প্রকাশ পেল অর্নব সেনের গাওয়া ‘আন্দাজে’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ০৯
Thumbnail image

গানপাগল মানুষের জন্য সুরেলা খবর নিয়ে এসেছে প্রযোজনা প্রতিষ্ঠান কিছুমিছু। কয়েকদিন আগে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে তাদের প্রথম মিউজিক ভিডিও ‘আন্দাজে’। গানটির কথা লিখেছেন বাংলাদেশের আনিস মোস্তফা, সুর করেছেন কে জিয়া। গানটি গেয়েছেন ভারতীয় গায়ক অর্নব সেন।

‘আন্দাজে’ মিউজিক ভিডিওটি প্রকাশের পর থেকে শ্রোতা-দর্শকরা তাদের ভালো লাগার অনুভূতি জানাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। গানটির সঙ্গে সম্পৃক্ত দুই বাংলার কলাকুশলীদের শুভেচ্ছা জানিয়েছেন অর্নব সেন।

অর্নব সেন পশ্চিমবঙ্গের বাংলা ব্যান্ড ‘প্রান্তর’-এর লিড ভোকাল। গত অক্টোবরে মুক্তি পেয়েছে ব্যান্ডটির ‘শহর’ অ্যালবাম। এ ব্যান্ডের জনপ্রিয় গানের মধ্যে আছে ‘যা দেবী সর্বভূতেষু’, ‘আলেয়া’, ‘বসন্ত আজ রঙিন’ ও ‘ছুটতে ছুটতে থেমে গেছি’।

শুনুন অর্নব সেনের গাওয়া নতুন গান ‘আন্দাজে’:

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত