নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মজয়ন্তী উপলক্ষে আগামী ১২ ও ১৩ মে সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ৩৪তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবের আয়োজন করবে বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা। উৎসবে প্রধান অতিথি থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী নসরুল হামিদ। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনের নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক পীযূষ বড়ুয়া জানান, ‘করিসনে লাজ, করিসনে ভয়, আপনাকে তুই করে নে জয়’ প্রতিপাদ্যে ১২ মে সকাল ১০টায় নৃত্য ও সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের প্রথম অধিবেশন শুরু হবে। এদিন বিকেল ৫টায় উৎসবের উদ্বোধন করবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী নসরুল হামিদ। এরপর গিটার শিল্পী এনামুল কবির ও রবীন্দ্রসংগীত শিল্পী লিলি ইসলামকে গুণীজন সংবর্ধনা দেওয়া হবে। সন্ধ্যা ৬টায় দেশের বিভিন্ন প্রান্তের শিল্পীদের অংশগ্রহণে পরিবেশিত হবে আবৃত্তি ও সংগীত। পরদিন বিকেল ৫টায় আবৃত্তি ও সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।
ভার্চুয়ালি যুক্ত হয়ে সংগঠনের সভাপতি তপন মাহমুদ বলেন, ‘নির্বাচনে পরাজিত হয়ে সংগঠন থেকে একটি অংশ বেরিয়ে গিয়ে নতুন জোট করেছে। তবে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হওয়া সংগঠনটির আমরাই মূল অংশ। শুরু থেকেই আমাদের নীতি ছিল স্বাধীন ও স্বকীয়ভাবে নিজেদের কার্যক্রম চালিয়ে যাওয়া। এ জন্য কখনোই আমরা নিবন্ধনের দিকে যাইনি।’
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন নির্বাহী সভাপতি আমিনা আহমেদ, সংগঠনের উপদেষ্টা শিল্পী রফিকুল আলমসহ অন্যরা।
রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মজয়ন্তী উপলক্ষে আগামী ১২ ও ১৩ মে সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ৩৪তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবের আয়োজন করবে বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা। উৎসবে প্রধান অতিথি থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী নসরুল হামিদ। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনের নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক পীযূষ বড়ুয়া জানান, ‘করিসনে লাজ, করিসনে ভয়, আপনাকে তুই করে নে জয়’ প্রতিপাদ্যে ১২ মে সকাল ১০টায় নৃত্য ও সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের প্রথম অধিবেশন শুরু হবে। এদিন বিকেল ৫টায় উৎসবের উদ্বোধন করবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী নসরুল হামিদ। এরপর গিটার শিল্পী এনামুল কবির ও রবীন্দ্রসংগীত শিল্পী লিলি ইসলামকে গুণীজন সংবর্ধনা দেওয়া হবে। সন্ধ্যা ৬টায় দেশের বিভিন্ন প্রান্তের শিল্পীদের অংশগ্রহণে পরিবেশিত হবে আবৃত্তি ও সংগীত। পরদিন বিকেল ৫টায় আবৃত্তি ও সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।
ভার্চুয়ালি যুক্ত হয়ে সংগঠনের সভাপতি তপন মাহমুদ বলেন, ‘নির্বাচনে পরাজিত হয়ে সংগঠন থেকে একটি অংশ বেরিয়ে গিয়ে নতুন জোট করেছে। তবে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হওয়া সংগঠনটির আমরাই মূল অংশ। শুরু থেকেই আমাদের নীতি ছিল স্বাধীন ও স্বকীয়ভাবে নিজেদের কার্যক্রম চালিয়ে যাওয়া। এ জন্য কখনোই আমরা নিবন্ধনের দিকে যাইনি।’
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন নির্বাহী সভাপতি আমিনা আহমেদ, সংগঠনের উপদেষ্টা শিল্পী রফিকুল আলমসহ অন্যরা।
আগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
৩ ঘণ্টা আগেঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দম্পতির ঘর ভাঙার গুঞ্জন এখন বলিউডের লোকের মুখে মুখে। এই তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনোবা তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। যদিও এ নিয়ে কুলুপ এঁটে ছিলেন পুরো বচ্চন পরিবার। এসবের মধ্যেই নিজের ব্ল
৫ ঘণ্টা আগেশুধু কিং খানই নন, তাঁর নিশানায় ছিলেন বাদশাপুত্র আরিয়ান খানও। শাহরুখের নিরাপত্তাবলয়ের বিষয়েও খুঁটিনাটি তথ্য ইন্টারনেট ঘেঁটে জোগাড় করেছিলেন ফয়জান। এমনকি শাহরুখ এবং আরিয়ান নিত্যদিন কোথায়, কখন যেতেন, কী করতেন সমস্ত গতিবিধির ওপর নজর ছিল ধৃতর। পুলিশি সূত্রে খবর, রীতিমতো আটঘাট বেঁধে শাহরুখ খানকে খুনের হুম
৮ ঘণ্টা আগেগত বছরের শেষ দিকে ‘নীলচক্র’ সিনেমার খবর দিয়েছিলেন আরিফিন শুভ। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। শুটিং শেষে মুক্তির জন্য প্রস্তুত সিনেমাটি। ট্রেন্ডি ও সমসাময়িক গল্পে নীলচক্র বানিয়েছেন মিঠু খান।
১০ ঘণ্টা আগে