অস্কার সেরা ছবির রিমেকে ডিক্যাপ্রিও

বিনোদন প্রতিবেদক
আপডেট : ৩০ এপ্রিল ২০২১, ১২: ৩৮
Thumbnail image

অস্কারের এবারের আসরে সেরা আন্তর্জাতিক ফিচার ছবির পুরস্কার জিতে নিয়েছে ডেনমার্কের ছবি ‘অ্যানাদার রাউন্ড’। ছবিটি ইংরেজি ভাষায় রিমেক করা হবে। জানা গেছে ছবির মূল চরিত্রে থাকছেন লিওনার্দো ডিক্যাপ্রিও।

থমাস ভিনটারবার্গ পরিচালিত ‘অ্যানাদার রাউন্ড’র মূল চরিত্রে অভিনয় করেছেন ম্যাডস মিকেলসেন। চরিত্রটি দর্শকের মনে জায়গা করে নিয়েছে।

- অ্যানাদার রাউন্ড ছবির একটি দৃশ্য‘অ্যানাদার রাউন্ড’র ইংরেজি রিমেকের আনুষ্ঠানিক ঘোষণা না এলেও জানা গেছে, ডিকাপ্রিও ও জেনিফার ডেভিসনের প্রযোজনা সংস্থা ‘অ্যাপিয়ান ওয়ে’ ছবিটির স্বত্ব কিনে নিয়েছে। ‘ডেডলাইন’-এ বলা হয়েছে ছবির মূল চরিত্র ‘মার্টিন’ হিসেবে দেখা যাবে ডিক্যাপ্রিওকে।

ছবির গল্প চার মধ্যবয়সী পুরুষকে নিয়ে। ৪০ পেরিয়ে তাঁদের বয়স। শিক্ষকতা করেন, কিন্তু আগ্রহ হারিয়ে ফেলেছেন কাজে।

তাঁদের কাছে ‘জীবন’ একঘেয়েমিতে পূর্ণ একটা ব্যাপার। বেঁচে থাকাই তাঁদের কাছে মনে হয় নিরর্থক। স্কুলে ও ব্যক্তিগত জীবনে তাঁদের আচরণ মনে করিয়ে দেয়, মহৎ পেশায় যুক্ত থাকলেও তাঁরা এখন জীবনের খেই হারানো মানুষের দলে। হঠাৎ তাঁরা ইন্টারনেট ঘেঁটে জানতে পারেন, জীবনকে সজীব ও স্বাচ্ছন্দ্যপূর্ণ করা যায়। এ জন্য রক্তে অ্যালকোহলের মাত্রা বাড়াতে হবে। অ্যালকোহল পান করে তাঁরা জীবনের ছন্দ খুঁজে পাওয়ার চেষ্টা করেন। মিকেলসন এই ছবিতে ইতিহাস শিক্ষক ‘মার্টিন’ এর ভূমিকায় অভিনয় করেছেন।

অস্কারের আগে গোল্ডেন গ্লোব ও বাফটাতেও সেরা আন্তর্জাতিক ছবির ক্যাটাগরিতে পুরস্কার জিতে নিয়েছে টমাস ভিনটারবার্গের ছবিটি।

সূত্র: হলিউড রিপোর্টার্স

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত