বিনোদন ডেস্ক
তিন বছরের মাথায় থমকে গেল দক্ষিণ কোরিয়ার আলোচিত ব্যান্ড নিউ জিন্সের কার্যক্রম। এই অল্প সময়ে বিশ্বজুড়ে সাড়া ফেলে দিয়েছিল গার্লস ব্যান্ডটি। বিলবোর্ডের সেরার তালিকায় একাধিকবার জায়গা করে নিয়েছে নিউ জিন্সের বেশ কিছু গান। তবে প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে দ্বন্দ্বের জেরে থমকে গেল ব্যান্ডটির যাত্রা। সম্প্রতি হংকংয়ে এক কনসার্টে অনির্দিষ্টকালের জন্য নিজেদের কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে নিউ জিন্স। খবর বিবিসির।
নিউ জিন্স ঘিরে যাবতীয় জটিলতার শুরু গত বছরের শুরুর দিকে। অ্যাডর নামের একটি প্রযোজনা প্রতিষ্ঠানের আওতায় ব্যান্ডটি পরিচালিত হতো। গত বছরের আগস্টে নিউ জিন্সের মেন্টর মিন হি-জিনকে বরখাস্ত করে অ্যাডর। এর ফলে ব্যান্ড সদস্যদের সঙ্গে অ্যাডর কর্তৃপক্ষের মনোমালিন্য শুরু হয়। মিনের পুনর্বহালের দাবিতে আলটিমেটাম দেন ব্যান্ড সদস্যরা। দাবি না মানায় কর্তৃপক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ প্রকাশ্যে আনতে থাকেন নিউ জিন্সের সদস্যরা।
তাঁদের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে নিউ জিন্সের সদস্যদের ক্যারিয়ার হুমকির মুখে ফেলা হচ্ছে। এ ছাড়া, প্রতিষ্ঠানটির এক কর্মকর্তার বিরুদ্ধে কর্মক্ষেত্রে হেনস্তার অভিযোগ আনেন ব্যান্ডটির ভোকাল হান্নি। সব মিলিয়ে ক্রমেই নিউ জিন্সের সদস্যদের সঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠানের দূরত্ব বাড়তে থাকে।
চূড়ান্ত সিদ্ধান্ত আসে গত নভেম্বরে। নিউ জিন্সের সদস্যরা এক সংবাদ সম্মেলন করে অ্যাডর থেকে বেরিয়ে আসার ঘোষণা দেন। বদলে দেন ব্যান্ডের নাম। ‘এনজেজি’ নামে স্বাধীনভাবে নিউ জিন্সের নতুন যাত্রা শুরু হয়। এ নামেই নিজেদের কার্যক্রম চালিয়ে থাকে ব্যান্ডটি। কিন্তু বাদ সাধে অ্যাডর, বিষয়টি গড়ায় আদালতে।
গত জানুয়ারিতে সিউল আদালত যে রায় দেন, সেটা নিউ জিন্সের বিপক্ষে যায়। নতুন নাম দিয়ে ব্যান্ডের কার্যক্রম চালিয়ে যেতে নিষেধাজ্ঞা আসে আদালতের রায়ে। জানানো হয়, কোনো ধরনের প্রমাণিত কারণ ছাড়া চুক্তি ভঙ্গ করে অ্যাডর থেকে বেরিয়ে এলে বড় অঙ্কের জরিমানা গুনতে হবে। এ রায়ের পর অনেক দিন চুপচাপ ছিলেন ব্যান্ডটির সদস্যরা। গত রোববার হংকংয়ে কনসার্ট ছিল তাঁদের, সেই কনসার্টেই ব্যান্ড স্থগিতের ঘোষণা দেওয়া হয়।
হংকংয়ের বৃহত্তম লাইভ মিউজিক ভেন্যু এশিয়া ওয়ার্ল্ড এক্সপো এরেনায় আয়োজিত এই কনসার্টে হাজির ছিলেন ১১ হাজারের বেশি দর্শক। কনসার্ট শেষে ব্যান্ডটির পাঁচ সদস্য মিনজি, হান্নি, ড্যানিয়েল, হেইরিন ও হেইন দর্শকদের উদ্দেশে একটি চিঠি পড়ে শোনান। তাতে লেখা ছিল, ‘দুঃখজনক হলেও সত্য, এটা হয়তো কিছুদিনের জন্য আমাদের শেষ পারফরম্যান্স। আদালতের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে আমরা আপাতত আমাদের সমস্ত কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি। এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে, যাতে আমরা আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে পারি।’
তিন বছরের মাথায় থমকে গেল দক্ষিণ কোরিয়ার আলোচিত ব্যান্ড নিউ জিন্সের কার্যক্রম। এই অল্প সময়ে বিশ্বজুড়ে সাড়া ফেলে দিয়েছিল গার্লস ব্যান্ডটি। বিলবোর্ডের সেরার তালিকায় একাধিকবার জায়গা করে নিয়েছে নিউ জিন্সের বেশ কিছু গান। তবে প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে দ্বন্দ্বের জেরে থমকে গেল ব্যান্ডটির যাত্রা। সম্প্রতি হংকংয়ে এক কনসার্টে অনির্দিষ্টকালের জন্য নিজেদের কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে নিউ জিন্স। খবর বিবিসির।
নিউ জিন্স ঘিরে যাবতীয় জটিলতার শুরু গত বছরের শুরুর দিকে। অ্যাডর নামের একটি প্রযোজনা প্রতিষ্ঠানের আওতায় ব্যান্ডটি পরিচালিত হতো। গত বছরের আগস্টে নিউ জিন্সের মেন্টর মিন হি-জিনকে বরখাস্ত করে অ্যাডর। এর ফলে ব্যান্ড সদস্যদের সঙ্গে অ্যাডর কর্তৃপক্ষের মনোমালিন্য শুরু হয়। মিনের পুনর্বহালের দাবিতে আলটিমেটাম দেন ব্যান্ড সদস্যরা। দাবি না মানায় কর্তৃপক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ প্রকাশ্যে আনতে থাকেন নিউ জিন্সের সদস্যরা।
তাঁদের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে নিউ জিন্সের সদস্যদের ক্যারিয়ার হুমকির মুখে ফেলা হচ্ছে। এ ছাড়া, প্রতিষ্ঠানটির এক কর্মকর্তার বিরুদ্ধে কর্মক্ষেত্রে হেনস্তার অভিযোগ আনেন ব্যান্ডটির ভোকাল হান্নি। সব মিলিয়ে ক্রমেই নিউ জিন্সের সদস্যদের সঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠানের দূরত্ব বাড়তে থাকে।
চূড়ান্ত সিদ্ধান্ত আসে গত নভেম্বরে। নিউ জিন্সের সদস্যরা এক সংবাদ সম্মেলন করে অ্যাডর থেকে বেরিয়ে আসার ঘোষণা দেন। বদলে দেন ব্যান্ডের নাম। ‘এনজেজি’ নামে স্বাধীনভাবে নিউ জিন্সের নতুন যাত্রা শুরু হয়। এ নামেই নিজেদের কার্যক্রম চালিয়ে থাকে ব্যান্ডটি। কিন্তু বাদ সাধে অ্যাডর, বিষয়টি গড়ায় আদালতে।
গত জানুয়ারিতে সিউল আদালত যে রায় দেন, সেটা নিউ জিন্সের বিপক্ষে যায়। নতুন নাম দিয়ে ব্যান্ডের কার্যক্রম চালিয়ে যেতে নিষেধাজ্ঞা আসে আদালতের রায়ে। জানানো হয়, কোনো ধরনের প্রমাণিত কারণ ছাড়া চুক্তি ভঙ্গ করে অ্যাডর থেকে বেরিয়ে এলে বড় অঙ্কের জরিমানা গুনতে হবে। এ রায়ের পর অনেক দিন চুপচাপ ছিলেন ব্যান্ডটির সদস্যরা। গত রোববার হংকংয়ে কনসার্ট ছিল তাঁদের, সেই কনসার্টেই ব্যান্ড স্থগিতের ঘোষণা দেওয়া হয়।
হংকংয়ের বৃহত্তম লাইভ মিউজিক ভেন্যু এশিয়া ওয়ার্ল্ড এক্সপো এরেনায় আয়োজিত এই কনসার্টে হাজির ছিলেন ১১ হাজারের বেশি দর্শক। কনসার্ট শেষে ব্যান্ডটির পাঁচ সদস্য মিনজি, হান্নি, ড্যানিয়েল, হেইরিন ও হেইন দর্শকদের উদ্দেশে একটি চিঠি পড়ে শোনান। তাতে লেখা ছিল, ‘দুঃখজনক হলেও সত্য, এটা হয়তো কিছুদিনের জন্য আমাদের শেষ পারফরম্যান্স। আদালতের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে আমরা আপাতত আমাদের সমস্ত কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি। এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে, যাতে আমরা আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে পারি।’
দেশের পোশাকশিল্পের ইতিহাসে এক শোকাবহ দিন ২৪ এপ্রিল। আন্তর্জাতিক শ্রমিক সংগঠন আইএলওর হিসাবমতে, ২০১৩ সালের এই দিনে সাভারে রানা প্লাজা ধসে ১ হাজার ১৩২ জন নিহত হন। আহত অবস্থায় উদ্ধার করা হয় প্রায় আড়াই হাজার মানুষকে। রানা প্লাজা ট্র্যাজেডি নিয়ে ২০১৫ সালে নির্মাতা কামার আহমাদ সাইমন বানিয়েছেন ‘একটি...
৩৩ মিনিট আগেজনপ্রিয় গোয়েন্দা চরিত্র শার্লক হোমসের বোন এনোলা হোমস দুঁদে গোয়েন্দা। ভাইয়ের মতো এনোলারও শখ রহস্যের পেছনে ছুটে বেড়ানো। তাঁরও আছে নিজের ডিটেকটিভ এজেন্সি। এনোলার রহস্যময় অভিযানের সে গল্প উঠে এসেছে ন্যানসি স্প্রিংগারের ‘দ্য এনোলা হোমস মিস্ট্রিস’ উপন্যাসে।
৩৬ মিনিট আগেইতিমধ্যে দেশের বাইরে মুক্তি পেয়েছে রোজার ঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ ও শাকিব খান অভিনীত ‘বরবাদ’। এবার বিদেশযাত্রা শুরু হচ্ছে ঈদে মুক্তি পাওয়া সিয়াম আহমেদ ও বুবলী অভিনীত ‘জংলি’ সিনেমার। আগামীকাল ২৫ এপ্রিল কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ৪০ থিয়েটারে মুক্তি পাচ্ছে এম রাহিম পরিচালিত...
৪৪ মিনিট আগে২০১৯ সাল থেকে সৌদি সরকার নিয়মিত আয়োজন করে আসছে ‘রিয়াদ সিজন’। বিনোদন, সংস্কৃতি, খেলাসহ নানা আয়োজনে অংশ নিতে প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিনোদনপ্রেমীরা জড়ো হন রিয়াদে। বাংলাদেশও অংশ নেয় এই আয়োজনে। এবার দেশটির দাম্মাম শহরে সুদান, ভারত, ফিলিপাইনস ও বাংলাদেশকে নিয়ে আয়োজন করা হয়েছে...
১ ঘণ্টা আগে