই মাস’—বলেন নাদিয়া।

ছুটি শেষ, ফিরেছেন দেশে। এবার শুটিংয়ের জন্য প্রস্তুত হচ্ছেন নাদিয়া। তিনি অভিনয়ের মানুষ। লাইট-ক্যামেরা-অ্যাকশন ছেড়ে বেশি দিন দূরে থাকলে তাঁরও মন অস্থির হয়। এরই মধ্যে বেশ কিছু নাটকে অভিনয়ের প্রস্তাব জমে আছে। দেশে না ফিরে শিডিউল নিশ্চিত করতে পারছিলেন না। এবার গুছিয়ে নেবেন আস্তে-ধীরে। বলেন, ‘এ মাসের শেষ দিকে কিছু কাজ ছিল। ক্যানসেল হয়েছে। ঢাকার বাইরে একটি নাটকের শুটিং ছিল। এখনই ঢাকার বাইরে গিয়ে কাজ করার এনার্জি নেই। হয়তো সামনের মাসের শুরুর দিকে শুটিংয়ে যাব। আর যদি এ মাসে কাজ করতেই হয়, তাহলে ২৮ তারিখের আগে নয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত