সেরা অভিনেত্রীর অস্কার জিতবে কে—এই প্রশ্নের উত্তর জানতে সিনেমাপ্রেমীদের আগ্রহ ছিল তুঙ্গে। লিলি গ্ল্যাডস্টন ও এমা স্টোন—অস্কার কার জেতা উচিত, কে জিতবে তা নিয়েও চলেছে তর্ক–বিতর্ক। সব জল্পনা শেষে ৯৬তম অস্কার আসরে সেরা অভিনেত্রীর পুরস্কার উঠেছে এমা স্টোনের হাতেই। ‘পুওর থিংস’ সিনেমার জন্য এই পুরস্কার জিতেছেন তিনি। এটি অভিনেত্রীর দ্বিতীয় অস্কার।
এবারের অস্কারে ‘সেরা অভিনেত্রী’ বিভাগে এমা স্টোনসহ মনোনয়ন পেয়েছিলেন পাঁচজন অভিনেত্রী। তাঁরা হলেন—প্রখ্যাত নির্মাতা মার্টিন স্করসেসির ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’–এর জন্য মনোনয়ন পেয়েছেন লিলি গ্ল্যাডস্টন। ফরাসি নির্মাতা জাস্টিন ত্রিয়েতের ‘অ্যানাটমি অব অ্যা ফল’ সিনেমার জন্য জার্মান অভিনেত্রী সান্ড্রা হুলার।
মার্কিন নির্মাতা এলিজাবেথ চাই ভাসারেলি ও জিমি চিন পরিচালিত ‘নায়াড’ সিনেমার জন্য মার্কিন অভিনেত্রী অ্যানেট বেনিং। গ্রিক নির্মাতা ইয়োর্গস লান্থিমোসের ‘পুওর থিংস’–এর জন্য মনোনয়ন পেয়েছিলেন মার্কিন অভিনেত্রী এমা স্টোন।
প্রসঙ্গত, গ্রিক নির্মাতা ইয়োর্গস লান্থিমোসের ‘পুওর থিংস’ সিনেমাতে একজন ব্রিটিশ নারী চরিত্রে অভিনয় করেছেন এমা যিনি একটি শিশুর মস্তিষ্ক প্রতিস্থাপনের মাধ্যমে পুনর্জীবিত হয়েছেন।
উল্লেখ্য, আজ সোমবার বাংলাদেশ সময় ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে অস্কারের ৯৬ তম আসরে পুরস্কার ঘোষণা করা হয়। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন জিমি কিমেল।
সেরা অভিনেত্রীর অস্কার জিতবে কে—এই প্রশ্নের উত্তর জানতে সিনেমাপ্রেমীদের আগ্রহ ছিল তুঙ্গে। লিলি গ্ল্যাডস্টন ও এমা স্টোন—অস্কার কার জেতা উচিত, কে জিতবে তা নিয়েও চলেছে তর্ক–বিতর্ক। সব জল্পনা শেষে ৯৬তম অস্কার আসরে সেরা অভিনেত্রীর পুরস্কার উঠেছে এমা স্টোনের হাতেই। ‘পুওর থিংস’ সিনেমার জন্য এই পুরস্কার জিতেছেন তিনি। এটি অভিনেত্রীর দ্বিতীয় অস্কার।
এবারের অস্কারে ‘সেরা অভিনেত্রী’ বিভাগে এমা স্টোনসহ মনোনয়ন পেয়েছিলেন পাঁচজন অভিনেত্রী। তাঁরা হলেন—প্রখ্যাত নির্মাতা মার্টিন স্করসেসির ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’–এর জন্য মনোনয়ন পেয়েছেন লিলি গ্ল্যাডস্টন। ফরাসি নির্মাতা জাস্টিন ত্রিয়েতের ‘অ্যানাটমি অব অ্যা ফল’ সিনেমার জন্য জার্মান অভিনেত্রী সান্ড্রা হুলার।
মার্কিন নির্মাতা এলিজাবেথ চাই ভাসারেলি ও জিমি চিন পরিচালিত ‘নায়াড’ সিনেমার জন্য মার্কিন অভিনেত্রী অ্যানেট বেনিং। গ্রিক নির্মাতা ইয়োর্গস লান্থিমোসের ‘পুওর থিংস’–এর জন্য মনোনয়ন পেয়েছিলেন মার্কিন অভিনেত্রী এমা স্টোন।
প্রসঙ্গত, গ্রিক নির্মাতা ইয়োর্গস লান্থিমোসের ‘পুওর থিংস’ সিনেমাতে একজন ব্রিটিশ নারী চরিত্রে অভিনয় করেছেন এমা যিনি একটি শিশুর মস্তিষ্ক প্রতিস্থাপনের মাধ্যমে পুনর্জীবিত হয়েছেন।
উল্লেখ্য, আজ সোমবার বাংলাদেশ সময় ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে অস্কারের ৯৬ তম আসরে পুরস্কার ঘোষণা করা হয়। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন জিমি কিমেল।
কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরে জায়গা পেল বাংলাদেশ। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে স্থান করে নিল আদনান আল রাজীব পরিচালিত সিনেমা ‘আলী’। কানের স্বল্পদৈর্ঘ্য সিনেমা বিভাগে দেশের কোনো সিনেমার তালিকাবদ্ধ হওয়ার ঘটনা এটাই প্রথম।
৭ ঘণ্টা আগেসিনেমার প্রিমিয়ার নিয়ে বিরক্তি প্রকাশ করে ফেসবুকে স্বস্তিকা লিখেছেন, ‘আমি এখন থেকে আর কোনো সিনেমার প্রিমিয়ারে যাব না। নিজের সিনেমারও না। পরের সিনেমারও না।’
৭ ঘণ্টা আগেচলচ্চিত্রে সরকারি অনুদানের নতুন নীতিমালার ৬.৫ ধারায় অনুদানের জন্য আবেদনকারীর ব্যাংক হিসাবে সিনেমার প্রস্তাবিত বাজেটের ১০ শতাংশ জমা রাখার কথা বলা হয়েছিল। ২১ এপ্রিল ১১৯ জন চলচ্চিত্র নির্মাতা ও কর্মী এর প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেন। এর পরিপ্রেক্ষিতে প্রস্তাবিত বাজেটের ১০ শতাংশ ব্যাংকে রাখার নিয়ম স্থগিত
১৫ ঘণ্টা আগেসম্প্রতি এক অনুষ্ঠানে পারফর্ম করার সময় পরিহিত পোশাক ও নাচের অঙ্গভঙ্গি নিয়ে সমালোচিত হন অভিনেত্রী সামিরা খান মাহি। ব্যাপক সমালোচনায় বিরক্ত হলেও সে সময় দিয়েছিলেন পোশাক নিয়ে কটাক্ষের ব্যাখ্যা। সেই সমালোচনার রেশ কাটার আগেই জানা গেল, ভেঙে গেছে তাঁর প্রেমের সম্পর্ক। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন অভিনেত্রী।
১৯ ঘণ্টা আগে