অনলাইন ডেস্ক
কয়েক বছরের ব্যর্থ প্রচেষ্টার পর অবশেষে বিজ্ঞানীরা দেড় ফুট লম্বা বিরল প্রজাতির ইঁদুরের ছবি তুলতে পেরেছেন। সলোমন দ্বীপপুঞ্জের এই ইঁদুর শুধু বড়ই নয়, এর চোয়ালও খুব শক্ত। এরা শক্ত নারকেলও কাটতে পারে। বিজ্ঞান বিষয়ক ওয়েবসাইট লাইভ সায়েন্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
বিশাল আকৃতির এই ইঁদুর ভাঙ্গুনু জায়ান্ট নামে পরিচিত। ছয় বছর আগে বাণিজ্যিক কাঠ ব্যবসায়ীরা গাছ কেটে ফেললে একটি মৃত ইঁদুরও পড়ে থাকতে দেখেন কর্মীরা। ওই সময় সলোমন দ্বীপপুঞ্জের গবেষকেরা সেই প্রথম একটি ভাঙ্গুনু জায়ান্ট নথিভুক্ত করেন।
প্রশান্ত মহাসাগরে অস্ট্রেলিয়ার উত্তর–পূর্বে অবস্থিত সলোমন দ্বীপপুঞ্জের ভাঙ্গুনু দ্বীপে বনের মাঝে গবেষক দলটি রাতের বেলা সুস্বাদু টোপ ও ক্যামেরা পেতে রেখে চারটি ইঁদুরের ছবি তুলতে সক্ষম হন। এসব ইঁদুর সাধারণ ইঁদুরের চেয়ে প্রায় চার গুন বড়।
গত ২০ নভেম্বর ইকোলজি অ্যান্ড ইভোলিউশন জার্নালে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, বিশাল আকৃতি, লম্বা লেজ ও খুব ছোট কানের কারণে ভাঙ্গুনু জায়ান্টদের স্পষ্টভাবেই চিহ্নিত করা যায়।
অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইউনিভার্সিটির মেরুদণ্ডী প্রাণিবিজ্ঞানের প্রভাষক ও গবেষণা প্রতিবেদনের প্রধান লেখক টাইরন ল্যাভেরি এক বিবৃতিতে বলেন, ‘প্রথমবারের মতো ভাঙ্গুনু জায়ান্টদের ছবি ধারণ, এই বিলুপ্তির হুমকিতে থাকা প্রজাতিটির জন্য অত্যন্ত ইতিবাচক খবর।’
স্থানীয় জাইরা সম্প্রদায় ভাঙ্গুনু জায়ান্টের অবস্থান চিহ্নিত করতে গবেষকদের সাহায্য করেছে। সলোমন দ্বীপপুঞ্জের ঘন জঙ্গল ও বাস্তুসংস্থান সম্পর্কে এই সম্প্রদায়ের গভীর জ্ঞান রয়েছে। তাঁরাই ইঁদুরগুলোর আবাস্থলে গবেষকদের ক্যামেরার ফাঁদ পাততে সহায়তা করেন।
গবেষণায় বলা হয়, ‘সব ছবি গভীর রাতে তোলা হয় এবং মধ্যরাতের দিকে ইঁদুরগুলোর চলাফেরা দেখা যায়।’ গবেষকেরা তিলের তেল দিয়ে ইঁদুরগুলোকে প্রলুব্ধ করেছিলেন। গবেষকেরা মনে করেন, তিলের তেলের জন্যই ভাঙ্গুনু জায়ান্টের ছবি তোলা সম্ভব হয়েছে। কারণ এর আগে পিনাট বাটার (চীনাবাদামের মাখন) ব্যবহার করলে ফাঁদে শুধু কালো ইঁদুরের দেখা মিলেছিল।
ল্যাভেরি বলেন, এক জটিল সময়ে ছবিগুলো ধারণা করা সম্ভব হলো। বাণিজ্যিকভাবে গাছ কেটে বন ধ্বংস হওয়ার কারণে ইঁদুরগুলো শিগগিরই বিলুপ্ত হতে পারে। ২০১৭ সালে এই প্রজাতির ইঁদুর প্রথম চিহ্নিত করা হয়।
গত বছর বাণিজ্যিকভাবে গাছ কাটার অনুমতি দেয় সলোমন দ্বীপপুঞ্জের সরকার। ল্যাভরি বলেন, জাইরাতে বাণিজ্যিকভাবে গাছ কাটার অনুমতি দেওয়া হয়েছে এবং আর এই গাছ কাটা চলতে থাকলে শিগগিরই ভাঙ্গুনু জায়ান্ট বিলুপ্ত হয়ে যাবে।
জাইরা সম্প্রদায়ের প্রতিনিধিরা সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছেন। এই ছবিগুলো বিপন্ন প্রজাতিটির বিলুপ্তি ঠেকাতে সহায়ক হবে বলে আশা করছেন গবেষক ল্যাভেরি।
কয়েক বছরের ব্যর্থ প্রচেষ্টার পর অবশেষে বিজ্ঞানীরা দেড় ফুট লম্বা বিরল প্রজাতির ইঁদুরের ছবি তুলতে পেরেছেন। সলোমন দ্বীপপুঞ্জের এই ইঁদুর শুধু বড়ই নয়, এর চোয়ালও খুব শক্ত। এরা শক্ত নারকেলও কাটতে পারে। বিজ্ঞান বিষয়ক ওয়েবসাইট লাইভ সায়েন্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
বিশাল আকৃতির এই ইঁদুর ভাঙ্গুনু জায়ান্ট নামে পরিচিত। ছয় বছর আগে বাণিজ্যিক কাঠ ব্যবসায়ীরা গাছ কেটে ফেললে একটি মৃত ইঁদুরও পড়ে থাকতে দেখেন কর্মীরা। ওই সময় সলোমন দ্বীপপুঞ্জের গবেষকেরা সেই প্রথম একটি ভাঙ্গুনু জায়ান্ট নথিভুক্ত করেন।
প্রশান্ত মহাসাগরে অস্ট্রেলিয়ার উত্তর–পূর্বে অবস্থিত সলোমন দ্বীপপুঞ্জের ভাঙ্গুনু দ্বীপে বনের মাঝে গবেষক দলটি রাতের বেলা সুস্বাদু টোপ ও ক্যামেরা পেতে রেখে চারটি ইঁদুরের ছবি তুলতে সক্ষম হন। এসব ইঁদুর সাধারণ ইঁদুরের চেয়ে প্রায় চার গুন বড়।
গত ২০ নভেম্বর ইকোলজি অ্যান্ড ইভোলিউশন জার্নালে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, বিশাল আকৃতি, লম্বা লেজ ও খুব ছোট কানের কারণে ভাঙ্গুনু জায়ান্টদের স্পষ্টভাবেই চিহ্নিত করা যায়।
অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইউনিভার্সিটির মেরুদণ্ডী প্রাণিবিজ্ঞানের প্রভাষক ও গবেষণা প্রতিবেদনের প্রধান লেখক টাইরন ল্যাভেরি এক বিবৃতিতে বলেন, ‘প্রথমবারের মতো ভাঙ্গুনু জায়ান্টদের ছবি ধারণ, এই বিলুপ্তির হুমকিতে থাকা প্রজাতিটির জন্য অত্যন্ত ইতিবাচক খবর।’
স্থানীয় জাইরা সম্প্রদায় ভাঙ্গুনু জায়ান্টের অবস্থান চিহ্নিত করতে গবেষকদের সাহায্য করেছে। সলোমন দ্বীপপুঞ্জের ঘন জঙ্গল ও বাস্তুসংস্থান সম্পর্কে এই সম্প্রদায়ের গভীর জ্ঞান রয়েছে। তাঁরাই ইঁদুরগুলোর আবাস্থলে গবেষকদের ক্যামেরার ফাঁদ পাততে সহায়তা করেন।
গবেষণায় বলা হয়, ‘সব ছবি গভীর রাতে তোলা হয় এবং মধ্যরাতের দিকে ইঁদুরগুলোর চলাফেরা দেখা যায়।’ গবেষকেরা তিলের তেল দিয়ে ইঁদুরগুলোকে প্রলুব্ধ করেছিলেন। গবেষকেরা মনে করেন, তিলের তেলের জন্যই ভাঙ্গুনু জায়ান্টের ছবি তোলা সম্ভব হয়েছে। কারণ এর আগে পিনাট বাটার (চীনাবাদামের মাখন) ব্যবহার করলে ফাঁদে শুধু কালো ইঁদুরের দেখা মিলেছিল।
ল্যাভেরি বলেন, এক জটিল সময়ে ছবিগুলো ধারণা করা সম্ভব হলো। বাণিজ্যিকভাবে গাছ কেটে বন ধ্বংস হওয়ার কারণে ইঁদুরগুলো শিগগিরই বিলুপ্ত হতে পারে। ২০১৭ সালে এই প্রজাতির ইঁদুর প্রথম চিহ্নিত করা হয়।
গত বছর বাণিজ্যিকভাবে গাছ কাটার অনুমতি দেয় সলোমন দ্বীপপুঞ্জের সরকার। ল্যাভরি বলেন, জাইরাতে বাণিজ্যিকভাবে গাছ কাটার অনুমতি দেওয়া হয়েছে এবং আর এই গাছ কাটা চলতে থাকলে শিগগিরই ভাঙ্গুনু জায়ান্ট বিলুপ্ত হয়ে যাবে।
জাইরা সম্প্রদায়ের প্রতিনিধিরা সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছেন। এই ছবিগুলো বিপন্ন প্রজাতিটির বিলুপ্তি ঠেকাতে সহায়ক হবে বলে আশা করছেন গবেষক ল্যাভেরি।
বিশ্বের বিভিন্ন দেশে জলবায়ু পরিবর্তন, পরিবেশ ও প্রাণ প্রকৃতি নিয়ে কাজ করা সাংবাদিকদের সমন্বয়ে গঠিত হয়েছে গ্লোবাল ক্লাইমেট মিডিয়া নেটওয়ার্ক (জিসিএমএন)। হাবিবুর রহমানকে (একাত্তর টিভি, বাংলাদেশ) আহ্বায়ক এবং আশেকিন প্রিন্সকে (চ্যানেল ২৪, বাংলাদেশ) সদস্যসচিব করে জিসিএমএন ১১ সদস্যের একটি নির্বাহী কমিটি গঠ
৪৩ মিনিট আগেএবারের জলবায়ু পরিবর্তন সম্মেলনকে ‘কপ অব দ্য ফিন্যান্স’ বা অর্থায়নের কপ বলা হলেও সেটি কেবল কাগজে-কলমেই ঠেকেছে। ক্ষতিপূরণ হিসেবে উন্নয়নশীল দেশগুলো বার্ষিক ১ দশমিক ৩ ট্রিলিয়ন মার্কিন ডলারের জলবায়ু ক্ষতিপূরণের যে দাবি জানিয়েছিল, সম্মেলনের ১১তম দিনেও সেই সম্ভাবনা তৈরি হয়নি। এমনকি বিগত বছরগুলোর ক্ষতিপূ
৯ ঘণ্টা আগেকার বাতাসে দূষণের মাত্রা বেড়েছে। বাতাসের মান সূচকে আজ ঢাকা দূষণের মাত্রা ১৯৫, যা অস্বাস্থ্যকর। অন্যদিকে একদিন পরই আবারও বায়ুদূষণের শীর্ষে ভারতের রাজধানী দিল্লি। এর পরে আছে পাকিস্তানের লাহোর। এ ছাড়া শীর্ষ পাঁচ দেশের মধ্যে রয়েছে ইজিপট ও চীন...
১০ ঘণ্টা আগেপাঁচ বছর আগে প্লাস্টিক দূষণ রোধের লক্ষ্যে উচ্চ পর্যায়ের এক জোট গড়ে তুলেছিল বিশ্বের শীর্ষস্থানীয় তেল ও রাসায়নিক কোম্পানিগুলো। কিন্তু নতুন তথ্য বলছে, এই সময়ের মধ্যে কোম্পানিগুলো যে পরিমাণ নতুন প্লাস্টিক উৎপাদন করেছে, তা তাদের অপসারিত বর্জ্যের তুলনায় ১ হাজার গুণ বেশি।
১ দিন আগে