অনলাইন ডেস্ক
হিমালয় পর্বতের পাদদেশে অবস্থিত চীনের তিব্বতের শিগাতসে শহরের কাছে ৭ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। চীনের আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টার এই বিষয়টি জানিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা-ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল নেপালে লোবুচে এলাকা। এই শক্তিশালী ভূমিকম্পের তীব্রতা টের পাওয়া গেছে নেপাল, ভারত ও বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকেও।
চীনের আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছ, স্থানীয় সময় আজ মঙ্গলবার সকাল ৯টা ৫ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়।
ভারত ও নেপালের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই ভূমিকম্পের ফলে শক্তিশালী কম্পন নেপালের রাজধানী কাঠমান্ডুতেও অনুভূত হয়েছে। উৎপত্তিস্থল থেকে এই শহরটি প্রায় ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত। খবরে বলা হয়েছে, ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে, কাঠমান্ডু বাসিন্দারা দল দলে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন ভয়ে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল নেপালের লোবুচে এলাকায়। এটি চীনের তিব্বতের পাহাড়ি সীমান্তের কাছে অবস্থিত। তবে উৎপত্তিস্থল তিব্বত বা নেপাল হলেও এর প্রভাব অনুভূত হয়েছে বাংলাদেশেও।
এর মাত্র চার দিন আগেও ভূমিকম্পে কেঁপে উঠেছিল দেশ। এবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এ ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিকভাবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আজ মঙ্গলবার সকাল ৭টা ৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
এদিকে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ঢাকা থেকে ৬১৮ কিলোমিটার দূরে চীনের একটি অঞ্চলে। এর আগে, গত ৩ জানুয়ারি রাজধানী ঢাকা-সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেল এর মাত্রা ছিল ৫।
হিমালয় পর্বতের পাদদেশে অবস্থিত চীনের তিব্বতের শিগাতসে শহরের কাছে ৭ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। চীনের আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টার এই বিষয়টি জানিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা-ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল নেপালে লোবুচে এলাকা। এই শক্তিশালী ভূমিকম্পের তীব্রতা টের পাওয়া গেছে নেপাল, ভারত ও বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকেও।
চীনের আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছ, স্থানীয় সময় আজ মঙ্গলবার সকাল ৯টা ৫ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়।
ভারত ও নেপালের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই ভূমিকম্পের ফলে শক্তিশালী কম্পন নেপালের রাজধানী কাঠমান্ডুতেও অনুভূত হয়েছে। উৎপত্তিস্থল থেকে এই শহরটি প্রায় ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত। খবরে বলা হয়েছে, ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে, কাঠমান্ডু বাসিন্দারা দল দলে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন ভয়ে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল নেপালের লোবুচে এলাকায়। এটি চীনের তিব্বতের পাহাড়ি সীমান্তের কাছে অবস্থিত। তবে উৎপত্তিস্থল তিব্বত বা নেপাল হলেও এর প্রভাব অনুভূত হয়েছে বাংলাদেশেও।
এর মাত্র চার দিন আগেও ভূমিকম্পে কেঁপে উঠেছিল দেশ। এবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এ ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিকভাবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আজ মঙ্গলবার সকাল ৭টা ৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
এদিকে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ঢাকা থেকে ৬১৮ কিলোমিটার দূরে চীনের একটি অঞ্চলে। এর আগে, গত ৩ জানুয়ারি রাজধানী ঢাকা-সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেল এর মাত্রা ছিল ৫।
বায়ুদূষণজনিত স্বাস্থ্য সমস্যায় প্রতিবছর বহু মানুষ মারা যায়। জীবাশ্ম জ্বালানি থেকে বায়ুদূষণ প্রতিবছর বিশ্বব্যাপী ৫২ লাখ মানুষের মৃত্যুর কারণ বলে ২০২৩ সালের নভেম্বরে ব্রিটিশ মেডিকেল জার্নালে (বিএমজে) প্রকাশিত একটি সমীক্ষায় তুলে ধরা হয়। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গৃহস্থালি ও পারিপার্শ্বিক বায়ুদ
৫ ঘণ্টা আগেপরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক (ইআইবি) পরিবেশ সুরক্ষায় বাংলাদেশকে সহায়তা দেবে।
১৭ ঘণ্টা আগেঢাকার বাতাসের দূষণের মাত্রা এখনো ক্ষতিকর পর্যায়েই রয়ে গেছে। আজ মঙ্গলবার দূষিত শহরের বৈশ্বিক সূচকে ২১৪ বায়ুমান নিয়ে বিশ্বের ১২৫টি শহরের মধ্যে দ্বিতীয় স্থানে আছে ঢাকা। গতকাল সোমবার ঢাকা ছিল প্রথম স্থানে। তালিকায় অবস্থার সামান্য উন্নতি হলেও বায়ুমানে কোনো পরিবর্তন আসেনি বললেই চলে। ঢাকার বায়ু খুবই অস্বাস
১ দিন আগেপান্থকুঞ্জ পার্কে এক্সপ্রেসওয়ের প্রস্তাবিত র্যাম্প নির্মাণের সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)। আজ সোমবার পবার সাধারণ সম্পাদক মেসবাহ উদ্দিন আহমেদ সুমন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।
২ দিন আগে