জনের মুখোমুখি আফসানা মিমি

বিনোদন প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

ব্যান্ডতারকা জন কবির গত বছর থেকে ইউটিউবে শুরু করেছেন বিশেষ শো ‘আই স্টার্টেট আ পডকাস্ট’। এ শোয়ে তাঁর মুখোমুখি হয়েছিলেন বিভিন্ন অঙ্গনের আলোচিত ব্যক্তিরা। ছিলেন মডেল নোবেল, নুসরাত ফারিয়া, নুহাশ হুমায়ুনসহ অনেকেই।

‘ইন্দালো’ ব্যান্ডের ভোকাল জন কবির জানিয়েছেন, তিনি ‘আই স্টার্টেট আ পডকাস্ট’-এর দ্বিতীয় সিজন শুরু করতে যাচ্ছেন। দ্বিতীয় মৌসুমের শুরুতেই এ শোয়ে দেখা যাবে অভিনেত্রী আফসানা মিমিকে। ফেসবুকে মিমির সঙ্গে নিজের ছবি পোস্ট করে খবরটি জানিয়েছেন জন।

কয়েক বছর পর আবারো ধারাবাহিক নাটক পরিচালনা করছেন আফসানা মিমি। বিটিভিতে প্রচার হচ্ছে তাঁর পরিচালনায় ‘সায়ংকাল’। কথাশিল্পী শওকত আলীর উপন্যাস ‘দক্ষিণায়নের দিন’ অবলম্বনে নির্মিত হচ্ছে এটি। ধারাবাহিকটির নাট্যরূপ দিয়েছেন মনসুর রহমান চঞ্চল ও আফসানা মিমি।

সেলফিতে জন কবির ও আফসানা মিমিঅন্যদিকে জন কবির মাঝে কয়েকবছর অভিনয়ে ব্যস্ত থাকলেও ইদানীং অভিনয়ে একেবারেই দেখা যাচ্ছে না তাঁকে। বরং পুরোপুরি মন দিয়েছেন গান বানানোয়। এখন তিনি কাজ করছেন নিজের একক অ্যালবাম নিয়ে। দীর্ঘ দুই দশকেরও বেশি সময়ের সংগীতজীবনে এবারই প্রথম নিজের একক অ্যালবাম প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন জন। অ্যালবামের নাম হবে ‘অপ্রাসঙ্গিক’। এ অ্যালবামের একটি গান ‘সুখী মানুষের কান্না’ গত জুনে প্রকাশ করেছেন ইউটিউবে।

অভিনয় থেকে দূরে থাকা প্রসঙ্গে জন বলেন, ‘যতক্ষণ ভালো লাগে, যতক্ষণ মায়া থাকে, কাজ করতে কোনো সমস্যা নেই। যখন মায়া ছাপিয়ে বিষয়টিতে অন্য কিছু চলে আসে, তখন মন উঠে যায়। আমার জীবনের একটাই লক্ষ্য, প্রতিনিয়ত নতুন কিছু করা। কোথাও নিজেকে আটকে রাখতে চাই না।’

জন কবির জানিয়েছেন, ‘আই স্টার্টেট আ পডকাস্ট’ এর দ্বিতীয় সিজনে আফসানা মিমি শোনাবেন তাঁর ব্যক্তিগত ও ক্যারিয়ার নিয়ে অনেক অজানা গল্প। এখনকার মিডিয়া পরিস্থিতি নিয়েও কথা বলবেন তিনি। খুব শিগগিরই জন কবিরের ইউটিউব চ্যানেলে শুরু হবে ‘আই স্টার্টেট আ পডকাস্ট’ এর দ্বিতীয় সিজনের প্রচার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত