ঝড় হতে পারে চলতি মাসের মাঝামাঝি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৩ মে ২০২৩, ১৩: ৪২

এ বছরের এপ্রিল দেশের সবচেয়ে উষ্ণতম মাস নামকরণের সার্থকতা বজায় রেখেছে। স্বাভাবিক বৃষ্টিপাতের চেয়ে ৬৬ দশমিক ৪ শতাংশ বৃষ্টি কম হয়েছে এপ্রিলে। ফলে তীব্র দাবদাহে ভুগেছে মানুষ ও প্রাণিকুল। তবে চলতি মে মাসে কালবৈশাখী, বজ্রসহ বৃষ্টি, তাপপ্রবাহের সঙ্গে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের এক মাস মেয়াদি মে মাসের পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি মাসের দ্বিতীয় সপ্তাহে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন মঙ্গলবার আজকের পত্রিকাকে বলেন, এই মাসের ৪ বা ৫ তারিখ পর্যন্ত বৃষ্টি হবে দেশের বিভিন্ন অঞ্চলে। এরপর তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকবে। ৮ থেকে ১৪ মের মধ্যে লঘুচাপ তৈরি এবং এরপর নিম্নচাপ থেকে ঝড় সৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশের পশ্চিমাঞ্চলে ১টি তীব্র তাপপ্রবাহ, যা ৪০ ডিগ্রি সেলসিয়াস থেকে বেশি এবং দেশের অন্য অঞ্চলে ১ থেকে ২টি মৃদু, যা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ও মাঝারি ৩৮ থেকে ৪০ সেলসিয়াসের মধ্যে তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা সামান্য বেশি থাকতে পারে।

মনোয়ার হোসেন বলেন, ৬ বা ৭ মে থেকে সারা দেশে ও ৪ মের পর বিক্ষিপ্তভাবে বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা বাড়তে শুরু করলে ৮ মের দিকে লঘুচাপের সৃষ্টি শুরু হবে। আর লঘুচাপ সৃষ্টি হলে ভূমি থেকে মেঘ ওই লঘুচাপ তৈরির প্রক্রিয়ায় চলে যাবে। এতে সূর্যকিরণ বেশি অনুভূত হবে ওই সময়ে। তখন গরম বেশি থাকবে। তিনি বলেন, যদি দ্বিতীয় সপ্তাহে লঘুচাপ কেটে যায়, তাহলে এরপর আবার গরম অনুভূত হবে।

এ ছাড়া মে মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ মাসে দেশে ১ থেকে ৩ দিন বজ্র, শিলাবৃষ্টিসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী এবং ৩ থেকে ৫ দিন বন্ধ ও শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের কালবৈশাখী হতে পারে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত