তিন জেলায় বন্যা সতর্কতা, রোববার থেকে কমতে পারে বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ১৭: ৩৯
Thumbnail image

মৌসুমি বায়ু সক্রিয় থাকার ফলে দেশের সব বিভাগেই চার দিন ধরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টির ফলে ময়মনসিংহ, জামালপুর ও নেত্রকোনা জেলায় বন্যার আশঙ্কার কথা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আবহাওয়ায় অধিদপ্তর বলছে, আরও দুই দিন বৃষ্টিপাত চলবে। আগামী রোববার থেকে বৃষ্টির প্রবণতা একটু কমতে পারে। 

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান আজকের পত্রিকাকে বলেন, ময়মনসিংহ বিভাগের ভুগাই–কংস, সোমেশ্বরী ও জিঞ্জিরাম নদীগুলোর পানি বৃদ্ধি পাচ্ছে এবং ভুগাই নদী শেরপুর জেলার নাকুয়াগাঁও পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টায় ভুগাই-কংস, সোমেশ্বরী ও জিঞ্জিরাম নদীগুলোর পানি বৃদ্ধি পেতে পারে এবং শেরপুরের ভুগাই নদীর ভাটিতে নেত্রকোনার কংস নদ এবং জামালপুরের জিঞ্জিরাম নদী বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এর ফলে ভুগাই ও কংস নদসংলগ্ন শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা এবং জিঞ্জিরাম নদীসংলগ্ন জামালপুর জেলার কতিপয় নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। 

তবে বৃষ্টির প্রভাব কমে যাবে দুই দিনের মধ্যে উল্লেখ করে তিনি বলেন, পরবর্তী দুই দিনে নদীগুলোর পানি হ্রাস পেতে পারে এবং বিপৎসীমার নিচে প্রবাহিত হতে পারে। 

আবহাওয়ার তথ্য অনুযায়ী আজ শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ময়মনসিংহ ও নেত্রকোনাতে ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এ সময় ঢাকায় ১২ মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হয়েছে। 

এদিকে বন্যার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের প্রধান নদীগুলো সারিগোয়াইন, যাদুকাটা ও মনু নদের পানি বৃদ্ধি পাচ্ছে। অপর দিকে খোয়াই ও ধলাই নদের পানি স্থিতিশীল আছে এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পরবর্তী দুই দিনে নদীগুলোর পানি হ্রাস পেতে পারে। 

চট্টগ্রাম বিভাগের গোমতী নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। অপর দিকে সাঙ্গু, মুহুরি, হালদা, ফেনী ও মাতামুহুরি নদীর পানি হ্রাস পাচ্ছে এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। 

আবহাওয়া সংস্থাগুলোর তথ্যানুযায়ী, আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগ ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের (২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার) প্রবণতা রয়েছে, যার পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম বিভাগের এসব নদীর পানি বৃদ্ধি পেতে পারে। তবে এই পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। পরবর্তী দুই দিনে নদীগুলোর পানি হ্রাস পেতে পারে। 

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় বাংলাদেশ ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর পরিপ্রেক্ষিতে আগামী তিন দিন পর্যন্ত বরিশাল ও খুলনা বিভাগের উপকূলীয় নদীগুলো স্বাভাবিকের থেকে কিছুটা অধিক উচ্চতার জোয়ার পরিলক্ষিত হতে পারে। 

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, মৌসুমি বায়ু সক্রিয়তার কারণে বৃষ্টি হচ্ছে। জামালপুর ও ময়মনসিংহ অঞ্চলে বৃষ্টিপাত বেশি হচ্ছে। রোববার থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে। অক্টোবর মাসের মাঝামাঝিতে মৌসুমি বায়ু বিদায় নেবে। তাই আগামী কয়েক দিন কমবেশি বৃষ্টি থাকবে। 

ওমর ফারুক বলেন, সাগরে আজ বিকেলের পরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। তবে এটি এক দিনের মধ্যেই স্থলে উঠে আসবে। নিম্নচাপে পরিণত হবে না। 

বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে, রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদের পানি বৃদ্ধি পাচ্ছে এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। 

ঢাকা জেলা এবং এর চারপাশের প্রধান নদীগুলো—-বুড়িগঙ্গা, টঙ্গী খাল, তুরাগ ও বালু নদীর পানি সমতল স্থিতিশীল রয়েছে। আবহাওয়া সংস্থাসমূহের তথ্যানুযায়ী, আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত ঢাকা বিভাগে ভারী বৃষ্টিপাতের (২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার) প্রবণতা রয়েছে। আগামী পাঁচ দিন পর্যন্ত ঢাকা জেলা এবং এর চারপাশের নদীগুলোর পানি সমতলে ধীর গতিতে বৃদ্ধিসহ বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত