বিনোদন প্রতিবেদক, ঢাকা
‘বুকের মধ্যে আগুন’ ওয়েব সিরিজে পুলিশ কর্মকর্তা গোলাম মামুন চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন অপূর্ব। আবারও একই চরিত্রে ফিরছেন তিনি। বুকের মধ্যে আগুনের স্পিনঅফ ‘গোলাম মামুন’ সিরিজটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। গল্পে দেখা যাবে, অপরাধীকে আইনের আওতায় আনা পুলিশ কর্মকর্তা গোলাম মামুন এবার নিজেই অপরাধী। নিজেকে নির্দোষ দাবি করলেও কেউ তার কথা বিশ্বাস করছে না। আইন ভেঙে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পালিয়ে বেড়াচ্ছে মামুন।
আজ রোববার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকাশ করা হয় সিরিজটির ট্রেলার। যেখানে উপস্থিত ছিলেন সিরিজের কলাকুশলীরা। অপূর্ব বলেন, ‘আমি সব সময় যে ধরনের চরিত্রে অভিনয় করি সেগুলো থেকে গোলাম মামুন খুবই ভিন্ন ধরনের চরিত্র। ট্রেলারে শুধু একটু ঝলক পাবেন আমার চরিত্রের।’
সিরিজটিতে অপূর্বর সঙ্গে দেখা যাবে সাবিলা নুরকে। তিনি অভিনয় করেছেন রাহি নামের পুলিশ কর্মকর্তা চরিত্রে। সাবিলা বলেন, ‘রাহি চরিত্রের জন্য আমাকে বেশ পরিশ্রম করতে হয়েছে। এখানে এমন কিছু অ্যাকশন দৃশ্য আছে, যেগুলো আমি আগে কখনও করিনি। দর্শক সিরিজটা দেখলে সেটা আন্দাজ করতে পারবে।’
গোলাম মামুন সিরিজে আরও অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, ফখরুল বাশার মাসুম, শারলিন ফারজানা, শরীফ সিরাজ, রাশেদ মামুন, সুষমা সরকার প্রমুখ। ১৩ জুন ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে আট পর্বের এই সিরিজটি।
‘বুকের মধ্যে আগুন’ ওয়েব সিরিজে পুলিশ কর্মকর্তা গোলাম মামুন চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন অপূর্ব। আবারও একই চরিত্রে ফিরছেন তিনি। বুকের মধ্যে আগুনের স্পিনঅফ ‘গোলাম মামুন’ সিরিজটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। গল্পে দেখা যাবে, অপরাধীকে আইনের আওতায় আনা পুলিশ কর্মকর্তা গোলাম মামুন এবার নিজেই অপরাধী। নিজেকে নির্দোষ দাবি করলেও কেউ তার কথা বিশ্বাস করছে না। আইন ভেঙে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পালিয়ে বেড়াচ্ছে মামুন।
আজ রোববার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকাশ করা হয় সিরিজটির ট্রেলার। যেখানে উপস্থিত ছিলেন সিরিজের কলাকুশলীরা। অপূর্ব বলেন, ‘আমি সব সময় যে ধরনের চরিত্রে অভিনয় করি সেগুলো থেকে গোলাম মামুন খুবই ভিন্ন ধরনের চরিত্র। ট্রেলারে শুধু একটু ঝলক পাবেন আমার চরিত্রের।’
সিরিজটিতে অপূর্বর সঙ্গে দেখা যাবে সাবিলা নুরকে। তিনি অভিনয় করেছেন রাহি নামের পুলিশ কর্মকর্তা চরিত্রে। সাবিলা বলেন, ‘রাহি চরিত্রের জন্য আমাকে বেশ পরিশ্রম করতে হয়েছে। এখানে এমন কিছু অ্যাকশন দৃশ্য আছে, যেগুলো আমি আগে কখনও করিনি। দর্শক সিরিজটা দেখলে সেটা আন্দাজ করতে পারবে।’
গোলাম মামুন সিরিজে আরও অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, ফখরুল বাশার মাসুম, শারলিন ফারজানা, শরীফ সিরাজ, রাশেদ মামুন, সুষমা সরকার প্রমুখ। ১৩ জুন ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে আট পর্বের এই সিরিজটি।
সামনে আসে নাগার সঙ্গে শোভিতা ধুলিপালার প্রেমের বিষয়টি। সম্প্রতি এই জুটি বাগদানও সেরে ফেলেছেন। কিছুদিন আগেই প্রাক্বিবাহ অনুষ্ঠানের কিছু ছবি শোভিতা সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। তাঁদের বিয়ের প্রস্তুতির মধ্যে আবারও আলোচনায় প্রাক্তন স্ত্রী সামান্থা।
১৭ ঘণ্টা আগেবলিউডের তারকা অভিনেতা সালমান খানকে আবারও হত্যার হুমকি দেওয়া হয়েছে। পাশাপাশি একই ধরনের হুমকি দেওয়া হয়েছে মহারাষ্ট্রের বিধায়ক ও কিছুদিন আগে গুপ্তহত্যার শিকার বাবা সিদ্দিকির ছেলে জিশান সিদ্দিকিকেও। এই হুমকির পরপরই ২০ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করেছে
১৯ ঘণ্টা আগে‘আমাকে পাঠানো হয়েছে জেলে। সেখানে গিয়ে কি ভালো কিছু শিখব? দিলো তো সব নেশাখোরদের সঙ্গে থাকতে। (সেখানে) আমি প্রচুর গালিগালাজ শিখেছি। ওরা সারাক্ষণ এ-ই করত।’
১ দিন আগেনতুন জীবন শুরু করলেন মডেল ও অভিনেত্রী সুজানা জাফর। গত ২২ আগস্ট দুবাইপ্রবাসী সৈয়দ হকের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। সৈয়দ হক পেশায় ব্যবসায়ী। সুজানা জানিয়েছেন, প্রেম করে নয়, এটি পারিবারিক বিয়ে। তবে তাঁদের পরিচয় সাত বছরের। বিয়ের পর হানিমুনে যাননি, বরং স্বামীর সঙ্গে ওমরাহ পালন করেছেন বলে জানালে
১ দিন আগে