বিনোদন ডেস্ক
অস্কারজয়ী নির্মাতা কোয়েন্টিন টারান্টিনোর আলোচিত সিনেমা ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’। ২০১৯ সালে মুক্তি পাওয়া সিনেমাটি অস্কারে ১০টি বিভাগে মনোনয়ন পেয়েছিল। পার্শ্ব অভিনেতা হিসেবে ব্র্যাড পিট ও প্রোডাকশন ডিজাইন বিভাগে জিতেছিল দুটি অস্কার। ছয় বছর পর সিনেমাটির সিকুয়েলের ঘোষণা এল।
ভ্যারাইটি জানিয়েছে, প্রথম পর্বটি কোয়েন্টিন টারান্টিনো পরিচালনা করলেও দ্বিতীয় পর্বে পরিচালকের আসনে তিনি থাকছেন না। তাঁর বদলে সিনেমাটি বানাবেন ডেভিড ফিঞ্চার। শুধু চিত্রনাট্যকার হিসেবে এ প্রজেক্টে থাকবে টারান্টিনোর নাম। স্ট্যান্টম্যান চরিত্র ক্লিফ বুথ হিসেবে দ্বিতীয় পর্বে ফিরছেন ব্র্যাড পিট। ওয়ান্স আপন আ টাইম ইন হলিউডে তিনি এ চরিত্রে অভিনয় করে পেয়েছিলেন অস্কার। তবে সিনেমাটিতে আরও দুই অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও ও মার্গো রবি ফিরবেন কি না, তা নিশ্চিত নয়।
ওয়ান্স আপন আ টাইম ইন হলিউডের সিকুয়েলকে বলা হচ্ছে এই সময়ের অন্যতম ‘ইউনিক প্রোডাকশন’। এক হাই প্রোফাইল পরিচালক আরেক হাই প্রোফাইল পরিচালকের সিনেমাটি বানাচ্ছেন, শুধু এ কারণে নয়। পরিচালক ও অভিনয়শিল্পীর পাশাপাশি বদলে যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান এবং প্রচারের মাধ্যমও। ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড তৈরি হয়েছিল সনি পিকচার্সের ব্যানারে। তবে পরিচালক কোয়েন্টিন টারান্টিনো সিনেমাটির স্বত্ব নিজের কাছেই রেখে দিয়েছিলেন। সনির ঘর থেকে সিকুয়েলটি বের করে তিনি নিয়ে গেছেন নেটফ্লিক্সে। এই ওটিটি জায়ান্ট প্রযোজনা করবে সিনেমাটি, প্রচারও করবে। অর্থাৎ ওয়ান্স আপন আ টাইম ইন হলিউডের দ্বিতীয় পর্ব প্রেক্ষাগৃহের বদলে মুক্তি পাবে ওটিটিতে।
এই ঘোষণা এমন সময় এল, যখন কোয়েন্টিন টারান্টিনো তাঁর দশম এবং সর্বশেষ সিনেমার গল্প খুঁজে বেড়াচ্ছেন। দশম সিনেমা হিসেবে এর আগে তিনি বেছে নিয়েছিলেন ‘দ্য মুভি ক্রিটিক’কে। অভিনেতা হিসেবে ব্র্যাড পিটকে নেওয়ার কথা ছিল। পরে এ প্রজেক্ট বাতিল করে দেন টারান্টিনো। ধারণা করা হচ্ছে, সেই চিত্রনাট্যেই ডেভিড ফিঞ্চার তৈরি করবেন ওয়ান্স আপন আ টাইম ইন হলিউডের সিকুয়েল। গল্পটি সত্তরের দশকের, এতে পিট অভিনয় করবেন একজন সিনে সমালোচকের চরিত্রে, যে পর্নো ম্যাগাজিনের জন্য লেখালেখি করে।
অনেক বছর পর এ সিনেমা দিয়ে আবার এক হচ্ছেন অভিনেতা ব্র্যাড পিট ও পরিচালক ডেভিড ফিঞ্চার। এর আগে তাঁরা একত্রে ‘সেভেন’, ‘ফাইট ক্লাব’ ও অস্কারজয়ী ‘দ্য কিউরিয়াস কেস অব বেঞ্জামিন বাটন’ সিনেমায় কাজ করেছেন।
অস্কারজয়ী নির্মাতা কোয়েন্টিন টারান্টিনোর আলোচিত সিনেমা ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’। ২০১৯ সালে মুক্তি পাওয়া সিনেমাটি অস্কারে ১০টি বিভাগে মনোনয়ন পেয়েছিল। পার্শ্ব অভিনেতা হিসেবে ব্র্যাড পিট ও প্রোডাকশন ডিজাইন বিভাগে জিতেছিল দুটি অস্কার। ছয় বছর পর সিনেমাটির সিকুয়েলের ঘোষণা এল।
ভ্যারাইটি জানিয়েছে, প্রথম পর্বটি কোয়েন্টিন টারান্টিনো পরিচালনা করলেও দ্বিতীয় পর্বে পরিচালকের আসনে তিনি থাকছেন না। তাঁর বদলে সিনেমাটি বানাবেন ডেভিড ফিঞ্চার। শুধু চিত্রনাট্যকার হিসেবে এ প্রজেক্টে থাকবে টারান্টিনোর নাম। স্ট্যান্টম্যান চরিত্র ক্লিফ বুথ হিসেবে দ্বিতীয় পর্বে ফিরছেন ব্র্যাড পিট। ওয়ান্স আপন আ টাইম ইন হলিউডে তিনি এ চরিত্রে অভিনয় করে পেয়েছিলেন অস্কার। তবে সিনেমাটিতে আরও দুই অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও ও মার্গো রবি ফিরবেন কি না, তা নিশ্চিত নয়।
ওয়ান্স আপন আ টাইম ইন হলিউডের সিকুয়েলকে বলা হচ্ছে এই সময়ের অন্যতম ‘ইউনিক প্রোডাকশন’। এক হাই প্রোফাইল পরিচালক আরেক হাই প্রোফাইল পরিচালকের সিনেমাটি বানাচ্ছেন, শুধু এ কারণে নয়। পরিচালক ও অভিনয়শিল্পীর পাশাপাশি বদলে যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান এবং প্রচারের মাধ্যমও। ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড তৈরি হয়েছিল সনি পিকচার্সের ব্যানারে। তবে পরিচালক কোয়েন্টিন টারান্টিনো সিনেমাটির স্বত্ব নিজের কাছেই রেখে দিয়েছিলেন। সনির ঘর থেকে সিকুয়েলটি বের করে তিনি নিয়ে গেছেন নেটফ্লিক্সে। এই ওটিটি জায়ান্ট প্রযোজনা করবে সিনেমাটি, প্রচারও করবে। অর্থাৎ ওয়ান্স আপন আ টাইম ইন হলিউডের দ্বিতীয় পর্ব প্রেক্ষাগৃহের বদলে মুক্তি পাবে ওটিটিতে।
এই ঘোষণা এমন সময় এল, যখন কোয়েন্টিন টারান্টিনো তাঁর দশম এবং সর্বশেষ সিনেমার গল্প খুঁজে বেড়াচ্ছেন। দশম সিনেমা হিসেবে এর আগে তিনি বেছে নিয়েছিলেন ‘দ্য মুভি ক্রিটিক’কে। অভিনেতা হিসেবে ব্র্যাড পিটকে নেওয়ার কথা ছিল। পরে এ প্রজেক্ট বাতিল করে দেন টারান্টিনো। ধারণা করা হচ্ছে, সেই চিত্রনাট্যেই ডেভিড ফিঞ্চার তৈরি করবেন ওয়ান্স আপন আ টাইম ইন হলিউডের সিকুয়েল। গল্পটি সত্তরের দশকের, এতে পিট অভিনয় করবেন একজন সিনে সমালোচকের চরিত্রে, যে পর্নো ম্যাগাজিনের জন্য লেখালেখি করে।
অনেক বছর পর এ সিনেমা দিয়ে আবার এক হচ্ছেন অভিনেতা ব্র্যাড পিট ও পরিচালক ডেভিড ফিঞ্চার। এর আগে তাঁরা একত্রে ‘সেভেন’, ‘ফাইট ক্লাব’ ও অস্কারজয়ী ‘দ্য কিউরিয়াস কেস অব বেঞ্জামিন বাটন’ সিনেমায় কাজ করেছেন।
কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরে জায়গা পেল বাংলাদেশ। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে স্থান করে নিল আদনান আল রাজীব পরিচালিত সিনেমা ‘আলী’। কানের স্বল্পদৈর্ঘ্য সিনেমা বিভাগে দেশের কোনো সিনেমার তালিকাবদ্ধ হওয়ার ঘটনা এটাই প্রথম।
৭ ঘণ্টা আগেসিনেমার প্রিমিয়ার নিয়ে বিরক্তি প্রকাশ করে ফেসবুকে স্বস্তিকা লিখেছেন, ‘আমি এখন থেকে আর কোনো সিনেমার প্রিমিয়ারে যাব না। নিজের সিনেমারও না। পরের সিনেমারও না।’
৭ ঘণ্টা আগেচলচ্চিত্রে সরকারি অনুদানের নতুন নীতিমালার ৬.৫ ধারায় অনুদানের জন্য আবেদনকারীর ব্যাংক হিসাবে সিনেমার প্রস্তাবিত বাজেটের ১০ শতাংশ জমা রাখার কথা বলা হয়েছিল। ২১ এপ্রিল ১১৯ জন চলচ্চিত্র নির্মাতা ও কর্মী এর প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেন। এর পরিপ্রেক্ষিতে প্রস্তাবিত বাজেটের ১০ শতাংশ ব্যাংকে রাখার নিয়ম স্থগিত
১৫ ঘণ্টা আগেসম্প্রতি এক অনুষ্ঠানে পারফর্ম করার সময় পরিহিত পোশাক ও নাচের অঙ্গভঙ্গি নিয়ে সমালোচিত হন অভিনেত্রী সামিরা খান মাহি। ব্যাপক সমালোচনায় বিরক্ত হলেও সে সময় দিয়েছিলেন পোশাক নিয়ে কটাক্ষের ব্যাখ্যা। সেই সমালোচনার রেশ কাটার আগেই জানা গেল, ভেঙে গেছে তাঁর প্রেমের সম্পর্ক। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন অভিনেত্রী।
২০ ঘণ্টা আগে