যে কারণে নগ্ন হয়ে মঞ্চে এলেন জন সিনা

বিনোদন ডেস্ক
আপডেট : ১১ মার্চ ২০২৪, ১৪: ১৪
Thumbnail image

গত বছরের চড় কাণ্ডের পর এবার নগ্ন হয়ে অস্কারের মঞ্চে এসে আলোচনার জন্ম দিয়েছেন সাবেক রেসলার জন সিনা। সেরা কস্টিউম ডিজাইনের পুরস্কার ঘোষণা করতে মঞ্চে এসে গায়ে একটা সুতোও রাখলেন না তিনি।

লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে চলা পুরস্কার মঞ্চে জন সিনাকে ডেকে নেন উপস্থাপক জিমি কিমেল। তখনই বিবস্ত্র অবস্থায় মঞ্চে আসেন জন। লজ্জা নিবারণের জন্য তাঁর হাতে ছিল এক বিজয়ীর নাম থাকা খাম।

বিজয়ীর নাম থাকা খাম দিয়ে জন সিনা তাঁর গোপনাঙ্গ ঢেকে রেখেছিলেন এবং দর্শকদের হতবাক প্রতিক্রিয়ার মাঝেই বলে ওঠেন, ‘পোশাক খুবই গুরুত্বপূর্ণ।’ আর তখনই হলভর্তি দর্শক হেসে ওঠেন সবাই। মূলত কস্টিউমের প্রয়োজনীয়তা তুলে ধরতেই এ কাণ্ডটি করেন তিনি।

এরপর সেরা কস্টিউম বিভাগে মনোনীতদের নাম পড়ার সময় আলো কমিয়ে দেওয়া হয়। সেই সময় কয়েকজন সহকারী তাঁর জন্য গাউন নিয়ে আসেন এবং সাবেক এই রেসলারকে তা পরিয়ে দেওয়া হয়। এ বছর সেরা কস্টিউম ডিজাইনের পুরস্কার জিতে নিয়েছে ‘পুওর থিংস’ সিনেমাটি।

অস্কারের মঞ্চে জন সিনা। ছবি: এএফপিউল্লেখ্য, এর আগে ১৯৭৪ সালে রবার্ট ওপেল নামে পরিচিত একজন ‘স্ট্রিকার’ একাডেমি অ্যাওয়ার্ডে নগ্ন হয়ে দৌড়েছিলেন। সেটারই যেন পুনরাবৃত্তি ঘটল ২০২৪ সালে।
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত