বিনোদন প্রতিবেদক, ঢাকা
৭ জানুয়ারি ছিল সংগীতশিল্পী আঁখি আলমগীরের জন্মদিন। বিশেষ দিনটি পরিবারের সঙ্গে ঘরোয়াভাবেই পালন করেছেন তিনি। জন্মদিন শেষ হতেই নতুন গান নিয়ে হাজির আঁখি আলমগীর। আজ রঙ্গন মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে তাঁর নতুন গান ‘জানের জান’।
জানের জান গানটি লিখেছেন জামাল হোসেন। সুর ও সংগীত করেছেন পুনম মিত্র। সৈকত রেজার নির্দেশনায় গানটির ভিডিওতে মডেল হয়েছেন শিশির সরদার ও অলংকার চৌধুরী। নতুন এই গানটি নিয়ে আঁখি আলমগীর বলেন, ‘গানটা আমার নিজের কাছে ভালো লেগেছে। রোমান্টিক রিদমিক ঘরানার একটি গান। পুনম মিত্র চমৎকার সুর ও সংগীত করেছেন। মিউজিক ভিডিওতে ড্যান্স পার্টটা দারুণ হয়েছে। মডেল হিসেবে অলংকার ও শিশির সরদার ভালো করেছে। পুরো টিমের সঙ্গে এটা আমার প্রথম কাজ। কাজটি নিয়ে আমি খুব আশাবাদী।’
আজ ঢাকার একটি রেস্তোরাঁয় আয়োজন করা হয়েছে জানের জান গানের প্রকাশনা অনুষ্ঠান। এতে উপস্থিত থেকে কথা বলবেন আঁখি আলমগীরসহ গানের গীতিকার, সুরকার, মিউজিক ভিডিওর মডেলসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। সেখানেই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে জানের জান গানটি।
৭ জানুয়ারি ছিল সংগীতশিল্পী আঁখি আলমগীরের জন্মদিন। বিশেষ দিনটি পরিবারের সঙ্গে ঘরোয়াভাবেই পালন করেছেন তিনি। জন্মদিন শেষ হতেই নতুন গান নিয়ে হাজির আঁখি আলমগীর। আজ রঙ্গন মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে তাঁর নতুন গান ‘জানের জান’।
জানের জান গানটি লিখেছেন জামাল হোসেন। সুর ও সংগীত করেছেন পুনম মিত্র। সৈকত রেজার নির্দেশনায় গানটির ভিডিওতে মডেল হয়েছেন শিশির সরদার ও অলংকার চৌধুরী। নতুন এই গানটি নিয়ে আঁখি আলমগীর বলেন, ‘গানটা আমার নিজের কাছে ভালো লেগেছে। রোমান্টিক রিদমিক ঘরানার একটি গান। পুনম মিত্র চমৎকার সুর ও সংগীত করেছেন। মিউজিক ভিডিওতে ড্যান্স পার্টটা দারুণ হয়েছে। মডেল হিসেবে অলংকার ও শিশির সরদার ভালো করেছে। পুরো টিমের সঙ্গে এটা আমার প্রথম কাজ। কাজটি নিয়ে আমি খুব আশাবাদী।’
আজ ঢাকার একটি রেস্তোরাঁয় আয়োজন করা হয়েছে জানের জান গানের প্রকাশনা অনুষ্ঠান। এতে উপস্থিত থেকে কথা বলবেন আঁখি আলমগীরসহ গানের গীতিকার, সুরকার, মিউজিক ভিডিওর মডেলসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। সেখানেই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে জানের জান গানটি।
হিমি অভিনীত ১০৯টি নাটকের ভিউ পার করেছে ১ কোটি ভিউয়ের মাইলফলক। এর আগে বাংলাদেশের কোনো অভিনেত্রীর এত নাটক ১ কোটি ভিউ ছুঁতে পারেনি।
২ ঘণ্টা আগে২৭ এপ্রিল চেন্নাইয়ে কনসার্ট করার কথা ছিল অরিজিতের। শুরু হয়েছিল অগ্রিম টিকিট বিক্রি। তবে পেহেলগামে নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানাতে অনুষ্ঠানটি না করার সিদ্ধান্ত নিয়েছেন অরিজিৎ।
৩ ঘণ্টা আগেমস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৭তম আসরে ফেডারেশন অব ফিল্ম সোসাইটির ‘স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড’ (জুরি) জিতেছে বাংলাদেশের সিনেমা ‘মাস্তুল’। আজ বৃহস্পতিবার মোহাম্মদ নূরুজ্জামানের হাতে এই প্রশংসাপত্র তুলে দেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটি কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগেদেশের পোশাকশিল্পের ইতিহাসে এক শোকাবহ দিন ২৪ এপ্রিল। আন্তর্জাতিক শ্রমিক সংগঠন আইএলওর হিসাবমতে, ২০১৩ সালের এই দিনে সাভারে রানা প্লাজা ধসে ১ হাজার ১৩২ জন নিহত হন। আহত অবস্থায় উদ্ধার করা হয় প্রায় আড়াই হাজার মানুষকে। রানা প্লাজা ট্র্যাজেডি নিয়ে ২০১৫ সালে নির্মাতা কামার আহমাদ সাইমন বানিয়েছেন ‘একটি...
১৫ ঘণ্টা আগে