বিনোদন প্রতিবেদক
ঢাকা: বাংলাদেশ টেলিভিশনের ‘এসো গান শিখি’ অনুষ্ঠানের মাধ্যমে খালামণি হিসেবে জনপ্রিয় হয়ে ওঠেন ফেরদৌসী রহমান। আজ ৮০ বছরে পা রাখছেন ‘খালামণি’। তবে করোনার কারণে জন্মদিন উদ্যাপনের কোনো আয়োজন রাখেননি তিনি। ফেরদৌসী রহমান বলেন, ‘দেখতে দেখতে জীবনের এতটা বছর পেরিয়ে আজ ৮০–তে পা রাখছি। দেড় বছর হলো করোনার কারণে বাসা থেকেই বের হই না। ঘরে বসে পছন্দের শিল্পীদের গান শুনি। শাহনাজ রহমতুল্লাহ, রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন, কনকচাঁপা, শাকিলা, আলম আরা মিনু—এদের সবার কণ্ঠের গান ভালো লাগে।’
এ প্রজন্মের অনেকের গানই নিয়মিত শোনা হয়। তিনি বলেন, ‘বাপ্পা মজুমদার, ন্যানসি, কনারা ভালো করছে। তারপরও সবশেষে একটা কিন্তু থেকে যায়। এখনকার অনেকেই গানের ব্যাকরণ না জেনে গানের চর্চা করছে। গান আসলে সাধনার বিষয়। এর বিকল্প বা শর্টকাট কোনো রাস্তা নেই।’
এরই মধ্যে করোনার দুই ডোজ টিকা নিয়েছেন এই শিল্পী। টিকা নেওয়ার জন্যই দুবার বাসা থেকে বেরিয়েছিলেন। এ ছাড়া সারা দিন বাসাতেই সময় কাটান। বই পড়ছেন, বই লিখছেন, গান শুনছেন–এভাবেই কাটছে দিনরাত। আত্মজীবনী বের করার ইচ্ছে রয়েছে ফেরদৌসী রহমানের। কোচবিহার আর বলরামপুরে ফেলে আসা শৈশবের গল্প নিয়ে লিখছেন আত্মজীবনী। তিনি বলেন, ‘সেই ১৯৪৭ সালে ওপার থেকে এপারে পাড়ি জমানোর গল্প। বাবা আব্বাসউদদীনের কোলে বসে গান শোনার গল্প। গান শোনা আর গান গাওয়া শুরু করার গল্প। টিভি-রেডিও, দেশ-বিদেশে কত ঘটনাই তো আছে এই ছোট্ট জীবনে। আদ্যোপান্ত জীবনটা আমার তুলে আনার ইচ্ছা সেই বইয়ে।’
তবে টানা ঘরবন্দী সময়গুলো মোটেও উপভোগ করছেন না। তিনি বলেন, ‘সময় যে কীভাবে কাটছে, বলে বোঝাতে পারব না। দিনের পর দিন ঘরের মধ্যে থাকতে থাকতে একটু একঘেয়ে লাগছে। সংস্কৃতি অঙ্গনের অনেকেই চলে গেলেন। কতজনের অসুস্থতা। এসব মনে হতেই, মনটা বিষন্ন হয়ে উঠছে।’
একনজরে ফেরদৌসী রহমান
জন্ম
২৮ জুন, ১৯৪১, পশ্চিমবঙ্গের কোচবিহারে। বাবা শিল্পী আব্বাসউদদীন। বাবার কাছেই গানের হাতেখড়ি।
বিটিভি যাত্রা
১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর ফেরদৌসী রহমানের গান দিয়ে শুরু হয় বাংলাদেশ টেলিভিশনের পথচলা। সে বছরের ২৭ ডিসেম্বর ‘গান শেখার আসর’ নামে শুরু হয় একটি অনুষ্ঠান। পরবর্তী সময়ে ‘এসো গান শিখি’ নামে পরিচিতি পায় অনুষ্ঠানটি।
সংগীত পরিচালনা
প্রথম সংগীত পরিচালনা করেন রবীন ঘোষের সঙ্গে যৌথভাবে ‘রাজধানীর বুকে’ সিনেমায়। তিনিই বাংলাদেশের প্রথম নারী সংগীত পরিচালক।
প্রথম গান
১৯৪৮ সালে ‘খেলাঘর’ অনুষ্ঠানে প্রথম রেডিওতে গান করেন।
১৯৬০ সালে ‘আসিয়া’ ছবিতে বাবা আব্বাসউদদীনের সুরে ‘ও মোর কালারে’ গান দিয়ে প্লেব্যাকে অভিষেক।
গানের সংখ্যা
তাঁর প্লেব্যাক করা সিনেমার সংখ্যা ২৫০–এর কাছাকাছি। ৩টি লং প্লে–সহ প্রায় ৫০০টি ডিস্ক রেকর্ড এবং দেড় ডজনের বেশি গানের ক্যাসেট বের হয়েছে তাঁর। এ পর্যন্ত প্রায় ৫ হাজার গান রেকর্ড করেছেন ফেরদৌসী রহমান।
ঢাকা: বাংলাদেশ টেলিভিশনের ‘এসো গান শিখি’ অনুষ্ঠানের মাধ্যমে খালামণি হিসেবে জনপ্রিয় হয়ে ওঠেন ফেরদৌসী রহমান। আজ ৮০ বছরে পা রাখছেন ‘খালামণি’। তবে করোনার কারণে জন্মদিন উদ্যাপনের কোনো আয়োজন রাখেননি তিনি। ফেরদৌসী রহমান বলেন, ‘দেখতে দেখতে জীবনের এতটা বছর পেরিয়ে আজ ৮০–তে পা রাখছি। দেড় বছর হলো করোনার কারণে বাসা থেকেই বের হই না। ঘরে বসে পছন্দের শিল্পীদের গান শুনি। শাহনাজ রহমতুল্লাহ, রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন, কনকচাঁপা, শাকিলা, আলম আরা মিনু—এদের সবার কণ্ঠের গান ভালো লাগে।’
এ প্রজন্মের অনেকের গানই নিয়মিত শোনা হয়। তিনি বলেন, ‘বাপ্পা মজুমদার, ন্যানসি, কনারা ভালো করছে। তারপরও সবশেষে একটা কিন্তু থেকে যায়। এখনকার অনেকেই গানের ব্যাকরণ না জেনে গানের চর্চা করছে। গান আসলে সাধনার বিষয়। এর বিকল্প বা শর্টকাট কোনো রাস্তা নেই।’
এরই মধ্যে করোনার দুই ডোজ টিকা নিয়েছেন এই শিল্পী। টিকা নেওয়ার জন্যই দুবার বাসা থেকে বেরিয়েছিলেন। এ ছাড়া সারা দিন বাসাতেই সময় কাটান। বই পড়ছেন, বই লিখছেন, গান শুনছেন–এভাবেই কাটছে দিনরাত। আত্মজীবনী বের করার ইচ্ছে রয়েছে ফেরদৌসী রহমানের। কোচবিহার আর বলরামপুরে ফেলে আসা শৈশবের গল্প নিয়ে লিখছেন আত্মজীবনী। তিনি বলেন, ‘সেই ১৯৪৭ সালে ওপার থেকে এপারে পাড়ি জমানোর গল্প। বাবা আব্বাসউদদীনের কোলে বসে গান শোনার গল্প। গান শোনা আর গান গাওয়া শুরু করার গল্প। টিভি-রেডিও, দেশ-বিদেশে কত ঘটনাই তো আছে এই ছোট্ট জীবনে। আদ্যোপান্ত জীবনটা আমার তুলে আনার ইচ্ছা সেই বইয়ে।’
তবে টানা ঘরবন্দী সময়গুলো মোটেও উপভোগ করছেন না। তিনি বলেন, ‘সময় যে কীভাবে কাটছে, বলে বোঝাতে পারব না। দিনের পর দিন ঘরের মধ্যে থাকতে থাকতে একটু একঘেয়ে লাগছে। সংস্কৃতি অঙ্গনের অনেকেই চলে গেলেন। কতজনের অসুস্থতা। এসব মনে হতেই, মনটা বিষন্ন হয়ে উঠছে।’
একনজরে ফেরদৌসী রহমান
জন্ম
২৮ জুন, ১৯৪১, পশ্চিমবঙ্গের কোচবিহারে। বাবা শিল্পী আব্বাসউদদীন। বাবার কাছেই গানের হাতেখড়ি।
বিটিভি যাত্রা
১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর ফেরদৌসী রহমানের গান দিয়ে শুরু হয় বাংলাদেশ টেলিভিশনের পথচলা। সে বছরের ২৭ ডিসেম্বর ‘গান শেখার আসর’ নামে শুরু হয় একটি অনুষ্ঠান। পরবর্তী সময়ে ‘এসো গান শিখি’ নামে পরিচিতি পায় অনুষ্ঠানটি।
সংগীত পরিচালনা
প্রথম সংগীত পরিচালনা করেন রবীন ঘোষের সঙ্গে যৌথভাবে ‘রাজধানীর বুকে’ সিনেমায়। তিনিই বাংলাদেশের প্রথম নারী সংগীত পরিচালক।
প্রথম গান
১৯৪৮ সালে ‘খেলাঘর’ অনুষ্ঠানে প্রথম রেডিওতে গান করেন।
১৯৬০ সালে ‘আসিয়া’ ছবিতে বাবা আব্বাসউদদীনের সুরে ‘ও মোর কালারে’ গান দিয়ে প্লেব্যাকে অভিষেক।
গানের সংখ্যা
তাঁর প্লেব্যাক করা সিনেমার সংখ্যা ২৫০–এর কাছাকাছি। ৩টি লং প্লে–সহ প্রায় ৫০০টি ডিস্ক রেকর্ড এবং দেড় ডজনের বেশি গানের ক্যাসেট বের হয়েছে তাঁর। এ পর্যন্ত প্রায় ৫ হাজার গান রেকর্ড করেছেন ফেরদৌসী রহমান।
আবারও একসঙ্গে দেখা গেল প্রাক্তন যুগল মালাইকা অরোরা খান ও অর্জুন কাপুরকে। তবে কোনো একান্ত মুহূর্তে নয়, ছুরিকাঘাতে আহত সাইফ আলী খানকে দেখতে হাসপাতালে দেখা গেছে প্রাক্তন এই জুটিকে।
৪ ঘণ্টা আগেবান্দ্রার বাসভবনে গত ১৬ জানুয়ারি ঘটে যাওয়া ছুরিকাঘাতের ঘটনায় আহত সাইফ আলী খান বর্তমানে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর বোন সোহা আলী খান সম্প্রতি সাইফের স্বাস্থ্যের বিষয়ে একটি আপডেট শেয়ার করেছেন।
৫ ঘণ্টা আগেনতুন সিনেমা নিয়ে আসছেন নিরব হোসেন। থ্রিলার ঘরানায় ‘গোলাপ’ নামের সিনেমাটি বানাবেন সামসুল হুদা। সাধারণত বিকেল বা সন্ধ্যায় সিনেমার পোস্টার রিলিজ দেওয়া হয়। তবে গোলাপ সিনেমার ফার্স্টলুক পোস্টার প্রকাশ করা হলো গতকাল রোববার সকালে, সোশ্যাল মিডিয়ায়।
১৫ ঘণ্টা আগেসাম্প্রতিক বছরগুলোতে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সৌদি আরব। প্রতিবছর সেখানে যেমন রেড সি ফিল্ম ফেস্টিভ্যালের মতো বড় চলচ্চিত্র উৎসব হয়, তেমনি চার বছর ধরে আয়োজিত হচ্ছে জয় অ্যাওয়ার্ডস। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের তৈরি সিনেমা, সিরিজ ও গানকে পুরস্কৃত করা হয় এ আয়োজনে। জয় অ্যাওয়ার্ডসের..
১৫ ঘণ্টা আগে