গত বছরের চড় কাণ্ডের পর এবার নগ্ন হয়ে অস্কারের মঞ্চে এসে আলোচনার জন্ম দিয়েছেন সাবেক রেসলার জন সিনা। সেরা কস্টিউম ডিজাইনের পুরস্কার ঘোষণা করতে মঞ্চে এসে গায়ে একটা সুতোও রাখলেন না তিনি।
লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে চলা পুরস্কার মঞ্চে জন সিনাকে ডেকে নেন উপস্থাপক জিমি কিমেল। তখনই বিবস্ত্র অবস্থায় মঞ্চে আসেন জন। লজ্জা নিবারণের জন্য তাঁর হাতে ছিল এক বিজয়ীর নাম থাকা খাম।
বিজয়ীর নাম থাকা খাম দিয়ে জন সিনা তাঁর গোপনাঙ্গ ঢেকে রেখেছিলেন এবং দর্শকদের হতবাক প্রতিক্রিয়ার মাঝেই বলে ওঠেন, ‘পোশাক খুবই গুরুত্বপূর্ণ।’ আর তখনই হলভর্তি দর্শক হেসে ওঠেন সবাই। মূলত কস্টিউমের প্রয়োজনীয়তা তুলে ধরতেই এ কাণ্ডটি করেন তিনি।
এরপর সেরা কস্টিউম বিভাগে মনোনীতদের নাম পড়ার সময় আলো কমিয়ে দেওয়া হয়। সেই সময় কয়েকজন সহকারী তাঁর জন্য গাউন নিয়ে আসেন এবং সাবেক এই রেসলারকে তা পরিয়ে দেওয়া হয়। এ বছর সেরা কস্টিউম ডিজাইনের পুরস্কার জিতে নিয়েছে ‘পুওর থিংস’ সিনেমাটি।
গত বছরের চড় কাণ্ডের পর এবার নগ্ন হয়ে অস্কারের মঞ্চে এসে আলোচনার জন্ম দিয়েছেন সাবেক রেসলার জন সিনা। সেরা কস্টিউম ডিজাইনের পুরস্কার ঘোষণা করতে মঞ্চে এসে গায়ে একটা সুতোও রাখলেন না তিনি।
লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে চলা পুরস্কার মঞ্চে জন সিনাকে ডেকে নেন উপস্থাপক জিমি কিমেল। তখনই বিবস্ত্র অবস্থায় মঞ্চে আসেন জন। লজ্জা নিবারণের জন্য তাঁর হাতে ছিল এক বিজয়ীর নাম থাকা খাম।
বিজয়ীর নাম থাকা খাম দিয়ে জন সিনা তাঁর গোপনাঙ্গ ঢেকে রেখেছিলেন এবং দর্শকদের হতবাক প্রতিক্রিয়ার মাঝেই বলে ওঠেন, ‘পোশাক খুবই গুরুত্বপূর্ণ।’ আর তখনই হলভর্তি দর্শক হেসে ওঠেন সবাই। মূলত কস্টিউমের প্রয়োজনীয়তা তুলে ধরতেই এ কাণ্ডটি করেন তিনি।
এরপর সেরা কস্টিউম বিভাগে মনোনীতদের নাম পড়ার সময় আলো কমিয়ে দেওয়া হয়। সেই সময় কয়েকজন সহকারী তাঁর জন্য গাউন নিয়ে আসেন এবং সাবেক এই রেসলারকে তা পরিয়ে দেওয়া হয়। এ বছর সেরা কস্টিউম ডিজাইনের পুরস্কার জিতে নিয়েছে ‘পুওর থিংস’ সিনেমাটি।
কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরে জায়গা পেল বাংলাদেশ। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে স্থান করে নিল আদনান আল রাজীব পরিচালিত সিনেমা ‘আলী’। কানের স্বল্পদৈর্ঘ্য সিনেমা বিভাগে দেশের কোনো সিনেমার তালিকাবদ্ধ হওয়ার ঘটনা এটাই প্রথম।
৭ ঘণ্টা আগেসিনেমার প্রিমিয়ার নিয়ে বিরক্তি প্রকাশ করে ফেসবুকে স্বস্তিকা লিখেছেন, ‘আমি এখন থেকে আর কোনো সিনেমার প্রিমিয়ারে যাব না। নিজের সিনেমারও না। পরের সিনেমারও না।’
৭ ঘণ্টা আগেচলচ্চিত্রে সরকারি অনুদানের নতুন নীতিমালার ৬.৫ ধারায় অনুদানের জন্য আবেদনকারীর ব্যাংক হিসাবে সিনেমার প্রস্তাবিত বাজেটের ১০ শতাংশ জমা রাখার কথা বলা হয়েছিল। ২১ এপ্রিল ১১৯ জন চলচ্চিত্র নির্মাতা ও কর্মী এর প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেন। এর পরিপ্রেক্ষিতে প্রস্তাবিত বাজেটের ১০ শতাংশ ব্যাংকে রাখার নিয়ম স্থগিত
১৫ ঘণ্টা আগেসম্প্রতি এক অনুষ্ঠানে পারফর্ম করার সময় পরিহিত পোশাক ও নাচের অঙ্গভঙ্গি নিয়ে সমালোচিত হন অভিনেত্রী সামিরা খান মাহি। ব্যাপক সমালোচনায় বিরক্ত হলেও সে সময় দিয়েছিলেন পোশাক নিয়ে কটাক্ষের ব্যাখ্যা। সেই সমালোচনার রেশ কাটার আগেই জানা গেল, ভেঙে গেছে তাঁর প্রেমের সম্পর্ক। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন অভিনেত্রী।
১৯ ঘণ্টা আগে