Ajker Patrika

শান্টু-পূর্ণায় মুগ্ধ দর্শক

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৪: ১০
শান্টু-পূর্ণায় মুগ্ধ দর্শক

কলকাতার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘খেলাঘর’। স্টার জলসায় সোম থেকে রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় প্রচারিত হয় ধারাবাহিকটি। গতকাল সিরিয়ালটির ৩০০তম পর্ব প্রচারিত হয়েছে। এই ধারাবাহিকে মূল চরিত্রে অভিনয় করছেন সিরিয়াল জগতের পরিচিত মুখ সৈয়দ আরেফিন ও নবাগতা স্বীকৃতি মজুমদার। সিরিয়ালে শান্টু চরিত্রে অভিনয় করছেন আরেফিন ও পূর্ণা চরিত্রে স্বীকৃতি।

সৈয়দ আরেফিন ও স্বীকৃতি মজুমদারশান্টু আর পূর্ণার প্রেমের কাহিনিতে সাজানো খেলাঘরের গল্প। গল্পের নায়ক শান্টু সাধারণ নিম্নবিত্ত পরিবারের ছেলে, স্বভাবে বদমেজাজি, রাগী কিন্তু মেধাবী। অর্থ না থাকলেও তার এবং তার পরিবারের যেটা রয়েছে, সেটা হলো আত্মসম্মান। অন্যদিকে পূর্ণা বড়লোক বাবার সুন্দরী মেয়ে। কিন্তু এই গল্পে শান্টু-পূর্ণার প্রেমকাহিনি যেন সমাজের বাঁধাধরা আর্থসামাজিক অবস্থার বিরুদ্ধে সোচ্চার। সমাজ বদলের ডাক। গত বছর শুরু হওয়া এই ধারাবাহিক এখন টিআরপির তালিকায় সেরা ১০-এ পাকা জায়গা করে নিয়েছে। এই সিরিয়ালের মাধ্যমেই স্বীকৃতির অভিনয়ে হাতেখড়ি।

স্বীকৃতি মজুমদারস্বীকৃতি কলকাতার মডেলিং জগতে পরিচিত এক নাম। দীর্ঘ সময় র‍্যাম্প মাতিয়েছেন নিজ গুণে। গত বছর এক সৌন্দর্য প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান পেয়ে লাইমলাইটে উঠে আসেন তিনি।

সৈয়দ আরেফিন এর আগে ‘ইরাবতির চুপকথা’ সিরিয়ালে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত