বিনোদন প্রতিবেদক, ঢাকা
দেশব্যাপী শুরু হয়েছে প্রতিভা খোঁজার প্রতিযোগিতা ‘টফি স্টার সার্চ’। ইতিমধ্যে পাওয়া গেছে এ প্রতিযোগিতার সেরা ১১ জনকে। শীর্ষ ১১ থেকে সেরা বিজয়ীকে বেছে নেওয়ার জন্য চলছে ভোট পর্ব। স্টার সার্চ-এর আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, এগিয়ে এসেছে চূড়ান্ত ফলাফল ঘোষণার তারিখ। আগামী রোববার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টা পর্যন্ত পছন্দের প্রতিযোগিকে ভোট দেওয়া যাবে।
টফি অ্যাপ ও ফেসবুক পেজে পছন্দের প্রতিযোগির ফাইনাল পারফরম্যান্সের ভিডিও লাইক, রিঅ্যাক্ট ও শেয়ার করে ভোট দেওয়া যাবে। দর্শক আর বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে টফি স্টার সার্চ ঘোষণা করবে বিজয়ী, প্রথম এবং দ্বিতীয় রানারআপের নাম।
প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান যারা অর্জন করবেন, তারা পাবেন যথাক্রমে ২৫, ১৫ এবং ১০ লক্ষ টাকা মূল্যমানের পুরস্কার। আগামী ১৮ ফেব্রুয়ারি রাত ৯টায় আরটিভিতে প্রচারিত হবে স্টার সার্চ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে।
টফি স্টার সার্চ প্রতিযোগিতায় প্রধান বিচারকের ভূমিকায় ছিলেন তারিক আনাম খান, চঞ্চল চৌধুরী ও পূর্ণিমা। আয়োজনটি নিয়ে টফির ডিজিটাল সার্ভিসেস ডিরেক্টর আবদুল মুকিত আহমেদ বলেন, ‘দেশের এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম টফিতে প্রতিভাবানদের উৎসাহিত করার জন্য টফি স্টার সার্চ সারা দেশের প্রতিযোগীদের আমন্ত্রণ জানিয়েছিল ভিডিও সাবমিট করার জন্য। শীর্ষ ১১ প্রতিযোগী থেকে দেশ সেরা প্রতিভা খুঁজে পেতে আমরাও অপেক্ষায় আছি।’
দেশব্যাপী শুরু হয়েছে প্রতিভা খোঁজার প্রতিযোগিতা ‘টফি স্টার সার্চ’। ইতিমধ্যে পাওয়া গেছে এ প্রতিযোগিতার সেরা ১১ জনকে। শীর্ষ ১১ থেকে সেরা বিজয়ীকে বেছে নেওয়ার জন্য চলছে ভোট পর্ব। স্টার সার্চ-এর আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, এগিয়ে এসেছে চূড়ান্ত ফলাফল ঘোষণার তারিখ। আগামী রোববার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টা পর্যন্ত পছন্দের প্রতিযোগিকে ভোট দেওয়া যাবে।
টফি অ্যাপ ও ফেসবুক পেজে পছন্দের প্রতিযোগির ফাইনাল পারফরম্যান্সের ভিডিও লাইক, রিঅ্যাক্ট ও শেয়ার করে ভোট দেওয়া যাবে। দর্শক আর বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে টফি স্টার সার্চ ঘোষণা করবে বিজয়ী, প্রথম এবং দ্বিতীয় রানারআপের নাম।
প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান যারা অর্জন করবেন, তারা পাবেন যথাক্রমে ২৫, ১৫ এবং ১০ লক্ষ টাকা মূল্যমানের পুরস্কার। আগামী ১৮ ফেব্রুয়ারি রাত ৯টায় আরটিভিতে প্রচারিত হবে স্টার সার্চ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে।
টফি স্টার সার্চ প্রতিযোগিতায় প্রধান বিচারকের ভূমিকায় ছিলেন তারিক আনাম খান, চঞ্চল চৌধুরী ও পূর্ণিমা। আয়োজনটি নিয়ে টফির ডিজিটাল সার্ভিসেস ডিরেক্টর আবদুল মুকিত আহমেদ বলেন, ‘দেশের এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম টফিতে প্রতিভাবানদের উৎসাহিত করার জন্য টফি স্টার সার্চ সারা দেশের প্রতিযোগীদের আমন্ত্রণ জানিয়েছিল ভিডিও সাবমিট করার জন্য। শীর্ষ ১১ প্রতিযোগী থেকে দেশ সেরা প্রতিভা খুঁজে পেতে আমরাও অপেক্ষায় আছি।’
প্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
৯ ঘণ্টা আগেবিচ্ছেদের পর একাই পালন করছেন মা-বাবার দায়িত্ব। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার ব্যবসায় নামছেন অভিনেত্রী। মা এবং নবজাতকের দরকারি পণ্যের ব্র্যান্ডশপ দিচ্ছেন পরীমনি।
৯ ঘণ্টা আগেপরদিনই কাকতালীয়ভাবে প্রকাশ্যে আসে বেজিস্ট মোহিনী দের বিবাহবিচ্ছেদের খবর। অনেকে দুইয়ে দুইয়ে চার মেলানো শুরু করেন। কেউ কেউ তো আগবাড়িয়ে এটাও বলে দিয়েছেন, মোহিনীর সঙ্গে সম্পর্ক থাকার কারণেই নাকি বিচ্ছেদ হয়েছে রাহমান-সায়রার!
৯ ঘণ্টা আগেআগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
১৪ ঘণ্টা আগে