কিংবদন্তি মার্কিন গায়ক ও অভিনেতা ফ্রাঙ্ক সিনাত্রার জীবন এবার উঠে আসবে সেলুলয়েডের পর্দায়। এই গায়কের বায়োপিক বানাবেন হলিউডের প্রখ্যাত নির্মাতা মার্টিন স্করসেসি। দ্য গার্ডিয়ান জানিয়েছে, বায়োপিকটিতে সিনাত্রার চরিত্রে অভিনয় করবেন হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। আর সিনাত্রার স্ত্রী আডা গার্ডনারের চরিত্রে দেখা যাবে জেনিফার লরেন্সকে। ১৯৫১ সাল থেকে ১৯৫৭ সাল পর্যন্ত আডা গার্ডনারের সঙ্গে দাম্পত্য সম্পর্কে ছিলেন সিনাত্রা।
২০২১ সালে ‘ডোন্ট লুক আপ’ সিনেমায় জুটি বেঁধেছিলেন ডিক্যাপ্রিও-লরেন্স। আর অস্কার মঞ্চে সেরা ছবির মনোনয়ন পাওয়া ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’-এর পর ফের একবার স্করসেসির সঙ্গে কাজ করতে যাচ্ছেন ডিক্যাপ্রিও।
সংগীতশিল্পে বিপ্লব আনার অন্যতম কারিগরদের একজন ফ্রাঙ্ক সিনাত্রা ১৯৯৮ সালে ৮২ বছর বয়সে মারা যান এই গায়ক। তিনি গ্র্যামি মঞ্চে তিনবার ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ খেতাব জয় করেন। সর্বকালের সর্বাধিক বিক্রীত সংগীতশিল্পীদের একজন তিনি, বিশ্বব্যাপী ১৫০ মিলিয়নের অধিক রেকর্ড বিক্রি হয়েছে সিনাত্রার।
সংগীতের বাইরে সিনাত্রা ব্যক্তিগত জীবনও বরাবর থেকেছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। সিনেমায় অভিনয় থেকে চারবার বিয়ে, তাঁর জীবন কোনো ছবির থেকে কম নাটকীয় নয়। তবে সিনেমাটি নির্মাণের ব্যাপারে এখনো সিনাত্রার মেয়ে টিনা মার্টিন স্করসেসিকে আনুষ্ঠানিক অনুমতি দেননি।
সিনাত্রাকে নিয়ে এর আগেও চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করেছিলেন মার্টিন স্করসেসি। ইউনিভার্সাল স্টুডিও প্রযোজিত সিনেমাটির পরিকল্পনার খবর ছড়ায় ২০০৯ সালে। তখনো নির্মাতার পছন্দের তালিকায় ডিক্যাপ্রিও ছিলেন।
কিংবদন্তি মার্কিন গায়ক ও অভিনেতা ফ্রাঙ্ক সিনাত্রার জীবন এবার উঠে আসবে সেলুলয়েডের পর্দায়। এই গায়কের বায়োপিক বানাবেন হলিউডের প্রখ্যাত নির্মাতা মার্টিন স্করসেসি। দ্য গার্ডিয়ান জানিয়েছে, বায়োপিকটিতে সিনাত্রার চরিত্রে অভিনয় করবেন হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। আর সিনাত্রার স্ত্রী আডা গার্ডনারের চরিত্রে দেখা যাবে জেনিফার লরেন্সকে। ১৯৫১ সাল থেকে ১৯৫৭ সাল পর্যন্ত আডা গার্ডনারের সঙ্গে দাম্পত্য সম্পর্কে ছিলেন সিনাত্রা।
২০২১ সালে ‘ডোন্ট লুক আপ’ সিনেমায় জুটি বেঁধেছিলেন ডিক্যাপ্রিও-লরেন্স। আর অস্কার মঞ্চে সেরা ছবির মনোনয়ন পাওয়া ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’-এর পর ফের একবার স্করসেসির সঙ্গে কাজ করতে যাচ্ছেন ডিক্যাপ্রিও।
সংগীতশিল্পে বিপ্লব আনার অন্যতম কারিগরদের একজন ফ্রাঙ্ক সিনাত্রা ১৯৯৮ সালে ৮২ বছর বয়সে মারা যান এই গায়ক। তিনি গ্র্যামি মঞ্চে তিনবার ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ খেতাব জয় করেন। সর্বকালের সর্বাধিক বিক্রীত সংগীতশিল্পীদের একজন তিনি, বিশ্বব্যাপী ১৫০ মিলিয়নের অধিক রেকর্ড বিক্রি হয়েছে সিনাত্রার।
সংগীতের বাইরে সিনাত্রা ব্যক্তিগত জীবনও বরাবর থেকেছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। সিনেমায় অভিনয় থেকে চারবার বিয়ে, তাঁর জীবন কোনো ছবির থেকে কম নাটকীয় নয়। তবে সিনেমাটি নির্মাণের ব্যাপারে এখনো সিনাত্রার মেয়ে টিনা মার্টিন স্করসেসিকে আনুষ্ঠানিক অনুমতি দেননি।
সিনাত্রাকে নিয়ে এর আগেও চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করেছিলেন মার্টিন স্করসেসি। ইউনিভার্সাল স্টুডিও প্রযোজিত সিনেমাটির পরিকল্পনার খবর ছড়ায় ২০০৯ সালে। তখনো নির্মাতার পছন্দের তালিকায় ডিক্যাপ্রিও ছিলেন।
কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরে জায়গা পেল বাংলাদেশ। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে স্থান করে নিল আদনান আল রাজীব পরিচালিত সিনেমা ‘আলী’। কানের স্বল্পদৈর্ঘ্য সিনেমা বিভাগে দেশের কোনো সিনেমার তালিকাবদ্ধ হওয়ার ঘটনা এটাই প্রথম।
১০ ঘণ্টা আগেসিনেমার প্রিমিয়ার নিয়ে বিরক্তি প্রকাশ করে ফেসবুকে স্বস্তিকা লিখেছেন, ‘আমি এখন থেকে আর কোনো সিনেমার প্রিমিয়ারে যাব না। নিজের সিনেমারও না। পরের সিনেমারও না।’
১০ ঘণ্টা আগেচলচ্চিত্রে সরকারি অনুদানের নতুন নীতিমালার ৬.৫ ধারায় অনুদানের জন্য আবেদনকারীর ব্যাংক হিসাবে সিনেমার প্রস্তাবিত বাজেটের ১০ শতাংশ জমা রাখার কথা বলা হয়েছিল। ২১ এপ্রিল ১১৯ জন চলচ্চিত্র নির্মাতা ও কর্মী এর প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেন। এর পরিপ্রেক্ষিতে প্রস্তাবিত বাজেটের ১০ শতাংশ ব্যাংকে রাখার নিয়ম স্থগিত
১৮ ঘণ্টা আগেসম্প্রতি এক অনুষ্ঠানে পারফর্ম করার সময় পরিহিত পোশাক ও নাচের অঙ্গভঙ্গি নিয়ে সমালোচিত হন অভিনেত্রী সামিরা খান মাহি। ব্যাপক সমালোচনায় বিরক্ত হলেও সে সময় দিয়েছিলেন পোশাক নিয়ে কটাক্ষের ব্যাখ্যা। সেই সমালোচনার রেশ কাটার আগেই জানা গেল, ভেঙে গেছে তাঁর প্রেমের সম্পর্ক। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন অভিনেত্রী।
১ দিন আগে