ঢাকাসহ ৩ বিভাগে আজও ভারী বৃষ্টির আভাস, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত 

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ১১: ৪৮
আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ১২: ১৭

আজ সারা দেশে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া ঢাকা, ময়মনসিংহ ও সিলেটের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

আজ শনিবার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

উপপরিচালকের পক্ষে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, সিলেট, ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায়; বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঢাকা, ময়মনসিংহ ও সিলেটের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে। 

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে ৩৫৮ মিলিমিটার। গতকাল দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল পটুয়াখালীতে ৩৩ দশমিক ৮ ডিগ্রি, সর্বনিম্ন তাপমাত্রা ছিল নিকলিতে ২৩ ডিগ্রি সেলসিয়াস।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত