আগামী ১২ জুলাই বসবে অনন্ত আম্বানি আর রাধিকা মার্চেন্টের বিয়ের আসর। ইতিমধ্যে তার প্রস্তুতি শুরু হয়ে গেছে। জোড়া প্রি-ওয়েডিংয়ের মতোই বিয়ের অনুষ্ঠানও যে হবে ঝলমলে, সেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। অনুষ্ঠানটিতে পারফর্ম করতে গতকাল বৃহস্পতিবার ভারতে পৌঁছেছেন পপতারকা জাস্টিন বিবার। আজ শুক্রবার (৫ জুলাই) অনন্ত ও রাধিকার সংগীত অনুষ্ঠান। সেখানেই পারফর্ম করবেন জাস্টিন বিবার।
চলতি বছরের মার্চে ভারতের জামনগরে প্রাক্বিবাহ অনুষ্ঠানের মাধ্যমে আলোড়ন ফেলে দিয়েছিল ভারতের অন্যতম ধনী আম্বানি পরিবার। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন বিল গেটস থেকে শুরু করে জাকারবার্গ, রিহানা থেকে শাহরুখ খান, এমনকি পুরো বলিউড; যেখানে পারফর্ম করেছিলেন রিহানা থেকে ভারতের অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষালের মতো সংগীতশিল্পীরা।
জামনগরে প্রাক্বিবাহ অনুষ্ঠানে মঞ্চ মাতাতে রিহানা নিয়েছিলেন ৬৬ থেকে ৭৪ কোটি রুপি। এবার রিহানার আকাশছোঁয়া পারিশ্রমিককেও টেক্কা দিলেন জাস্টিন বিবার। বিবার পারিশ্রমিক হাঁকিয়েছেন ১০ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় তা ৮৩ কোটি রুপির বেশি।
এরপর গত ২৯ মে থেকে ১ জুন পর্যন্ত ইতালিতে অনুষ্ঠিত হয় প্রাক-বিবাহ অনুষ্ঠানের দ্বিতীয় ধাপ। ইতালি থেকে ফ্রান্সের জলপথে ক্রুজের মধ্যে পারফর্ম করেছিলেন কেটি পেরি। পাশাপাশি ব্যাকস্ট্রিট বয়েজ থেকে বলিউডের একাধিক তারকারা পারফর্ম করেছিলেন সেখানে।
আম্বানিবাড়িতে এই সময়ে এখন চলছে মামেরু সেরেমনি। গুজরাটি বিয়ের রীতিতে কন্যাপক্ষের বাড়ি থেকে বরপক্ষের ঘরে মিষ্টি, উপহার নিয়ে হাজির হন পাত্রীর মামা। বিয়ের আগে আশীর্বাদ পর্ব চলে এই অনুষ্ঠানে। সে জন্য দুই পরিবারের লোকজনই হাজির হয়েছেন ইতিমধ্যে। শুভ অনুষ্ঠান ঘিরে দারুণভাবে সাজিয়ে তোলা হয়েছে অ্যান্টিলা। তারকারাও এখনো হাজির হতে শুরু না করলেও এবার একে একে অনেকেই হাজির হবেন।
এদিকে, বিয়ের অনুষ্ঠানের ঠিক আগেই আম্বানিদের পরিবারের পক্ষ থেকে গণবিবাহের আয়োজন করা হয়েছিল। আর্থিকভাবে পিছিয়ে আছেন এমন ৫০ জন দম্পতির বিয়ের ব্যবস্থা করেন তাঁরা।
আগামী ১২ জুলাই বসবে অনন্ত আম্বানি আর রাধিকা মার্চেন্টের বিয়ের আসর। ইতিমধ্যে তার প্রস্তুতি শুরু হয়ে গেছে। জোড়া প্রি-ওয়েডিংয়ের মতোই বিয়ের অনুষ্ঠানও যে হবে ঝলমলে, সেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। অনুষ্ঠানটিতে পারফর্ম করতে গতকাল বৃহস্পতিবার ভারতে পৌঁছেছেন পপতারকা জাস্টিন বিবার। আজ শুক্রবার (৫ জুলাই) অনন্ত ও রাধিকার সংগীত অনুষ্ঠান। সেখানেই পারফর্ম করবেন জাস্টিন বিবার।
চলতি বছরের মার্চে ভারতের জামনগরে প্রাক্বিবাহ অনুষ্ঠানের মাধ্যমে আলোড়ন ফেলে দিয়েছিল ভারতের অন্যতম ধনী আম্বানি পরিবার। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন বিল গেটস থেকে শুরু করে জাকারবার্গ, রিহানা থেকে শাহরুখ খান, এমনকি পুরো বলিউড; যেখানে পারফর্ম করেছিলেন রিহানা থেকে ভারতের অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষালের মতো সংগীতশিল্পীরা।
জামনগরে প্রাক্বিবাহ অনুষ্ঠানে মঞ্চ মাতাতে রিহানা নিয়েছিলেন ৬৬ থেকে ৭৪ কোটি রুপি। এবার রিহানার আকাশছোঁয়া পারিশ্রমিককেও টেক্কা দিলেন জাস্টিন বিবার। বিবার পারিশ্রমিক হাঁকিয়েছেন ১০ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় তা ৮৩ কোটি রুপির বেশি।
এরপর গত ২৯ মে থেকে ১ জুন পর্যন্ত ইতালিতে অনুষ্ঠিত হয় প্রাক-বিবাহ অনুষ্ঠানের দ্বিতীয় ধাপ। ইতালি থেকে ফ্রান্সের জলপথে ক্রুজের মধ্যে পারফর্ম করেছিলেন কেটি পেরি। পাশাপাশি ব্যাকস্ট্রিট বয়েজ থেকে বলিউডের একাধিক তারকারা পারফর্ম করেছিলেন সেখানে।
আম্বানিবাড়িতে এই সময়ে এখন চলছে মামেরু সেরেমনি। গুজরাটি বিয়ের রীতিতে কন্যাপক্ষের বাড়ি থেকে বরপক্ষের ঘরে মিষ্টি, উপহার নিয়ে হাজির হন পাত্রীর মামা। বিয়ের আগে আশীর্বাদ পর্ব চলে এই অনুষ্ঠানে। সে জন্য দুই পরিবারের লোকজনই হাজির হয়েছেন ইতিমধ্যে। শুভ অনুষ্ঠান ঘিরে দারুণভাবে সাজিয়ে তোলা হয়েছে অ্যান্টিলা। তারকারাও এখনো হাজির হতে শুরু না করলেও এবার একে একে অনেকেই হাজির হবেন।
এদিকে, বিয়ের অনুষ্ঠানের ঠিক আগেই আম্বানিদের পরিবারের পক্ষ থেকে গণবিবাহের আয়োজন করা হয়েছিল। আর্থিকভাবে পিছিয়ে আছেন এমন ৫০ জন দম্পতির বিয়ের ব্যবস্থা করেন তাঁরা।
মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৭তম আসরে ফেডারেশন অব ফিল্ম সোসাইটির ‘স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড’ (জুরি) জিতেছে বাংলাদেশের সিনেমা ‘মাস্তুল’। আজ বৃহস্পতিবার মোহাম্মদ নূরুজ্জামানের হাতে এই প্রশংসাপত্র তুলে দেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটি কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগেদেশের পোশাকশিল্পের ইতিহাসে এক শোকাবহ দিন ২৪ এপ্রিল। আন্তর্জাতিক শ্রমিক সংগঠন আইএলওর হিসাবমতে, ২০১৩ সালের এই দিনে সাভারে রানা প্লাজা ধসে ১ হাজার ১৩২ জন নিহত হন। আহত অবস্থায় উদ্ধার করা হয় প্রায় আড়াই হাজার মানুষকে। রানা প্লাজা ট্র্যাজেডি নিয়ে ২০১৫ সালে নির্মাতা কামার আহমাদ সাইমন বানিয়েছেন ‘একটি...
১২ ঘণ্টা আগেজনপ্রিয় গোয়েন্দা চরিত্র শার্লক হোমসের বোন এনোলা হোমস দুঁদে গোয়েন্দা। ভাইয়ের মতো এনোলারও শখ রহস্যের পেছনে ছুটে বেড়ানো। তাঁরও আছে নিজের ডিটেকটিভ এজেন্সি। এনোলার রহস্যময় অভিযানের সে গল্প উঠে এসেছে ন্যানসি স্প্রিংগারের ‘দ্য এনোলা হোমস মিস্ট্রিস’ উপন্যাসে।
১২ ঘণ্টা আগেইতিমধ্যে দেশের বাইরে মুক্তি পেয়েছে রোজার ঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ ও শাকিব খান অভিনীত ‘বরবাদ’। এবার বিদেশযাত্রা শুরু হচ্ছে ঈদে মুক্তি পাওয়া সিয়াম আহমেদ ও বুবলী অভিনীত ‘জংলি’ সিনেমার। আগামীকাল ২৫ এপ্রিল কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ৪০ থিয়েটারে মুক্তি পাচ্ছে এম রাহিম পরিচালিত...
১২ ঘণ্টা আগে