বিনোদন প্রতিবেদক
সংগীতশিল্পী সোমনুর মনির কোনাল নতুন গান প্রকাশ করেছেন। সিনেমায়, টিভি নাটকে, জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর এক্সক্লুসিভ রিলিজে তাঁর কণ্ঠ শোনা গেলেও; কোনাল এই নতুন গান ছেড়েছেন ইউটিউবে। ‘কোনাল’ নামে ইউটিউবে নিজস্ব চ্যানেল আছে তাঁর। শৈশব-কৈশোরের প্রিয় গান, ভালোবাসা ও আবেগের গানগুলোই কণ্ঠে তুলে নিজের চ্যানেলে আপলোড করেন কোনাল। এবার তিনি গেয়েছেন ফরাসি সংগীতশিল্পী এদিত পিয়াফের বিখ্যাত গান ‘লা ভি অঁ রোজ’।
গানের ভিডিওর শুটিং করেছেন নিজের বাসায়। কোনালের চেনা বারান্দা, বইয়ের তাক, বেলকনি, ঘরদোর- উঠে এসেছে ‘লা ভি অঁ রোজ’ গানের ভিডিওতে। ভিডিওটি পরিচালনা করেছেন মনোময় মনির অর্ক। কোনালের একমাত্র ভাই তিনি। নির্দেশনা দেওয়ার কোনো পূর্ব-অভিজ্ঞতা না থাকলেও প্রথম কাজেই উতরে গেছেন অর্ক।
অর্ক বিশ্বের বিভিন্ন দেশের সিনেমা-সিরিজ দেখে। গান শোনে। পরিচালনার জন্য লাইট, ক্যামেরা, ফ্রেমিং সবকিছুতে অর্কের জ্ঞান অনেক ম্যাচিউরড। এজন্য অনেকটা জোর করে গানের ভিডিও বানাতে বলি তাকে। মাত্র তিন ঘণ্টায় সে কাজটি করেছে।
সোমনুর মনির কোনাল, সংগীতশিল্পী
অর্ক বলেন, ‘আমার আগ্রহের জায়গা থেকে আপু কাজটি করিয়েছেন। লকডাউনের কারণে বাইরে শুটিং করতে পারিনি। যতটুকু সম্ভব ভালো করার চেষ্টা করেছি। আমাদের ভাই-বোনের বোঝাপড়া ও দুজনের পছন্দের অনেক মিল। এজন্য হয়তো কাজটি ভালো হয়েছে।’
ভবিষ্যতে ভাই-বোন মিলে আরও কিছু কাজের ইচ্ছা আছে বলে জানিয়েছেন কোনাল। এবারের ঈদের বেশকিছু নাটকের শিরোনাম সংগীতে কণ্ঠ দিয়েছেন কোনাল। মাবরুর রশিদ বান্নাহ, মিজানুর রহমান আরিয়ান, মাহমুদুর রহমান হিমি ও মহিদুল মহিম- এ চার নির্মাতার চারটি নাটকের গানে শোনা যাচ্ছে কোনালের কণ্ঠ।
সংগীতশিল্পী সোমনুর মনির কোনাল নতুন গান প্রকাশ করেছেন। সিনেমায়, টিভি নাটকে, জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর এক্সক্লুসিভ রিলিজে তাঁর কণ্ঠ শোনা গেলেও; কোনাল এই নতুন গান ছেড়েছেন ইউটিউবে। ‘কোনাল’ নামে ইউটিউবে নিজস্ব চ্যানেল আছে তাঁর। শৈশব-কৈশোরের প্রিয় গান, ভালোবাসা ও আবেগের গানগুলোই কণ্ঠে তুলে নিজের চ্যানেলে আপলোড করেন কোনাল। এবার তিনি গেয়েছেন ফরাসি সংগীতশিল্পী এদিত পিয়াফের বিখ্যাত গান ‘লা ভি অঁ রোজ’।
গানের ভিডিওর শুটিং করেছেন নিজের বাসায়। কোনালের চেনা বারান্দা, বইয়ের তাক, বেলকনি, ঘরদোর- উঠে এসেছে ‘লা ভি অঁ রোজ’ গানের ভিডিওতে। ভিডিওটি পরিচালনা করেছেন মনোময় মনির অর্ক। কোনালের একমাত্র ভাই তিনি। নির্দেশনা দেওয়ার কোনো পূর্ব-অভিজ্ঞতা না থাকলেও প্রথম কাজেই উতরে গেছেন অর্ক।
অর্ক বিশ্বের বিভিন্ন দেশের সিনেমা-সিরিজ দেখে। গান শোনে। পরিচালনার জন্য লাইট, ক্যামেরা, ফ্রেমিং সবকিছুতে অর্কের জ্ঞান অনেক ম্যাচিউরড। এজন্য অনেকটা জোর করে গানের ভিডিও বানাতে বলি তাকে। মাত্র তিন ঘণ্টায় সে কাজটি করেছে।
সোমনুর মনির কোনাল, সংগীতশিল্পী
অর্ক বলেন, ‘আমার আগ্রহের জায়গা থেকে আপু কাজটি করিয়েছেন। লকডাউনের কারণে বাইরে শুটিং করতে পারিনি। যতটুকু সম্ভব ভালো করার চেষ্টা করেছি। আমাদের ভাই-বোনের বোঝাপড়া ও দুজনের পছন্দের অনেক মিল। এজন্য হয়তো কাজটি ভালো হয়েছে।’
ভবিষ্যতে ভাই-বোন মিলে আরও কিছু কাজের ইচ্ছা আছে বলে জানিয়েছেন কোনাল। এবারের ঈদের বেশকিছু নাটকের শিরোনাম সংগীতে কণ্ঠ দিয়েছেন কোনাল। মাবরুর রশিদ বান্নাহ, মিজানুর রহমান আরিয়ান, মাহমুদুর রহমান হিমি ও মহিদুল মহিম- এ চার নির্মাতার চারটি নাটকের গানে শোনা যাচ্ছে কোনালের কণ্ঠ।
আবারও একসঙ্গে দেখা গেল প্রাক্তন যুগল মালাইকা অরোরা খান ও অর্জুন কাপুরকে। তবে কোনো একান্ত মুহূর্তে নয়, ছুরিকাঘাতে আহত সাইফ আলী খানকে দেখতে হাসপাতালে দেখা গেছে প্রাক্তন এই জুটিকে।
১০ ঘণ্টা আগেবান্দ্রার বাসভবনে ১৬ জানুয়ারি ঘটে যাওয়া ছুরিকাঘাতের ঘটনায় আহত সাইফ আলী খান বর্তমানে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর বোন সোহা আলী খান সম্প্রতি সাইফের স্বাস্থ্য বিষয়ে একটি আপডেট শেয়ার করেছেন।
১১ ঘণ্টা আগেনতুন সিনেমা নিয়ে আসছেন নিরব হোসেন। থ্রিলার ঘরানায় ‘গোলাপ’ নামের সিনেমাটি বানাবেন সামসুল হুদা। সাধারণত বিকেল বা সন্ধ্যায় সিনেমার পোস্টার রিলিজ দেওয়া হয়। তবে গোলাপ সিনেমার ফার্স্টলুক পোস্টার প্রকাশ করা হলো গতকাল রোববার সকালে, সোশ্যাল মিডিয়ায়।
২০ ঘণ্টা আগেসাম্প্রতিক বছরগুলোতে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সৌদি আরব। প্রতিবছর সেখানে যেমন রেড সি ফিল্ম ফেস্টিভ্যালের মতো বড় চলচ্চিত্র উৎসব হয়, তেমনি চার বছর ধরে আয়োজিত হচ্ছে জয় অ্যাওয়ার্ডস। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের তৈরি সিনেমা, সিরিজ ও গানকে পুরস্কৃত করা হয় এ আয়োজনে। জয় অ্যাওয়ার্ডসের..
২০ ঘণ্টা আগে