বিনোদন ডেস্ক
অনেকবার মিউজিক ভিডিওতে দেখা গেলেও এবারই প্রথমবারের মতো বড় পর্দায় দেখা যাবে ভারতের জনপ্রিয় গায়ক শানকে। পাপারাও বিয়ালাস পরিচালিত সংগীতবহুল সিনেমা ‘মিউজিক স্কুল’-এ দেখা যাবে তাঁকে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে।
সিনেমায় সুযোগ পাওয়ায় পরিচালককে কৃতজ্ঞতা জানিয়ে শান বলেন, ‘যখন ‘‘মিউজিক স্কুল’’-এর একটা গানের কাজ করলাম, তখন ধারণাই ছিল না যে তাতে অভিনয়ের সুযোগও পাব।’
কেন তাঁকেই অভিনয়ের জন্য বেছে নিলেন পরিচালক? শানের কথায়, ‘যখন আমি গান রেকর্ড করছিলাম, পরিচালকের মনে হয়েছিল, চরিত্রটায় আমাকেই সব থেকে ভালো মানাবে। তখন তিনি আমাকে প্রস্তাব দেন।’
সিনেমার গল্প নিয়ে ধারণা ছিলই, এরপর যখন পাপারাও চিত্রনাট্য পড়ে শোনান, রাজি হয়ে যান শান। তিনি জানান, ‘শুটিংয়ের অভিজ্ঞতা বেশ ভালো। সিনেমার বেশির ভাগ অংশ শুট করা হয়েছে ভারতের গোয়ায়।’
শানের অন্তর্ভুক্তি নিয়ে নির্মাতা পাপারাও বলেন, ‘শান যখন সিনেমার জন্য গান রেকর্ড করছিল, তখন ওকে বেশ উৎফুল্ল দেখাচ্ছিল। খুশিতে ওর চোখমুখ উজ্জ্বল হয়ে উঠেছিল। আক্ষরিক অর্থেই নেচে নেচে গাইছিল ও। ব্যস, সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম, যাকে খুঁজছি, আমি তাকেই পেয়ে গেছি।’
শানের বিপুল প্রশংসা করে পরিচালক জানান, ‘শান শুধু একজন অসাধারণ গায়কই নন, একজন স্বতঃস্ফূর্ত, অভিনেতাও। জোর করে কোনো কিছু করার চেষ্টা করতে হয় না তাকে। পাপারাওয়ের কথায়, সব থেকে বড় কথা, ও একজন খুব ভালো মানুষ। ওর ইতিবাচক মানসিকতা এবং উচ্ছল ভাবভঙ্গির জন্যই এ ছবিতে ওকে নিয়েছি।’
জানা গেছে, ১১টি গান থাকবে এই সিনেমায়। এর মধ্যে তিনটি গান ‘সাউন্ড অব মিউজিক’ সিনেমা থেকে নিয়ে নতুন করে সাজানো হয়েছে।
অনেকবার মিউজিক ভিডিওতে দেখা গেলেও এবারই প্রথমবারের মতো বড় পর্দায় দেখা যাবে ভারতের জনপ্রিয় গায়ক শানকে। পাপারাও বিয়ালাস পরিচালিত সংগীতবহুল সিনেমা ‘মিউজিক স্কুল’-এ দেখা যাবে তাঁকে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে।
সিনেমায় সুযোগ পাওয়ায় পরিচালককে কৃতজ্ঞতা জানিয়ে শান বলেন, ‘যখন ‘‘মিউজিক স্কুল’’-এর একটা গানের কাজ করলাম, তখন ধারণাই ছিল না যে তাতে অভিনয়ের সুযোগও পাব।’
কেন তাঁকেই অভিনয়ের জন্য বেছে নিলেন পরিচালক? শানের কথায়, ‘যখন আমি গান রেকর্ড করছিলাম, পরিচালকের মনে হয়েছিল, চরিত্রটায় আমাকেই সব থেকে ভালো মানাবে। তখন তিনি আমাকে প্রস্তাব দেন।’
সিনেমার গল্প নিয়ে ধারণা ছিলই, এরপর যখন পাপারাও চিত্রনাট্য পড়ে শোনান, রাজি হয়ে যান শান। তিনি জানান, ‘শুটিংয়ের অভিজ্ঞতা বেশ ভালো। সিনেমার বেশির ভাগ অংশ শুট করা হয়েছে ভারতের গোয়ায়।’
শানের অন্তর্ভুক্তি নিয়ে নির্মাতা পাপারাও বলেন, ‘শান যখন সিনেমার জন্য গান রেকর্ড করছিল, তখন ওকে বেশ উৎফুল্ল দেখাচ্ছিল। খুশিতে ওর চোখমুখ উজ্জ্বল হয়ে উঠেছিল। আক্ষরিক অর্থেই নেচে নেচে গাইছিল ও। ব্যস, সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম, যাকে খুঁজছি, আমি তাকেই পেয়ে গেছি।’
শানের বিপুল প্রশংসা করে পরিচালক জানান, ‘শান শুধু একজন অসাধারণ গায়কই নন, একজন স্বতঃস্ফূর্ত, অভিনেতাও। জোর করে কোনো কিছু করার চেষ্টা করতে হয় না তাকে। পাপারাওয়ের কথায়, সব থেকে বড় কথা, ও একজন খুব ভালো মানুষ। ওর ইতিবাচক মানসিকতা এবং উচ্ছল ভাবভঙ্গির জন্যই এ ছবিতে ওকে নিয়েছি।’
জানা গেছে, ১১টি গান থাকবে এই সিনেমায়। এর মধ্যে তিনটি গান ‘সাউন্ড অব মিউজিক’ সিনেমা থেকে নিয়ে নতুন করে সাজানো হয়েছে।
প্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
২ মিনিট আগেবিচ্ছেদের পর একাই পালন করছেন মা-বাবার দায়িত্ব। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার ব্যবসায় নামছেন অভিনেত্রী। মা এবং নবজাতকের দরকারি পণ্যের ব্র্যান্ডশপ দিচ্ছেন পরীমনি।
২৩ মিনিট আগেপরদিনই কাকতালীয়ভাবে প্রকাশ্যে আসে বেজিস্ট মোহিনী দের বিবাহবিচ্ছেদের খবর। অনেকে দুইয়ে দুইয়ে চার মেলানো শুরু করেন। কেউ কেউ তো আগবাড়িয়ে এটাও বলে দিয়েছেন, মোহিনীর সঙ্গে সম্পর্ক থাকার কারণেই নাকি বিচ্ছেদ হয়েছে রাহমান-সায়রার!
১ ঘণ্টা আগেআগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
৬ ঘণ্টা আগে