বিচার না হওয়া পর্যন্ত ঢাবি ও জাবিতে গাইবেন না সানি

বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ২১: ২৪
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ২১: ৫৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে গতকাল বুধবার চোর সন্দেহে তোফাজ্জল নামের এক যুবককে পিটিয়ে মেরেছে আবাসিক ছাত্ররা। অন্যদিকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একদল শিক্ষার্থীর হামলায় আহত বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা শামীম আহমেদ ওরফে শামীম মোল্লা মারা গেছেন। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে সামাজিক মাধ্যম। প্রতিবাদে শামিল হয়েছেন সংগীতশিল্পী আহমেদ হাসান সানি। ফেসবুকে তিনি জানান, এই দুই হত্যার বিচার না হওয়া পর্যন্ত ঢাবি ও জাবিতে গান করবেন না।

ফেসবুকে আহমেদ হাসান সানি লেখেন, ‘এই দুই হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমি আর ঢাবি ও জাবিতে গান করতে বা এমন কোনো কাজে যেতে চাই না। একজন শিল্পী হিসেবে এটা আমার বিবেকের প্রশ্ন। আমি খুনিদের বিচার চাই।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেও সরব ছিলেন আহমেদ হাসান সানি। আন্দোলনের সময় ‘গণদাবি’ শিরোনামে একটি গান গেয়েছেন তিনি। সাঈদ জুবেরীর লেখা গানটি গাওয়ার পাশাপাশি সুরও করেছেন সানি। তিনি বলেন, ‘উত্তাল ছাত্র–জনতার সামনে দাঁড়িয়ে সমস্ত ভয় সাহসে রূপান্তরিত হয়। সেটাই তো আমরা দেখলাম। ছোট ছোট সাহসের কাঠি দিয়েই এত বড় অভ্যুত্থান ঘটেছে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত