বিনোদন ডেস্ক
সংগীতশিল্পী সাহানা বাজপেয়ী স্বরযন্ত্রের জটিলতায় ভুগছেন। সদা হাস্যোজ্জল, আড্ডাপ্রিয় এই কণ্ঠ পরবর্তী একমাস গাইতে পারবেন না। চিকিৎসকের নির্দেশ, এই সময়ে চিৎকার করা তো দূরের কথা, গান গাওয়া এমনকি কথা বলাও সম্পূর্ণ বারণ। শুক্রবার দুপুরে ফেসবুক পোস্টে এই মন খারাপের খবরটি জানিয়েছেন সাহানা।
তিনি লিখেছেন, ‘আমার গলায় স্ট্রোবোস্কোপিক পরীক্ষা হয়েছে। তাতে জানা যায়, আমার ভয়েসবক্সে হেমারেজ। সম্পূর্ণ বিশ্রাম দিতে হবে গলাকে। প্রায় একমাস গাইতে পারব না, কথা বলতে পারব না, চিৎকার তো নয়-ই। আমার এই অবস্থার কথা জেনে দয়াকরে আমার পাশে থাকুন। আমিও চেষ্টা করব নিজের এই নিশ্চুপ আমিটার পাশে থাকতে। এই আমিটাকে নিজেই চিনি না! এই সম্পূর্ণ অজানা আমিটাকেও জানতে হবে আমায়। যাঁদের উপর আমি চিৎকার করে উঠি, দয়া করে আমার ধারেকাছে আসবেন না এখন।’
আড্ডাপ্রেমী সাহানাকে এক মাস পর্যন্ত চুপ করে থাকতে হবে শুনে তাঁর নিজের তো বটেই, মন খারাপ ভক্তদেরও। কমেন্ট বক্সে ভিড় করে দ্রুত সুস্থ হয়ে ওঠার প্রার্থনা করছেন সহকর্মী ও ভক্তরা।
এই সময়ের বাংলা গানে জনপ্রিয় নাম সাহানা বাজপেয়ী। ২০০৭ সালে মুক্তি পায় তাঁর প্রথম গানের অ্যালবাম ‘নতুন করে পাব বলে’। এরপর ‘শিকড়’, ‘যা বলো তাই বলো’, ‘মন বান্ধিবি কেমনে’ অ্যালবামগুলোতে নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন সাহানা।
গেয়েছেন চলচ্চিত্রেও। ২০১২ সালে কিউ পরিচালিত ‘তাসের দেশ’ ছবিতে প্রথম গান করেন। এরপর ‘হাওয়া বদল’, ‘ফ্যামিলি অ্যালবাম’, ‘ষড়রিপু’, ‘রেনবো জেলি’, ‘এক যে ছিল রাজা’, ‘কণ্ঠ’র মতো ছবিতে গেয়েছেন সাহানা।
সাহানা বাজপেয়ীর ছোটবেলা কেটেছে ভারতের পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে। সাহানার সংগীতের হাতেখড়ি বাবা বিমল বাজপেয়ীর কাছ থেকে। ছোটবেলা থেকে গিটার পিয়ানো বাজিয়ে, এসরাজের সঙ্গে গান করেন সাহানা।
এর আগে আট বছর ঢাকায় ছিলেন সাহানা বাজপেয়ী। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। বিয়ে করেছিলেন আরেক জনপ্রিয় সংগীতশিল্পী অর্ণবকে। অর্ণবের জন্য গানও লিখেছেন সাহানা। তাঁর লেখা ও অর্ণবের গাওয়া গানের মধ্যে উল্লেখযোগ্য ‘হারিয়ে গিয়েছি’, ‘তোমার জন্য নিলচে তারা’, ‘একদিন’ ও ‘তুই গান গা’।
সংগীতশিল্পী সাহানা বাজপেয়ী স্বরযন্ত্রের জটিলতায় ভুগছেন। সদা হাস্যোজ্জল, আড্ডাপ্রিয় এই কণ্ঠ পরবর্তী একমাস গাইতে পারবেন না। চিকিৎসকের নির্দেশ, এই সময়ে চিৎকার করা তো দূরের কথা, গান গাওয়া এমনকি কথা বলাও সম্পূর্ণ বারণ। শুক্রবার দুপুরে ফেসবুক পোস্টে এই মন খারাপের খবরটি জানিয়েছেন সাহানা।
তিনি লিখেছেন, ‘আমার গলায় স্ট্রোবোস্কোপিক পরীক্ষা হয়েছে। তাতে জানা যায়, আমার ভয়েসবক্সে হেমারেজ। সম্পূর্ণ বিশ্রাম দিতে হবে গলাকে। প্রায় একমাস গাইতে পারব না, কথা বলতে পারব না, চিৎকার তো নয়-ই। আমার এই অবস্থার কথা জেনে দয়াকরে আমার পাশে থাকুন। আমিও চেষ্টা করব নিজের এই নিশ্চুপ আমিটার পাশে থাকতে। এই আমিটাকে নিজেই চিনি না! এই সম্পূর্ণ অজানা আমিটাকেও জানতে হবে আমায়। যাঁদের উপর আমি চিৎকার করে উঠি, দয়া করে আমার ধারেকাছে আসবেন না এখন।’
আড্ডাপ্রেমী সাহানাকে এক মাস পর্যন্ত চুপ করে থাকতে হবে শুনে তাঁর নিজের তো বটেই, মন খারাপ ভক্তদেরও। কমেন্ট বক্সে ভিড় করে দ্রুত সুস্থ হয়ে ওঠার প্রার্থনা করছেন সহকর্মী ও ভক্তরা।
এই সময়ের বাংলা গানে জনপ্রিয় নাম সাহানা বাজপেয়ী। ২০০৭ সালে মুক্তি পায় তাঁর প্রথম গানের অ্যালবাম ‘নতুন করে পাব বলে’। এরপর ‘শিকড়’, ‘যা বলো তাই বলো’, ‘মন বান্ধিবি কেমনে’ অ্যালবামগুলোতে নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন সাহানা।
গেয়েছেন চলচ্চিত্রেও। ২০১২ সালে কিউ পরিচালিত ‘তাসের দেশ’ ছবিতে প্রথম গান করেন। এরপর ‘হাওয়া বদল’, ‘ফ্যামিলি অ্যালবাম’, ‘ষড়রিপু’, ‘রেনবো জেলি’, ‘এক যে ছিল রাজা’, ‘কণ্ঠ’র মতো ছবিতে গেয়েছেন সাহানা।
সাহানা বাজপেয়ীর ছোটবেলা কেটেছে ভারতের পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে। সাহানার সংগীতের হাতেখড়ি বাবা বিমল বাজপেয়ীর কাছ থেকে। ছোটবেলা থেকে গিটার পিয়ানো বাজিয়ে, এসরাজের সঙ্গে গান করেন সাহানা।
এর আগে আট বছর ঢাকায় ছিলেন সাহানা বাজপেয়ী। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। বিয়ে করেছিলেন আরেক জনপ্রিয় সংগীতশিল্পী অর্ণবকে। অর্ণবের জন্য গানও লিখেছেন সাহানা। তাঁর লেখা ও অর্ণবের গাওয়া গানের মধ্যে উল্লেখযোগ্য ‘হারিয়ে গিয়েছি’, ‘তোমার জন্য নিলচে তারা’, ‘একদিন’ ও ‘তুই গান গা’।
আবারও একসঙ্গে দেখা গেল প্রাক্তন যুগল মালাইকা অরোরা খান ও অর্জুন কাপুরকে। তবে কোনো একান্ত মুহূর্তে নয়, ছুরিকাঘাতে আহত সাইফ আলী খানকে দেখতে হাসপাতালে দেখা গেছে প্রাক্তন এই জুটিকে।
৪ ঘণ্টা আগেবান্দ্রার বাসভবনে গত ১৬ জানুয়ারি ঘটে যাওয়া ছুরিকাঘাতের ঘটনায় আহত সাইফ আলী খান বর্তমানে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর বোন সোহা আলী খান সম্প্রতি সাইফের স্বাস্থ্যের বিষয়ে একটি আপডেট শেয়ার করেছেন।
৫ ঘণ্টা আগেনতুন সিনেমা নিয়ে আসছেন নিরব হোসেন। থ্রিলার ঘরানায় ‘গোলাপ’ নামের সিনেমাটি বানাবেন সামসুল হুদা। সাধারণত বিকেল বা সন্ধ্যায় সিনেমার পোস্টার রিলিজ দেওয়া হয়। তবে গোলাপ সিনেমার ফার্স্টলুক পোস্টার প্রকাশ করা হলো গতকাল রোববার সকালে, সোশ্যাল মিডিয়ায়।
১৫ ঘণ্টা আগেসাম্প্রতিক বছরগুলোতে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সৌদি আরব। প্রতিবছর সেখানে যেমন রেড সি ফিল্ম ফেস্টিভ্যালের মতো বড় চলচ্চিত্র উৎসব হয়, তেমনি চার বছর ধরে আয়োজিত হচ্ছে জয় অ্যাওয়ার্ডস। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের তৈরি সিনেমা, সিরিজ ও গানকে পুরস্কৃত করা হয় এ আয়োজনে। জয় অ্যাওয়ার্ডসের..
১৫ ঘণ্টা আগে