বিনোদন ডেস্ক
জনপ্রিয় ব্রিটিশ পপ তারকা ক্রিস্টিন ম্যাকভি মারা গেছেন। বুধবার (৩০ নভেম্বর) ৭৯ বছর বয়সী এ সংগীত শিল্পীর মৃত্যু হয়। তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় একটি হাসপাতালে মারা যান তিনি। পরিবারের সদস্যরা তখন পাশেই ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যান্ডের পক্ষ থেকেও ম্যাকভির মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। তবে মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি।
সত্তর ও আশির দশকে ‘ফ্লিটউড ম্যাক’ ছিল সারা পৃথিবীর অন্যতম সেরা রক ব্যান্ড। গীতিকার ও ভোকালিস্ট ক্রিস্টিন ম্যাকভি ছিলেন ব্যান্ডের অন্যতম সদস্য। ১৯৭০ সালে ব্যান্ডদলে যোগ দেওয়ার পর দ্রুতই ব্যান্ডটির জনপ্রিয় তারকা হয়ে ওঠেন ম্যাকভি। ‘এভরিহোয়ার’, ‘লিটল লাইস’, ‘ডোন্ট স্টপ’, ‘সে ইউ লাভ মি’, ‘সংবার্ড’-এর মতো বিখ্যাত গানের সঙ্গে জড়িয়ে আছে তাঁর নাম।
১৯৭৭ সালে মুক্তি পায় ফ্লিটউড ম্যাক ব্যান্ডের অ্যালবাম ‘রিউমারস’। চার কোটির বেশি বিক্রি হওয়া অ্যালবামটিকে সর্বকালের ব্যবসাসফল অ্যালবামগুলোর একটি বলে মনে করা হয়। ১৯৯৮ সালে ব্যান্ডটি ‘রক অ্যান্ড রোল হল অব ফেমে’ জায়গা পায়।
ব্যান্ডের সঙ্গে নিজের একক অ্যালবামও প্রকাশ করেছেন ম্যাকভি। ১৯৭০ ও ১৯৮৪ সালে প্রকাশিত তাঁর দুই অ্যালবাম ‘ক্রিস্টিন পারফেক্ট’ ও ‘ক্রিস্টিন ম্যাকভি’ সাড়া জাগানো সাফল্য পায়। নব্বই দশকের শেষ দিকে ব্যান্ড থেকে আলাদা হয়ে যান ম্যাকভি। তবে সাময়িক এ অবসর ভেঙে প্রায় ১৫ বছর পর আবারও ২০১৪ সালে ফিরে আসেন।
ম্যাকভি ছিলেন সত্তর ও আশির দশকের পপ সংগীতের অন্যতম ব্যক্তিত্ব। যেমন গাইতেন, তেমনি দুর্দান্ত ছিল লেখার হাত। ম্যাকভির মৃত্যুতে বিশ্বসংগীতে নেমে এসেছে শোকের ছায়া।
জনপ্রিয় ব্রিটিশ পপ তারকা ক্রিস্টিন ম্যাকভি মারা গেছেন। বুধবার (৩০ নভেম্বর) ৭৯ বছর বয়সী এ সংগীত শিল্পীর মৃত্যু হয়। তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় একটি হাসপাতালে মারা যান তিনি। পরিবারের সদস্যরা তখন পাশেই ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যান্ডের পক্ষ থেকেও ম্যাকভির মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। তবে মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি।
সত্তর ও আশির দশকে ‘ফ্লিটউড ম্যাক’ ছিল সারা পৃথিবীর অন্যতম সেরা রক ব্যান্ড। গীতিকার ও ভোকালিস্ট ক্রিস্টিন ম্যাকভি ছিলেন ব্যান্ডের অন্যতম সদস্য। ১৯৭০ সালে ব্যান্ডদলে যোগ দেওয়ার পর দ্রুতই ব্যান্ডটির জনপ্রিয় তারকা হয়ে ওঠেন ম্যাকভি। ‘এভরিহোয়ার’, ‘লিটল লাইস’, ‘ডোন্ট স্টপ’, ‘সে ইউ লাভ মি’, ‘সংবার্ড’-এর মতো বিখ্যাত গানের সঙ্গে জড়িয়ে আছে তাঁর নাম।
১৯৭৭ সালে মুক্তি পায় ফ্লিটউড ম্যাক ব্যান্ডের অ্যালবাম ‘রিউমারস’। চার কোটির বেশি বিক্রি হওয়া অ্যালবামটিকে সর্বকালের ব্যবসাসফল অ্যালবামগুলোর একটি বলে মনে করা হয়। ১৯৯৮ সালে ব্যান্ডটি ‘রক অ্যান্ড রোল হল অব ফেমে’ জায়গা পায়।
ব্যান্ডের সঙ্গে নিজের একক অ্যালবামও প্রকাশ করেছেন ম্যাকভি। ১৯৭০ ও ১৯৮৪ সালে প্রকাশিত তাঁর দুই অ্যালবাম ‘ক্রিস্টিন পারফেক্ট’ ও ‘ক্রিস্টিন ম্যাকভি’ সাড়া জাগানো সাফল্য পায়। নব্বই দশকের শেষ দিকে ব্যান্ড থেকে আলাদা হয়ে যান ম্যাকভি। তবে সাময়িক এ অবসর ভেঙে প্রায় ১৫ বছর পর আবারও ২০১৪ সালে ফিরে আসেন।
ম্যাকভি ছিলেন সত্তর ও আশির দশকের পপ সংগীতের অন্যতম ব্যক্তিত্ব। যেমন গাইতেন, তেমনি দুর্দান্ত ছিল লেখার হাত। ম্যাকভির মৃত্যুতে বিশ্বসংগীতে নেমে এসেছে শোকের ছায়া।
প্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
৬ ঘণ্টা আগেবিচ্ছেদের পর একাই পালন করছেন মা-বাবার দায়িত্ব। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার ব্যবসায় নামছেন অভিনেত্রী। মা এবং নবজাতকের দরকারি পণ্যের ব্র্যান্ডশপ দিচ্ছেন পরীমনি।
৬ ঘণ্টা আগেপরদিনই কাকতালীয়ভাবে প্রকাশ্যে আসে বেজিস্ট মোহিনী দের বিবাহবিচ্ছেদের খবর। অনেকে দুইয়ে দুইয়ে চার মেলানো শুরু করেন। কেউ কেউ তো আগবাড়িয়ে এটাও বলে দিয়েছেন, মোহিনীর সঙ্গে সম্পর্ক থাকার কারণেই নাকি বিচ্ছেদ হয়েছে রাহমান-সায়রার!
৭ ঘণ্টা আগেআগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
১২ ঘণ্টা আগে