Ajker Patrika

বন্ধ হচ্ছে ‘কি করে বলব তোমায়’

বিনোদন প্রতিবেদক
আপডেট : ০৫ মে ২০২১, ১৬: ৪৩
বন্ধ হচ্ছে ‘কি করে বলব তোমায়’

ঢাকা: জি বাংলার ধারাবাহিক ‘কি করে বলব তোমায়’–এর ৩০০ পর্ব পেরিয়েছে। এরই মধ্যে শোনা যাচ্ছে, বন্ধ হয়ে যেতে পারে ধারাবাহিকটি। এর প্রধান কারণ টিআরপি। গত কয়েক সপ্তাহ ধরে টিআরপির শীর্ষ পাঁচে জায়গা হচ্ছে না। এ নিয়ে হতাশায় ধারাবাহিকটির ক্রিয়েটিভ টিম।

ধারাবাহিকটি বন্ধ হওয়ার গুঞ্জন জোরালো হচ্ছে আরেকটি কারণে। ‘কি করে বলব তোমায়’ দিয়ে ভালোই জনপ্রিয়তা পেয়েছেন ‘কর্ণ’ চরিত্রের ক্রুশল আহুজা। একই চ্যানেলে ‘দীপ জ্বেলে যাই’–এর হিন্দি রিমেক হচ্ছে। তাতেও অভিনয় করবেন তিনি। ক্রুশলের বিপরীতে দেখা যাবে মুম্বাইয়ের অভিনেত্রী আঁচল গোস্বামীকে। হিন্দি ধারাবাহিক হলেও এর শুটিং হবে কলকাতায়। শোনা যাচ্ছে, ভারতের করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই ক্যামেরা চালু হবে ‘দীপ জ্বেলে যাই’–এর হিন্দি রিমেকের।

নতুন কাজ শুরু হলে স্বাভাবিকভাবেই তিনি আর ‘কি করে বলব তোমায়’ ধারাবাহিকে সময় দিতে পারবেন না। তবে কি কর্ণের চরিত্রে নতুন কেউ আসবেন? সেটির সম্ভাবনা অনেকটাই কম বলে আভাস দিয়েছে ধারাবাহিকটির প্রযোজনা সংস্থা শশী-সুমিত মিত্তাল প্রোডাকশন।

এর আগেও কয়েকবার এই ধারাবাহিক বন্ধ হওয়ার গুঞ্জন উঠেছে। শুরুর দিকে ভালোই জনপ্রিয়তা পেয়েছিল এটি। কিন্তু যত দিন গেছে, ততই যেন দর্শকদের আগ্রহ হারিয়েছে। টিআরপির শীর্ষ অবস্থান থেকে ছিটকে পড়েছে। গল্প ও প্রচারের সময় বদলেও কোনো লাভ হয়নি।

‘কি করে বলব তোমায়’ ধারাবাহিকের মূল আকর্ষণ কর্ণ-রাধিকার জমাট প্রেম। ফ্যাশন ডিজাইনার রাধিকা বিয়ের দিন লগ্নভ্রষ্টা হয়। এরপর রাধিকা কর্ণের কোম্পানিতে চাকরি শুরু করে। তৈরি হয় তাদের বন্ধুত্ব। তারপর প্রেম। তারপর বিয়ে। বিয়ের পর রাধিকা ও কর্ণের মধ্যে তৈরি হয় ভুল বোঝাবুঝি। শুরু হয় টানাপোড়েন। পরিবারের চাপে আলাদা হয়ে যেতে হয় দুজনকে।

পরবর্তী সময়ে গল্প এগিয়ে যায় পাঁচ বছর। তখন রাধিকা ও কর্ণ আলাদা থাকে। অনেক জল ঘোলা করে শেষ পর্যন্ত সেনবাড়িতে ফিরতে পেরেছে রাধিকা। রাধিকা চরিত্রে অভিনয় করছেন স্বস্তিকা দত্ত।

জি বাংলায় প্রতি সোম থেকে শুক্রবার বাংলাদেশ সময় রাত ১১টায় প্রচারিত হচ্ছে ধারাবাহিক ‘কি করে বলব তোমায়’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত