দেশের প্রথম জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক থিয়েটার সংস্থা ‘অ্যাক্ট-বাংলাদেশ’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। ঢাকার উত্তরায় রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পারফর্মও আর্টসকে একটি মাধ্যম হিসেবে ব্যবহার করার ক্ষেত্রে অ্যাক্ট-বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বাংলাদেশ জাতিসংঘ সমিতির সেক্রেটারি জেনারেল অধ্যাপক ড. ডক্টর সৈয়দ মোহাম্মদ শাহেদ, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় জনসাধারণকে সচেতন করতে পারফর্মও আর্টসের গুরুত্ব তুলে ধরেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জলবায়ু সচেতনতা বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এসথার ফেরি-কেনিংটন (ভার্চ্যুয়ালি, চেয়ার এবং কো-ফাউন্ডার, ল্যানক্যাশায়ার আর্টস নেটওয়ার্ক ফর ডেভেলপিং সাসটেইনেবিলিটি, যুক্তরাজ্য, রবিন লায়ন্স, কো-আর্টিস্টিক ডিরেক্টর, এরগন থিয়েটার কোম্পানি, যুক্তরাজ্য, ড. সাইদুর রহমান, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, নাট্যকলা বিভাগ, রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়, শাহমান মৈশান, সহযোগী অধ্যাপক, থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
এ ছাড়া অনুষ্ঠানে ক্লাইমেট থিয়েটার: ‘ড্রট ইন দ্য ফেইট অফ ফারমার’ পরিবেশিত হয়। নাটকটি রচনা করেছেন নজরুল সৈয়দ, নির্দেশনা দিয়েছেন আব্দুর রাজ্জাক, নৃত্য পরিচালনা করেছেন বন্ধন সাহা, পরিবেশনায় রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থীবৃন্দ।
অ্যাক্ট বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, “থিয়েটারের মানুষের আবেগকে জাগিয়ে তোলার, উপলব্ধিকে চ্যালেঞ্জ করার এবং কর্মকে অনুপ্রাণিত করার ক্ষমতা রয়েছে। অ্যাক্ট বাংলাদেশের মাধ্যমে, আমরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করেছি যা শুধুমাত্র জলবায়ু পরিবর্তনের বিধ্বংসী প্রভাব গুলিকে দেখায় না বরং জনসাধারণকে একটি টেকসই আগামীর দিকে কল্পনা ও কাজ করার ক্ষমতাও দেয়।”
অ্যাক্ট বাংলাদেশের বৈশ্বিক গ্লোবাল ক্লাইমেট অ্যাকশন অংশীদার যুক্তরাজ্যের ‘ল্যাঙ্কাশায়ার আর্টস নেটওয়ার্ক ফর ডেভেলপিং সাসটেইনেবিলিটি (ল্যান্ডস) ’ এবং ‘এরগন থিয়েটার’, প্রাতিষ্ঠানিক অংশীদার ‘নাট্যকলা বিভাগ, রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়’, জলবায়ু পরিবর্তন ও জনস্বাস্থ্য সচেতনতা বিষয়ক অংশীদার ‘হেলথ সিকিউরিটি ফাউন্ডেশন, কারিগরি অংশীদার ‘বাইটকুইল’।
’অ্যাক্ট-বাংলাদেশ’ হচ্ছে বাংলাদেশের প্রথম ক্লাইমেট কেন্দ্রিক থিয়েটার সংস্থা। একটি টেকসই আগামী নির্মাণ করতে এই সংস্থা ক্লাইমেট থিয়েটার, ক্লাইমেট ওয়ার্কশপ, ক্লাইমেট রিসার্চ, এবং ক্লাইমেট ও হেলথ নিয়ে কাজ করছে। জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করণে ক্রমাগত সচেতনতা, কর্ম-পন্থা ও পলিসি নির্মাণের ক্ষেত্রে জোরদার অনুঘটক হিসেবে কাজ করবে এই ’অ্যাক্ট-বাংলাদেশ’।
দেশের প্রথম জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক থিয়েটার সংস্থা ‘অ্যাক্ট-বাংলাদেশ’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। ঢাকার উত্তরায় রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পারফর্মও আর্টসকে একটি মাধ্যম হিসেবে ব্যবহার করার ক্ষেত্রে অ্যাক্ট-বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বাংলাদেশ জাতিসংঘ সমিতির সেক্রেটারি জেনারেল অধ্যাপক ড. ডক্টর সৈয়দ মোহাম্মদ শাহেদ, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় জনসাধারণকে সচেতন করতে পারফর্মও আর্টসের গুরুত্ব তুলে ধরেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জলবায়ু সচেতনতা বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এসথার ফেরি-কেনিংটন (ভার্চ্যুয়ালি, চেয়ার এবং কো-ফাউন্ডার, ল্যানক্যাশায়ার আর্টস নেটওয়ার্ক ফর ডেভেলপিং সাসটেইনেবিলিটি, যুক্তরাজ্য, রবিন লায়ন্স, কো-আর্টিস্টিক ডিরেক্টর, এরগন থিয়েটার কোম্পানি, যুক্তরাজ্য, ড. সাইদুর রহমান, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, নাট্যকলা বিভাগ, রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়, শাহমান মৈশান, সহযোগী অধ্যাপক, থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
এ ছাড়া অনুষ্ঠানে ক্লাইমেট থিয়েটার: ‘ড্রট ইন দ্য ফেইট অফ ফারমার’ পরিবেশিত হয়। নাটকটি রচনা করেছেন নজরুল সৈয়দ, নির্দেশনা দিয়েছেন আব্দুর রাজ্জাক, নৃত্য পরিচালনা করেছেন বন্ধন সাহা, পরিবেশনায় রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থীবৃন্দ।
অ্যাক্ট বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, “থিয়েটারের মানুষের আবেগকে জাগিয়ে তোলার, উপলব্ধিকে চ্যালেঞ্জ করার এবং কর্মকে অনুপ্রাণিত করার ক্ষমতা রয়েছে। অ্যাক্ট বাংলাদেশের মাধ্যমে, আমরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করেছি যা শুধুমাত্র জলবায়ু পরিবর্তনের বিধ্বংসী প্রভাব গুলিকে দেখায় না বরং জনসাধারণকে একটি টেকসই আগামীর দিকে কল্পনা ও কাজ করার ক্ষমতাও দেয়।”
অ্যাক্ট বাংলাদেশের বৈশ্বিক গ্লোবাল ক্লাইমেট অ্যাকশন অংশীদার যুক্তরাজ্যের ‘ল্যাঙ্কাশায়ার আর্টস নেটওয়ার্ক ফর ডেভেলপিং সাসটেইনেবিলিটি (ল্যান্ডস) ’ এবং ‘এরগন থিয়েটার’, প্রাতিষ্ঠানিক অংশীদার ‘নাট্যকলা বিভাগ, রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়’, জলবায়ু পরিবর্তন ও জনস্বাস্থ্য সচেতনতা বিষয়ক অংশীদার ‘হেলথ সিকিউরিটি ফাউন্ডেশন, কারিগরি অংশীদার ‘বাইটকুইল’।
’অ্যাক্ট-বাংলাদেশ’ হচ্ছে বাংলাদেশের প্রথম ক্লাইমেট কেন্দ্রিক থিয়েটার সংস্থা। একটি টেকসই আগামী নির্মাণ করতে এই সংস্থা ক্লাইমেট থিয়েটার, ক্লাইমেট ওয়ার্কশপ, ক্লাইমেট রিসার্চ, এবং ক্লাইমেট ও হেলথ নিয়ে কাজ করছে। জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করণে ক্রমাগত সচেতনতা, কর্ম-পন্থা ও পলিসি নির্মাণের ক্ষেত্রে জোরদার অনুঘটক হিসেবে কাজ করবে এই ’অ্যাক্ট-বাংলাদেশ’।
দেশের বিভিন্ন বিভাগে আজ শনিবারসহ ৫ দিন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই সময়ে সারা দেশেই দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
১৫ ঘণ্টা আগেবাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী এলাকায় প্রতি দশকে বা আরও বেশি ঘন ঘন এমন সব ভায়াবহ ঝোড়ো জোয়ার আঘাত হানবে যা আগে কখনো হয়নি। গবেষকেরা এমন ঝোড়ো জোয়ারকে বলছেন ওয়ানে ‘ইন অ্যা সেঞ্চুরি’ বা শতাব্দীতে ঘটে এমন ঝোড়ো জোয়ার। ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১৮ ঘণ্টা আগেরাজধানী ঢাকার বায়ুমানে ব্যাপক উন্নতি হয়েছে। গতকাল শুক্রবার যেখানে ঢাকার বায়ুমান ছিল ১৩৪, আজ শনিবার তা ব্যাপক কমে নেমে এসেছে মাত্র ৫৪-তে। অর্থাৎ, রাজধানী শহরের বায়ু আজ সহনীয় পর্যায়েই আছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় বেশ খানিকটা বৃষ্টির পর ঢাকার বাতাসে এই উন্নতির দেখা মিলল।
২০ ঘণ্টা আগেনবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধি ও জলবায়ু ন্যায়বিচারের মাধ্যমে ভবিষ্যৎ সুরক্ষার দাবিতে তিন হাজার তরুণকে নিয়ে প্রতীকী প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে পরিবেশবাদী সংগঠন ভলান্টিয়ার ফর এনভায়রনমেন্ট ইন্টারন্যাশনাল (ভিএফই)। আজ শুক্রবার (১১ এপ্রিল) সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউ সড়কে এই
১ দিন আগে