Ajker Patrika

কলমাকান্দায় উদ্ধার হওয়া মায়া হরিণ দুর্গাপুরের বনে অবমুক্ত

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ১৪ জুন ২০২৪, ১৭: ৫৬
কলমাকান্দায় উদ্ধার হওয়া মায়া হরিণ দুর্গাপুরের বনে অবমুক্ত

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী বন থেকে লোকালয়ে বেরিয়ে আসা একটি হরিণ আটক করে স্থানীয়রা। পরে খবর পেয়ে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) লেঙ্গুড়া বিওপি টহল দল। উদ্ধার হওয়া পর মায়া হরিণকে বনে অবমুক্ত করেছে বন বিভাগ ও স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য এনিমেলস অব সুসংয়ের স্বেচ্ছাসেবকেরা। 

গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের তারানগর এলাকায় শিশির মারাকের বাড়ির কাছ থেকে এই হরিণটি উদ্ধার করা হয়। পরে
সন্ধ্যায় লেঙ্গুড়া বিজিবির কাছ থেকে বুঝে নেয় বন বিভাগ ও স্বেচ্ছাসেবীরা। তারপর রাতেই দুর্গাপুরের গহিন বনে হরিণটিকে অবমুক্ত করা হয়। তবে বিজিবির সদস্যরা কাদের কাছে থেকে পেয়েছে বা আটক করেছে, এ তথ্য পাওয়া যায়নি। 

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, এটিকে গণেশ্বরী নদীর তারানগর এলাকায় স্থানীয় কয়েক যুবক দেখতে পেয়ে তাড়া করেন। দীর্ঘক্ষণ তাড়া করার পর একজন হরিণটি ধরে বাড়ি নিয়ে যান। এ সময় বিওপির একটি টহল দল প্রাণীটিকে দেখেই উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়। খবরটি জানতে পেয়ে প্রাণীটিকে উদ্ধারের তৎপরতা শুরু করে স্থানীয় পরিবেশ ও বন্য প্রাণী রক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবকেরা। 

স্থানীয় স্বেচ্ছাসেবক ও বন বিভাগ জানায়, বিভিন্ন রকমের সাপ, বানর জাতীয় প্রাণী বন উজাড়সহ খাদ্যসংকট ও নানা কারণে আজকাল লোকালয়ে চলে আসলেও কলমাকান্দা দুর্গাপুর দিয়ে কোনো ধরনের বাঘ, হরিণজাতীয় প্রাণী আসেনি কোনো দিন। অথবা আসা সম্ভবও নয়। তবে সীমান্ত এলাকা দিয়ে চোরাচালানসহ নানা কারণে বিলুপ্ত প্রজাতির প্রাণীও দেখা মিলছে বর্তমান সময়ে। সম্প্রতি একটি মহাবিপন্ন প্রাণী বনরুই উদ্ধার করেছে স্বেচ্ছাসেবকেরা। ধারণা করা হয়, এগুলো পাচারের সময় ধরা পড়ে। 

সেভ দ্য এনিমেলস অব সুসংয়ের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুল হক সুমন বলেন, ‘আমরা সংবাদ পাওয়ার পর স্থানীয় বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে মায়া হরিণটিকে উদ্ধার করি। উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসার শেষে তাৎক্ষণিক প্রাণীটিকে গহিন বনে ছেড়ে দিই।’ 
তিনি বন্য প্রাণী রক্ষায় সাধারণ মানুষকে সচেতন ও আন্তরিক হওয়ার আহ্বান জানান। 

সংগঠনের সাংগঠনিক সম্পাদক সুশান্ত প্রসাদ জানান, এ পর্যন্ত তাঁরা প্রথমবারের মতো মায়া হরিণসহ মোট ৫১টি উদ্ধার অভিযান করেছেন। 
তার মধ্যে সাপ, বানরসহ বিলুপ্ত প্রজাতির বিভিন্ন রকমের প্রাণী রয়েছে। 

বন বিভাগের দুর্গাপুর রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী বলেন, ‘আমরা স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য এনিমেলস অফ সুসংয়ের স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিয়ে হরিণটিকে উদ্ধার করে বনে অবমুক্ত করেছে। দুর্গাপুর ও কলমাকান্দায় হরিণ তেমন একটা দেখা যায় না বলেও জানিয়েছেন তিনি। 

এ ব্যাপারে লেঙ্গুড়া বিওপির কোনো বিজিবির সদস্যের সঙ্গেই কথা বলা সম্ভব হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত