বিনোদন ডেস্ক
নেটফ্লিক্সে গতকাল মুক্তি পেয়েছে নতুন সিনেমা ‘ব্যাক ইন অ্যাকশন’। অভিনয়ে ক্যামেরন ডিয়াজ ও জেমি ফক্স। সিনেমাটির শিরোনামের সঙ্গে আশ্চর্য মিল ক্যামেরন ডিয়াজের বাস্তবজীবনের। তিনি অ্যাকশনে ফিরলেন, তা-ও ১০ বছর পর। ২০১৪ সালে ‘অ্যানি’ সিনেমার পর হলিউড থেকে বিরতি নিয়েছিলেন তিনি। বন্ধ করেছিলেন প্রকাশ্যে আসা। এই দীর্ঘ সময় পরিবারকে কেন্দ্র করেই ছিল তাঁর সব ব্যস্ততা।
এক দশক বিরতির পর ব্যাক ইন অ্যাকশনে অভিনয় করলেও এখন থেকে নিয়মিত ক্যামেরার সামনে আসবেন কি না, নিশ্চিত নন ক্যামেরন ডিয়াজ। এম্পায়ার ম্যাগাজিনকে তিনি জানান, আর কখনো সিনেমায় অভিনয় না করার অধিকার যেমন তাঁর রয়েছে, তেমনি ভবিষ্যতে যেকোনো প্রস্তাবে হ্যাঁ বলার অধিকারও রয়েছে। নিয়মিত অভিনয়ের বিষয়ে এখনো ভাবছেন না তিনি।
ক্যামেরন ডিয়াজ বলেন, ‘আর কোনো সিনেমায় অভিনয় করব, এমন ভাবনা ছিল না। আমি নিজের জীবন নিয়ে ভালো আছি। এর মধ্যে একদিন জেমি ফক্স ফোন করে আমাকে। তাকে না বলার ক্ষমতা আমার ছিল না। কারণ, ইন্ডাস্ট্রিতে যদি এমন কোনো অভিনেতা থাকে, যার সঙ্গে আমি স্বাচ্ছন্দ্যে মাসের পর মাস সেটে হেসেখেলে কাটাতে পারি; সে জেমি ফক্স।’ উল্লেখ্য, বিরতির আগে ডিয়াজের সর্বশেষ সিনেমা অ্যানিও ছিল জেমির সঙ্গে।
ব্যাক ইন অ্যাকশন সিনেমায় ডিয়াজ অভিনয় করেছেন এমিলি চরিত্রে। ফক্সের চরিত্রের নাম ম্যাট। দুজনই সিআইএর সাবেক গুপ্তচর।
নেটফ্লিক্সে গতকাল মুক্তি পেয়েছে নতুন সিনেমা ‘ব্যাক ইন অ্যাকশন’। অভিনয়ে ক্যামেরন ডিয়াজ ও জেমি ফক্স। সিনেমাটির শিরোনামের সঙ্গে আশ্চর্য মিল ক্যামেরন ডিয়াজের বাস্তবজীবনের। তিনি অ্যাকশনে ফিরলেন, তা-ও ১০ বছর পর। ২০১৪ সালে ‘অ্যানি’ সিনেমার পর হলিউড থেকে বিরতি নিয়েছিলেন তিনি। বন্ধ করেছিলেন প্রকাশ্যে আসা। এই দীর্ঘ সময় পরিবারকে কেন্দ্র করেই ছিল তাঁর সব ব্যস্ততা।
এক দশক বিরতির পর ব্যাক ইন অ্যাকশনে অভিনয় করলেও এখন থেকে নিয়মিত ক্যামেরার সামনে আসবেন কি না, নিশ্চিত নন ক্যামেরন ডিয়াজ। এম্পায়ার ম্যাগাজিনকে তিনি জানান, আর কখনো সিনেমায় অভিনয় না করার অধিকার যেমন তাঁর রয়েছে, তেমনি ভবিষ্যতে যেকোনো প্রস্তাবে হ্যাঁ বলার অধিকারও রয়েছে। নিয়মিত অভিনয়ের বিষয়ে এখনো ভাবছেন না তিনি।
ক্যামেরন ডিয়াজ বলেন, ‘আর কোনো সিনেমায় অভিনয় করব, এমন ভাবনা ছিল না। আমি নিজের জীবন নিয়ে ভালো আছি। এর মধ্যে একদিন জেমি ফক্স ফোন করে আমাকে। তাকে না বলার ক্ষমতা আমার ছিল না। কারণ, ইন্ডাস্ট্রিতে যদি এমন কোনো অভিনেতা থাকে, যার সঙ্গে আমি স্বাচ্ছন্দ্যে মাসের পর মাস সেটে হেসেখেলে কাটাতে পারি; সে জেমি ফক্স।’ উল্লেখ্য, বিরতির আগে ডিয়াজের সর্বশেষ সিনেমা অ্যানিও ছিল জেমির সঙ্গে।
ব্যাক ইন অ্যাকশন সিনেমায় ডিয়াজ অভিনয় করেছেন এমিলি চরিত্রে। ফক্সের চরিত্রের নাম ম্যাট। দুজনই সিআইএর সাবেক গুপ্তচর।
কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরে জায়গা পেল বাংলাদেশ। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে স্থান করে নিল আদনান আল রাজীব পরিচালিত সিনেমা ‘আলী’। কানের স্বল্পদৈর্ঘ্য সিনেমা বিভাগে দেশের কোনো সিনেমার তালিকাবদ্ধ হওয়ার ঘটনা এটাই প্রথম।
১০ ঘণ্টা আগেসিনেমার প্রিমিয়ার নিয়ে বিরক্তি প্রকাশ করে ফেসবুকে স্বস্তিকা লিখেছেন, ‘আমি এখন থেকে আর কোনো সিনেমার প্রিমিয়ারে যাব না। নিজের সিনেমারও না। পরের সিনেমারও না।’
১১ ঘণ্টা আগেচলচ্চিত্রে সরকারি অনুদানের নতুন নীতিমালার ৬.৫ ধারায় অনুদানের জন্য আবেদনকারীর ব্যাংক হিসাবে সিনেমার প্রস্তাবিত বাজেটের ১০ শতাংশ জমা রাখার কথা বলা হয়েছিল। ২১ এপ্রিল ১১৯ জন চলচ্চিত্র নির্মাতা ও কর্মী এর প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেন। এর পরিপ্রেক্ষিতে প্রস্তাবিত বাজেটের ১০ শতাংশ ব্যাংকে রাখার নিয়ম স্থগিত
১৯ ঘণ্টা আগেসম্প্রতি এক অনুষ্ঠানে পারফর্ম করার সময় পরিহিত পোশাক ও নাচের অঙ্গভঙ্গি নিয়ে সমালোচিত হন অভিনেত্রী সামিরা খান মাহি। ব্যাপক সমালোচনায় বিরক্ত হলেও সে সময় দিয়েছিলেন পোশাক নিয়ে কটাক্ষের ব্যাখ্যা। সেই সমালোচনার রেশ কাটার আগেই জানা গেল, ভেঙে গেছে তাঁর প্রেমের সম্পর্ক। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন অভিনেত্রী।
১ দিন আগে