বিনোদন প্রতিবেদক, ঢাকা
আগেও কয়েকবার শোনা গেছে, মাইলস ব্যান্ড ছেড়েছেন শাফিন আহমেদ। নিজের মুখে ঘোষণাও দিয়েছেন। তবে পরবর্তী সময়ে আবারো ফিরে গেছেন পুরনো ডেরায়। একসঙ্গে মাইলসের অন্য সদস্যদের সঙ্গে গলা মিলিয়ে গেয়েছেন স্টেজে।
তবে ২৭ নভেম্বর রাতে যে ঘোষণা দিলেন শাফিন আহমেদ, তাতে বোঝা যাচ্ছে— এবার বোধহয় আর শেষরক্ষা হচ্ছে না।
এবার শাফিন আহমেদ শুধু ব্যান্ড ছাড়ার ঘোষণাই দিলেন, তা নয়। মাইলস ব্যান্ডের সব কার্যক্রম স্থগিত চেয়েছেন তিনি।
শনিবার রাত ৯টার খানিক আগে শাফিন আহমেদের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করা হয়। প্রায় দুই মিনিটের ওই ভিডিওতে মাইলসের সঙ্গে নিজের বর্তমান সম্পর্ক ব্যাখ্যা করেছেন শাফিন আহমেদ।
জানিয়েছেন, এ বছরের শুরু থেকেই ব্যান্ডটির সঙ্গে নেই তিনি। আগামীতেও না থাকার সিদ্ধান্ত নিয়েছেন। মাইলসের বর্তমান লাইনআপের সঙ্গে কাজ করতে চান না শাফিন আহমেদ।
ভিডিওবার্তায় শাফিন আহমেদ বলেছেন, ‘মাইলসের সাথে আমার পথচলা ১৯৯৭ সাল থেকে। বহু বছর পার হয়ে গেছে। অনেক বছর সময় দিয়েছি। শ্রম দিয়েছি। অনেক ক্রিয়েটিভ কাজ হয়েছে। মাইলসের যে অবস্থান আজকে, এটার পেছনে আমার কতটুকু অবদান; সেটা আপনারা অনেকেই জানেন।’
নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে শাফিন আহমেদ বলেন, ‘সম্প্রতি একটি সিদ্ধান্ত নিতে আমি বাধ্য হয়েছি। সেটা হচ্ছে, এ বছরের শুরুতে আমি সিদ্ধান্ত নিই, মাইলসের বর্তমান লাইনআপের সঙ্গে কোনো কার্যক্রম করা আমার পক্ষে সম্ভব হবে না। আমি সিদ্ধান্ত নিয়েছি, এই লাইনআপের সঙ্গে মিউজিক করা থেকে বিরত থাকব।’
শাফিন আহমেদ চেয়েছেন, মাইলস নামে যেনো অন্য কেউ কার্যক্রম না চালান। তিনি বলেন, ‘আমার প্রত্যাশা থাকবে, মাইলস নামটির যেনো কোনো অপব্যবহার না হয়। মাইলসকে নিয়ে আমরা ৪০ বছর পূর্তি উদযাপন করেছি খুব গ্লোরিয়াসভাবে। আমরা যদি একসঙ্গে কাজ না করতে পারি, তাহলে মাইলসের কার্যক্রম এখানেই স্থগিত করা উচিত। আমি মনে করি, এটাই বেস্ট ডিসিশন। সুতরাং আমার প্রত্যাশা থাকবে, অন্য কেউ মাইলস নামটি যেন ব্যবহার না করে।’
তবে মাইলস ছাড়লেও গান ছাড়ছেন না শাফিন। বলেছেন, ‘সংগীত জগতে আমার পথচলা খুব স্বাভাবিক এবং আগের মতোই থাকবে। আমাকে স্টেজেও পাওয়া যাবে। রেকর্ডিংয়েও পাওয়া যাবে।’
শুনুন শাফিন আহমেদের ভিডিও বার্তা:
আগেও কয়েকবার শোনা গেছে, মাইলস ব্যান্ড ছেড়েছেন শাফিন আহমেদ। নিজের মুখে ঘোষণাও দিয়েছেন। তবে পরবর্তী সময়ে আবারো ফিরে গেছেন পুরনো ডেরায়। একসঙ্গে মাইলসের অন্য সদস্যদের সঙ্গে গলা মিলিয়ে গেয়েছেন স্টেজে।
তবে ২৭ নভেম্বর রাতে যে ঘোষণা দিলেন শাফিন আহমেদ, তাতে বোঝা যাচ্ছে— এবার বোধহয় আর শেষরক্ষা হচ্ছে না।
এবার শাফিন আহমেদ শুধু ব্যান্ড ছাড়ার ঘোষণাই দিলেন, তা নয়। মাইলস ব্যান্ডের সব কার্যক্রম স্থগিত চেয়েছেন তিনি।
শনিবার রাত ৯টার খানিক আগে শাফিন আহমেদের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করা হয়। প্রায় দুই মিনিটের ওই ভিডিওতে মাইলসের সঙ্গে নিজের বর্তমান সম্পর্ক ব্যাখ্যা করেছেন শাফিন আহমেদ।
জানিয়েছেন, এ বছরের শুরু থেকেই ব্যান্ডটির সঙ্গে নেই তিনি। আগামীতেও না থাকার সিদ্ধান্ত নিয়েছেন। মাইলসের বর্তমান লাইনআপের সঙ্গে কাজ করতে চান না শাফিন আহমেদ।
ভিডিওবার্তায় শাফিন আহমেদ বলেছেন, ‘মাইলসের সাথে আমার পথচলা ১৯৯৭ সাল থেকে। বহু বছর পার হয়ে গেছে। অনেক বছর সময় দিয়েছি। শ্রম দিয়েছি। অনেক ক্রিয়েটিভ কাজ হয়েছে। মাইলসের যে অবস্থান আজকে, এটার পেছনে আমার কতটুকু অবদান; সেটা আপনারা অনেকেই জানেন।’
নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে শাফিন আহমেদ বলেন, ‘সম্প্রতি একটি সিদ্ধান্ত নিতে আমি বাধ্য হয়েছি। সেটা হচ্ছে, এ বছরের শুরুতে আমি সিদ্ধান্ত নিই, মাইলসের বর্তমান লাইনআপের সঙ্গে কোনো কার্যক্রম করা আমার পক্ষে সম্ভব হবে না। আমি সিদ্ধান্ত নিয়েছি, এই লাইনআপের সঙ্গে মিউজিক করা থেকে বিরত থাকব।’
শাফিন আহমেদ চেয়েছেন, মাইলস নামে যেনো অন্য কেউ কার্যক্রম না চালান। তিনি বলেন, ‘আমার প্রত্যাশা থাকবে, মাইলস নামটির যেনো কোনো অপব্যবহার না হয়। মাইলসকে নিয়ে আমরা ৪০ বছর পূর্তি উদযাপন করেছি খুব গ্লোরিয়াসভাবে। আমরা যদি একসঙ্গে কাজ না করতে পারি, তাহলে মাইলসের কার্যক্রম এখানেই স্থগিত করা উচিত। আমি মনে করি, এটাই বেস্ট ডিসিশন। সুতরাং আমার প্রত্যাশা থাকবে, অন্য কেউ মাইলস নামটি যেন ব্যবহার না করে।’
তবে মাইলস ছাড়লেও গান ছাড়ছেন না শাফিন। বলেছেন, ‘সংগীত জগতে আমার পথচলা খুব স্বাভাবিক এবং আগের মতোই থাকবে। আমাকে স্টেজেও পাওয়া যাবে। রেকর্ডিংয়েও পাওয়া যাবে।’
শুনুন শাফিন আহমেদের ভিডিও বার্তা:
আবারও একসঙ্গে দেখা গেল প্রাক্তন যুগল মালাইকা অরোরা খান ও অর্জুন কাপুরকে। তবে কোনো একান্ত মুহূর্তে নয়, ছুরিকাঘাতে আহত সাইফ আলী খানকে দেখতে হাসপাতালে দেখা গেছে প্রাক্তন এই জুটিকে।
২ ঘণ্টা আগেবান্দ্রার বাসভবনে গত ১৬ জানুয়ারি ঘটে যাওয়া ছুরিকাঘাতের ঘটনায় আহত সাইফ আলী খান বর্তমানে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর বোন সোহা আলী খান সম্প্রতি সাইফের স্বাস্থ্যের বিষয়ে একটি আপডেট শেয়ার করেছেন।
৩ ঘণ্টা আগেনতুন সিনেমা নিয়ে আসছেন নিরব হোসেন। থ্রিলার ঘরানায় ‘গোলাপ’ নামের সিনেমাটি বানাবেন সামসুল হুদা। সাধারণত বিকেল বা সন্ধ্যায় সিনেমার পোস্টার রিলিজ দেওয়া হয়। তবে গোলাপ সিনেমার ফার্স্টলুক পোস্টার প্রকাশ করা হলো গতকাল রোববার সকালে, সোশ্যাল মিডিয়ায়।
১৩ ঘণ্টা আগেসাম্প্রতিক বছরগুলোতে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সৌদি আরব। প্রতিবছর সেখানে যেমন রেড সি ফিল্ম ফেস্টিভ্যালের মতো বড় চলচ্চিত্র উৎসব হয়, তেমনি চার বছর ধরে আয়োজিত হচ্ছে জয় অ্যাওয়ার্ডস। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের তৈরি সিনেমা, সিরিজ ও গানকে পুরস্কৃত করা হয় এ আয়োজনে। জয় অ্যাওয়ার্ডসের..
১৩ ঘণ্টা আগে