Ajker Patrika

কাদাপানির কারণে আহত হাতিটির কাছে যেতে পারছে না উদ্ধারকারী যান, চলছে চিকিৎসা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কাদাপানির কারণে আহত হাতিটির কাছে যেতে পারছে না উদ্ধারকারী যান, চলছে চিকিৎসা

রেললাইনে ট্রেনে আঘাত পাওয়া বন্য হাতিটির কাছাকাছি কোনো যানবাহন যেতে পারছে না। তবে সুচিকিৎসা ও সার্বক্ষণিক পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিশেষ নির্দেশনায় চিকিৎসাসহ ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় এড়ানো এবং হাতিটির নিরাপত্তার জন্য যথাযথ ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ।

আজ সোমবার রাতে এক বিশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর এ তথ্য জানান।

তিনি জানান, আশপাশে মাটি নরম থাকায় কক্সবাজারের চুনতি অভয়ারণ্য রেঞ্জ সংলগ্ন ঢাকা–কক্সবাজার রেললাইনে আঘাতপ্রাপ্ত মাদি হাতিটিকে উদ্ধারে কোনো যানবাহন যেতে পারছে না।

পরিবেশ মন্ত্রণালয় গঠিত সাফারি পার্কের চিকিৎসা দলের নেতৃত্বে আছেন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস ইউনিভার্সিটির অধ্যাপক ডা. বিবেক চন্দ্র সূত্রধর। তাঁর পরামর্শ অনুযায়ী সাফারি পার্কের ভেটেরিনারি অফিসার, তাঁর সহকারী এবং দুজন মাহুত আহত হাতিটির চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।

হাতিটিকে সাফারি পার্কে স্থানান্তরের জন্য ক্রেনসহ যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে হাতিটির কাছাকাছি প্রায় ২০০ মিটার এলাকায় গভীর পানি এবং টানা বর্ষণে সেখানকার মাটি নরম থাকায় ক্রেন কিংবা কোনো যানবাহন হাতিটির কাছাকাছি পৌঁছাতে পারছে না। বাংলাদেশ রেলওয়ের সহযোগিতা চাওয়া হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ আগামীকাল মঙ্গলবার সকালে রিলিফ ট্রেনের মাধ্যমে সহযোগিতার আশ্বাস দিয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত