Ajker Patrika

আনপ্লাগড কনসার্ট নিয়ে এলিটা ও জয়

বিনোদন প্রতিবেদক, ঢাকা
জয় শাহরিয়ার ও এলিটা করিম। ছবি: সংগৃহীত
জয় শাহরিয়ার ও এলিটা করিম। ছবি: সংগৃহীত

শীতের আমেজ সুরে সুরে রাঙাতে ২০ ডিসেম্বর আনপ্লাগড কনসার্ট নিয়ে হাজির হচ্ছেন সংগীতশিল্পী এলিটা করিম ও জয় শাহরিয়ার। আজব কারখানা আয়োজিত কনসার্টটি অনুষ্ঠিত হবে রাজধানীর গুলশানের ইএমকে সেন্টারে, বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। ‘আজব আনপ্লাগড’ শিরোনামের এ কনসার্টে দুই শিল্পী ২ ঘণ্টাব্যাপী শোনাবেন তাঁদের গান।

কনসার্টের সহযোগী হিসেবে রয়েছে ইএমকে সেন্টার, আজব রেকর্ডস ও আজব প্রকাশ। টিকিট পাওয়া যাচ্ছে গেট সেট রক ডটকমে। মূল্য ১ হাজার টাকা, ছাত্রদের জন্য বিশেষ ছাড়ে ৫০০। এলিটা করিম বলেন, ‘এই সময়ে নানা কনসার্টে ব্যস্ত থাকতে হয়। তবে এই আয়োজন ভিন্ন। আনপ্লাগড আয়োজনে মনের মতো কিছু গান শোনাব।’

জয় শাহরিয়ার বলেন, ‘অনেক দিন পর ইএমকে সেন্টারে অ্যাকুস্টিক আয়োজনে গাইব। নতুন অ্যালবামের কিছু গান প্রথমবারের মতো শোনাতে চাই শ্রোতাদের। আশা করি, দারুণ একটা সন্ধ্যা কাটবে সবার সঙ্গে গানে গানে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত