মুনমুন ফিরলেন, তবে অল্প সময়ের জন্য

বিনোদন ডেস্ক
আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ২০: ১৬
Thumbnail image

লাক্স চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতা থেকে আলোচনায় আসেন রুমানা মালিক মুনমুন। এরপর হয়ে ওঠেন জনপ্রিয় উপস্থাপিকা ও অভিনেত্রী। কিন্তু হঠাৎই বিয়ে করে হলেন কানাডাপ্রবাসী। সেখানেই স্বামী-সন্তান নিয়ে আনন্দে দিন কাটাচ্ছেন তিনি।

সম্প্রতি দীর্ঘ আড়াই বছর পর দেশে ফিরেছেন মুনমুন। এসেই জানালেন ২০২০ সালে প্রথমবার মা হয়েছেন তিনি। মেয়ের নাম রেখেছেন ঈমান হোসেন। 

মাছরাঙা টেলিভিশনের নিয়মিত আয়োজন ‘রাঙা সকাল’-এর বিশেষ পর্বে অতিথি হয়ে এসব তথ্য জানিয়েছেন মুনমুন। একই সঙ্গে নিজের জীবনের অনেক অজানা গল্পও অনুষ্ঠানটিতে বলেছেন তিনি। জানালেন, গত বছরের ২৪ মে কানাডায় তাঁর মেয়ে ঈমান হোসেনের জন্ম হয়। তাই মেয়ের প্রথম বাংলাদেশ সফর নিয়ে বেশ উৎফুল্ল মুনমুন। বললেন, ‘খুব অল্প সময়ে ঈমান তার দাদি, নানা, খালা, ফুফুদের সাথে মিশে যেতে পেরেছে। বাড়িময় ঘুরে বেড়াচ্ছে। অসংখ্য খেলার সাথি পেয়ে আমাকে আর ওর বাবাকে যেন ভুলতে বসেছে।’

রুম্মান রশীদ খান ও লাবণ্যের উপস্থাপনায় অনুষ্ঠানে মুনমুনডিসেম্বর পর্যন্ত দেশেই থাকার পরিকল্পনা তাঁর। এর মাঝে মনের মতো কোনো অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পেলে তা লুফে নিতে চান। 

এই অভিনেত্রী কানাডায় ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি নিয়ে মাস্টার্স করেছেন। সে বিষয় নিয়ে ভবিষ্যতে বাংলাদেশে কিছু করতে চান। একই সঙ্গে কয়েক বছর পর একেবারে দেশেই ফিরে আসবেন বলেও জানিয়েছেন মুনমুন। মা হবার আগে কানাডার স্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ে চাকরি করছিলেন মুনমুন। এবার কানাডায় ফিরে আবার চাকরিতে যোগ দেওয়ার ইচ্ছা রয়েছে তাঁর। 

রুম্মান রশীদ খান ও লাবণ্যের উপস্থাপনায়, জোবায়ের ইকবাল-এর প্রযোজনায় ‘রাঙা সকাল’-এর মুনমুনের পর্বটি প্রচার হবে ১৫ নভেম্বর সকাল ৭টায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত