নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হিমেল বাতাস আর ঘন কুয়াশায় দেশজুড়ে বাড়ছে শীতের তীব্রতা। রাজশাহীসহ উত্তরবঙ্গের পাবনা, নওগাঁ ও কুড়িগ্রামে জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। এদিকে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
হাড় কাঁপানো শীতে দেশের ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি বিপদে পড়েছে। গবাদিপশু নিয়েও বিপাকে পড়েছে প্রান্তিক কৃষক ও খামারিরা। শীত নিবারণের জন্য গরম কাপড়ের দোকানে এখন উপচে পড়া ভিড়। দাম চড়া হলেও মানুষ বাধ্য হয়েই কিনছে গরম কাপড়। এদিকে ছিন্নমূল শীতার্ত মানুষদের কেউ কেউ শীতবস্ত্র বিতরণ করেছে।
দিনাজপুরের হিলি বাজারের কাপড় দোকানের কর্মী রুবেল হোসেন বলেন, ‘সকাল ৯টার মধ্যে বাজারে এসে দোকান খুলতে হয়। কিন্তু গত কয়েক দিন থেকে তীব্র শীতের কারণে সাইকেল চালিয়ে আসতে আমাদের খুব কষ্ট হচ্ছে।’
রিকশাচালক ইয়াসিন মোল্লা বলেন, ‘একেতো শীতের কারণে রিকশা চালানো কষ্টকর হয়ে পড়েছে। তবুও পেটের তাগিদে বের হই। শীতের কারণে রাস্তায় তেমন যাত্রী নেই। আগে যেখানে ৪-৫শ টাকা আয় হতো এখন সেখানে ১ থেকে দেড়শো টাকার চেয়ে কম হয়।’
গতকাল বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে ৯ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস থাকলেও, আজ বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজশাহীতে ৯ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস। এছাড়া আজ বৃহস্পতিবার অন্য দিনের তুলনায় দেশের বিভিন্ন অঞ্চল ছিল বেশি কুয়াশাচ্ছন্ন। এতে বিভিন্ন জেলায় দিনের বেলাতেও সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলোকে চলাচল করতে হচ্ছে।
এদিকে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঘন কুয়াশা থাকায় সৈয়দপুর বিমানবন্দরে ওঠানামা বন্ধ ছিল অভ্যন্তরীণ রুটের সকল ফ্লাইট। সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন আজকের পত্রিকাকে জানান, ‘বৃহস্পতিবার এখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস। উত্তর-পশ্চিম দিক আসা প্রতি ঘণ্টায় বাতাসের গতি বেগ ছিল ১৮ কিলোমিটার। ঘন কুয়াশার কারণে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল।’
আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া আকাশ কিছুটা মেঘলা থাকবে। সেই সঙ্গে সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আজ বৃহস্পতিবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাজশাহী, পাবনা, নওগাঁ ও কুড়িগ্রামে জেলার মৃদু শৈত্যপ্রবাহ কিছু এলাকায় প্রশমিত হতে পারে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের উত্তরাঞ্চলসহ তিন বিভাগে বৃষ্টির প্রবণতা রয়েছে। তবে আগামী পাঁচ দিনের মধ্যে সারা দেশের বৃষ্টি আশঙ্কা রয়েছে। বৃষ্টি পরবর্তী সময়ে তাপমাত্রা আরও কমতে পারে।’
হিমেল বাতাস আর ঘন কুয়াশায় দেশজুড়ে বাড়ছে শীতের তীব্রতা। রাজশাহীসহ উত্তরবঙ্গের পাবনা, নওগাঁ ও কুড়িগ্রামে জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। এদিকে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
হাড় কাঁপানো শীতে দেশের ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি বিপদে পড়েছে। গবাদিপশু নিয়েও বিপাকে পড়েছে প্রান্তিক কৃষক ও খামারিরা। শীত নিবারণের জন্য গরম কাপড়ের দোকানে এখন উপচে পড়া ভিড়। দাম চড়া হলেও মানুষ বাধ্য হয়েই কিনছে গরম কাপড়। এদিকে ছিন্নমূল শীতার্ত মানুষদের কেউ কেউ শীতবস্ত্র বিতরণ করেছে।
দিনাজপুরের হিলি বাজারের কাপড় দোকানের কর্মী রুবেল হোসেন বলেন, ‘সকাল ৯টার মধ্যে বাজারে এসে দোকান খুলতে হয়। কিন্তু গত কয়েক দিন থেকে তীব্র শীতের কারণে সাইকেল চালিয়ে আসতে আমাদের খুব কষ্ট হচ্ছে।’
রিকশাচালক ইয়াসিন মোল্লা বলেন, ‘একেতো শীতের কারণে রিকশা চালানো কষ্টকর হয়ে পড়েছে। তবুও পেটের তাগিদে বের হই। শীতের কারণে রাস্তায় তেমন যাত্রী নেই। আগে যেখানে ৪-৫শ টাকা আয় হতো এখন সেখানে ১ থেকে দেড়শো টাকার চেয়ে কম হয়।’
গতকাল বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে ৯ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস থাকলেও, আজ বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজশাহীতে ৯ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস। এছাড়া আজ বৃহস্পতিবার অন্য দিনের তুলনায় দেশের বিভিন্ন অঞ্চল ছিল বেশি কুয়াশাচ্ছন্ন। এতে বিভিন্ন জেলায় দিনের বেলাতেও সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলোকে চলাচল করতে হচ্ছে।
এদিকে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঘন কুয়াশা থাকায় সৈয়দপুর বিমানবন্দরে ওঠানামা বন্ধ ছিল অভ্যন্তরীণ রুটের সকল ফ্লাইট। সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন আজকের পত্রিকাকে জানান, ‘বৃহস্পতিবার এখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস। উত্তর-পশ্চিম দিক আসা প্রতি ঘণ্টায় বাতাসের গতি বেগ ছিল ১৮ কিলোমিটার। ঘন কুয়াশার কারণে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল।’
আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া আকাশ কিছুটা মেঘলা থাকবে। সেই সঙ্গে সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আজ বৃহস্পতিবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাজশাহী, পাবনা, নওগাঁ ও কুড়িগ্রামে জেলার মৃদু শৈত্যপ্রবাহ কিছু এলাকায় প্রশমিত হতে পারে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের উত্তরাঞ্চলসহ তিন বিভাগে বৃষ্টির প্রবণতা রয়েছে। তবে আগামী পাঁচ দিনের মধ্যে সারা দেশের বৃষ্টি আশঙ্কা রয়েছে। বৃষ্টি পরবর্তী সময়ে তাপমাত্রা আরও কমতে পারে।’
মাঘের প্রথম সপ্তাহ চললেও দেশে শীতের অনুভূতি রয়েছে শুধু উত্তরাঞ্চলে। রাজধানী শহর ঢাকায় তো কয়েক দিন ধরে শীত তেমন বোঝাই যাচ্ছে না। তবে এরই মধ্যে আজ রোববার থেকে আবার শৈত্যপ্রবাহ বইতে শুরু করেছে। আজ উত্তরের শেষ প্রান্তের পঞ্চগড় ও কুড়িগ্রাম জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
৩ ঘণ্টা আগেসারা দেশে আজ শীত আরেকটু বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কমতে পারে তাপমাত্রা। দেশের উত্তরাঞ্চলের দুই জেলায় চলমান শৈত্যপ্রবাহও অব্যাহত থাকতে পারে আশঙ্কা করা হচ্ছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে...
১৩ ঘণ্টা আগেবায়ুদূষণজনিত স্বাস্থ্য সমস্যায় প্রতিবছর বহু মানুষ মারা যায়। জীবাশ্ম জ্বালানি থেকে বায়ুদূষণ প্রতিবছর বিশ্বব্যাপী ৫২ লাখ মানুষের মৃত্যুর কারণ বলে ২০২৩ সালের নভেম্বরে ব্রিটিশ মেডিকেল জার্নালে (বিএমজে) প্রকাশিত একটি সমীক্ষায় তুলে ধরা হয়...
১৭ ঘণ্টা আগেঅতি মুনাফা ও বাজার অর্থনীতিই পরিবেশ ধ্বংসের মূল কারণ বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক রেহমান সোবহান। তিনি বলেছেন, আইনের যথাযথ বাস্তবায়নের অভাবে পরিবেশ সুরক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। এই জন্য সম্মিলিত প্রচেষ্টা ও উদ্যোগ প্রয়োজন। তবে সবার আগে এ বিষয়ে করণীয়...
২ দিন আগে