অনলাইন ডেস্ক
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও পাশের আন্দামান সাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে আজ সোমবার সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। এটি ঘূর্ণিঝড় মোখায় রূপ নেবে কি না, তা এই মূহূর্তে নিশ্চিতভাবে বলা না গেলেও আবহাওয়ার সর্বশেষ গতি-প্রকৃতি সেই আভাসই দিচ্ছে।
আজ সকাল ৯টায় পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপটির বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও এর আশপাশে অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে।
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণাবর্ত শক্তি বেড়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা প্রবল। এই ঘূর্ণাবর্তই শক্তি বাড়িয়ে আজ সকালে নিম্নচাপে পরিণত হতে পারে এবং আন্দামান সাগের প্রভাব ফেলতে পারে। ওই নিম্নচাপ আগামী বুধবারের মধ্যে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে ভারতের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। ওডিশা ও পশ্চিমবঙ্গের উপকূলে এর জোরালো প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
ভারতের আবহাওয়া দপ্তরের মহাপরিচালক মৃত্যুঞ্জয় মহাপাত্র বলছেন, বুধবার নিম্নচাপ থেকে মোখার জন্ম নিতে পারে। শুরুতে পূর্ব উপকূলের দিকে এগোবে মোখা। পরে ডান হাতি বাঁক নিয়ে বাংলাদেশ-মিয়ানমারের দিকে এগিয়ে যেতে পারে। এটি কোথায় আঘাত হানতে পারে সে বিষয়ে কোনো ধারণা এখনো মিলেনি।
ভারতের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ আন্দামানে ৮০-৯০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কাল মঙ্গলবারও থাকবে সেই হাওয়ার দাপট। এর মধ্যেই জেলেদের গভীর সমুদ্র থেকে ফিরে আসতে বলা হয়েছে।
তবে আমেরিকা ও ইউরোপের আবহাওয়া সংস্থা জানাচ্ছে, ১৪ মে বাংলাদেশ ও মায়ানমার উপকূলে স্থলভাগে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। ইতিমধ্যেই মোখার মোকাবিলায় তুঙ্গে প্রস্তুতি।
পূর্বাভাসে বলা হয়, ঘূর্ণাবর্তের প্রভাবে আজ ৮ মে নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামান সাগরে। ৯ মে আরেকটু ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। তারপর এটা উত্তর দিকে এগোতে শুরু করবে। বঙ্গোপসাগরের মধ্যবর্তী স্থানে ও উত্তর আন্দামান সাগরে পৌঁছে ঘূর্ণিঝড়ে পরিণত হবে।
ঘূর্ণিঝড় মোখার প্রভাব আজ থেকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে পড়তে পারে। আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত আন্দামানে সমুদ্র তীরের সব বিনোদনমূলক ব্যবস্থা বন্ধ রাখতে বলা হয়েছে। পর্যটকদের সমুদ্রে নামার ক্ষেত্রে জারি হয়েছে নিষেধাজ্ঞা। জেলেদেরও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শুধু তা-ই নয়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আজ ও আগামীকাল বৃষ্টির সঙ্গেই আন্দামানে ৬০-৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে।
যুক্তরাষ্ট্রের জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারের এক পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই লঘুচাপ থেকে গুরুতর ক্রান্তীয় ঘূর্ণিঝড় রূপ নেওয়ার আশঙ্কা খুবই ক্ষীণ।
ঘূর্ণিঝড়ের নাম ‘মোখা’ কেন
বিশ্ব আবহাওয়া সংস্থা ও জাতিসংঘের যৌথ প্যানেল ডব্লিউএমও/এসকাপ-এর ‘প্যানেল অন ট্রপিকল সাইক্লোন’ ১৩টি দেশের সুপারিশ মোতাবেক ঘূর্ণিঝড়ের নাম ঠিক করে। ১৬৯টি নামের প্রস্তাব দেওয়া হয়। প্রতিটি দেশই নামকরণের সুযোগ পায়।
কোনো ব্যক্তি বা দেশ যাতে আঘাত না পায়, এমনভাবেই নামকরণ করতে হয় ঘূর্ণিঝড়ের। এবারের ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে ইয়েমেন। লোহিত সাগরের উপকূলবর্তী দেশটির একটি বন্দরনগরীর ইংরেজি নাম ‘Mocha’। নগরী গোটা বিশ্বে কফি রপ্তানির জন্যও বিখ্যাত। আর তাই ইয়েমেন ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে মোখা।
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও পাশের আন্দামান সাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে আজ সোমবার সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। এটি ঘূর্ণিঝড় মোখায় রূপ নেবে কি না, তা এই মূহূর্তে নিশ্চিতভাবে বলা না গেলেও আবহাওয়ার সর্বশেষ গতি-প্রকৃতি সেই আভাসই দিচ্ছে।
আজ সকাল ৯টায় পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপটির বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও এর আশপাশে অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে।
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণাবর্ত শক্তি বেড়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা প্রবল। এই ঘূর্ণাবর্তই শক্তি বাড়িয়ে আজ সকালে নিম্নচাপে পরিণত হতে পারে এবং আন্দামান সাগের প্রভাব ফেলতে পারে। ওই নিম্নচাপ আগামী বুধবারের মধ্যে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে ভারতের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। ওডিশা ও পশ্চিমবঙ্গের উপকূলে এর জোরালো প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
ভারতের আবহাওয়া দপ্তরের মহাপরিচালক মৃত্যুঞ্জয় মহাপাত্র বলছেন, বুধবার নিম্নচাপ থেকে মোখার জন্ম নিতে পারে। শুরুতে পূর্ব উপকূলের দিকে এগোবে মোখা। পরে ডান হাতি বাঁক নিয়ে বাংলাদেশ-মিয়ানমারের দিকে এগিয়ে যেতে পারে। এটি কোথায় আঘাত হানতে পারে সে বিষয়ে কোনো ধারণা এখনো মিলেনি।
ভারতের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ আন্দামানে ৮০-৯০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কাল মঙ্গলবারও থাকবে সেই হাওয়ার দাপট। এর মধ্যেই জেলেদের গভীর সমুদ্র থেকে ফিরে আসতে বলা হয়েছে।
তবে আমেরিকা ও ইউরোপের আবহাওয়া সংস্থা জানাচ্ছে, ১৪ মে বাংলাদেশ ও মায়ানমার উপকূলে স্থলভাগে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। ইতিমধ্যেই মোখার মোকাবিলায় তুঙ্গে প্রস্তুতি।
পূর্বাভাসে বলা হয়, ঘূর্ণাবর্তের প্রভাবে আজ ৮ মে নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামান সাগরে। ৯ মে আরেকটু ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। তারপর এটা উত্তর দিকে এগোতে শুরু করবে। বঙ্গোপসাগরের মধ্যবর্তী স্থানে ও উত্তর আন্দামান সাগরে পৌঁছে ঘূর্ণিঝড়ে পরিণত হবে।
ঘূর্ণিঝড় মোখার প্রভাব আজ থেকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে পড়তে পারে। আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত আন্দামানে সমুদ্র তীরের সব বিনোদনমূলক ব্যবস্থা বন্ধ রাখতে বলা হয়েছে। পর্যটকদের সমুদ্রে নামার ক্ষেত্রে জারি হয়েছে নিষেধাজ্ঞা। জেলেদেরও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শুধু তা-ই নয়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আজ ও আগামীকাল বৃষ্টির সঙ্গেই আন্দামানে ৬০-৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে।
যুক্তরাষ্ট্রের জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারের এক পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই লঘুচাপ থেকে গুরুতর ক্রান্তীয় ঘূর্ণিঝড় রূপ নেওয়ার আশঙ্কা খুবই ক্ষীণ।
ঘূর্ণিঝড়ের নাম ‘মোখা’ কেন
বিশ্ব আবহাওয়া সংস্থা ও জাতিসংঘের যৌথ প্যানেল ডব্লিউএমও/এসকাপ-এর ‘প্যানেল অন ট্রপিকল সাইক্লোন’ ১৩টি দেশের সুপারিশ মোতাবেক ঘূর্ণিঝড়ের নাম ঠিক করে। ১৬৯টি নামের প্রস্তাব দেওয়া হয়। প্রতিটি দেশই নামকরণের সুযোগ পায়।
কোনো ব্যক্তি বা দেশ যাতে আঘাত না পায়, এমনভাবেই নামকরণ করতে হয় ঘূর্ণিঝড়ের। এবারের ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে ইয়েমেন। লোহিত সাগরের উপকূলবর্তী দেশটির একটি বন্দরনগরীর ইংরেজি নাম ‘Mocha’। নগরী গোটা বিশ্বে কফি রপ্তানির জন্যও বিখ্যাত। আর তাই ইয়েমেন ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে মোখা।
বিশ্বের বিভিন্ন দেশে জলবায়ু পরিবর্তন, পরিবেশ ও প্রাণ প্রকৃতি নিয়ে কাজ করা সাংবাদিকদের সমন্বয়ে গঠিত হয়েছে গ্লোবাল ক্লাইমেট মিডিয়া নেটওয়ার্ক (জিসিএমএন)। হাবিবুর রহমানকে (একাত্তর টিভি, বাংলাদেশ) আহ্বায়ক এবং আশেকিন প্রিন্সকে (চ্যানেল ২৪, বাংলাদেশ) সদস্যসচিব করে জিসিএমএন ১১ সদস্যের একটি নির্বাহী কমিটি গঠ
৮ ঘণ্টা আগেএবারের জলবায়ু পরিবর্তন সম্মেলনকে ‘কপ অব দ্য ফিন্যান্স’ বা অর্থায়নের কপ বলা হলেও সেটি কেবল কাগজে-কলমেই ঠেকেছে। ক্ষতিপূরণ হিসেবে উন্নয়নশীল দেশগুলো বার্ষিক ১ দশমিক ৩ ট্রিলিয়ন মার্কিন ডলারের জলবায়ু ক্ষতিপূরণের যে দাবি জানিয়েছিল, সম্মেলনের ১১তম দিনেও সেই সম্ভাবনা তৈরি হয়নি। এমনকি বিগত বছরগুলোর ক্ষতিপূ
১৭ ঘণ্টা আগেকার বাতাসে দূষণের মাত্রা বেড়েছে। বাতাসের মান সূচকে আজ ঢাকা দূষণের মাত্রা ১৯৫, যা অস্বাস্থ্যকর। অন্যদিকে একদিন পরই আবারও বায়ুদূষণের শীর্ষে ভারতের রাজধানী দিল্লি। এর পরে আছে পাকিস্তানের লাহোর। এ ছাড়া শীর্ষ পাঁচ দেশের মধ্যে রয়েছে ইজিপট ও চীন...
১৮ ঘণ্টা আগেপাঁচ বছর আগে প্লাস্টিক দূষণ রোধের লক্ষ্যে উচ্চ পর্যায়ের এক জোট গড়ে তুলেছিল বিশ্বের শীর্ষস্থানীয় তেল ও রাসায়নিক কোম্পানিগুলো। কিন্তু নতুন তথ্য বলছে, এই সময়ের মধ্যে কোম্পানিগুলো যে পরিমাণ নতুন প্লাস্টিক উৎপাদন করেছে, তা তাদের অপসারিত বর্জ্যের তুলনায় ১ হাজার গুণ বেশি।
১ দিন আগে