নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশে এখন কোথাও তেমন তাপপ্রবাহ নেই। তবুও গরমে হাঁসফাঁস অবস্থা। আজ শনিবার সকাল ৬টায় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ। শিগগিরই এই ভ্যাপসা গরম কমার তেমন সুখবরও নেই। আবহাওয়াবিদেরা বলছেন, বর্ষা আসার আগমুহূর্তে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায়। এর কারণে গরমের অস্বস্তিও বাড়ে।
এপ্রিলের টানা তাপপ্রবাহের পর মে মাসের শুরুতে বৃষ্টি কিছুটা স্বস্তি দিলেও মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ চলে মে মাসের ২২ তারিখ পর্যন্ত। এরপর ২৬ তারিখে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে গরমের অস্বস্তি কাটলেও গত বুধবার থেকে আবার গরমের অস্বস্তি ফিরে আসে।
আজ শনিবার দুপুরে হাতিরঝিল ও মহানগর সংযোগ সড়কে রাইড শেয়ারিং সার্ভিসের চালক শেখ খলিল আজকের পত্রিকাকে বলেন, ‘বাইক চালিয়েও শান্তি নেই। গরম বাতাস আর ঘামে অস্বস্তি লাগে। অ্যাপ বন্ধ রেখেছি। একটু জিরিয়ে নিচ্ছি। গত কয়েক দিন আকাশ মেঘলা, তবে গরমে অস্বস্তি বেশি।’
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, দেশে এখন ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় মৃদু তাপপ্রবাহ রয়েছে। তবে গতকাল শুক্রবার পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পটুয়াখালীর খেপুপাড়ায় ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকার তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সারা দেশেই গতকালের তাপমাত্রা ৩০ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই রয়েছে। মৃদু তাপপ্রবাহ হতে তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস পার হতে হবে। ৩৬ ডিগ্রির নিচে তাপমাত্রা থাকলেও গরমে অস্বস্তি সেই এপ্রিলের মতোই অনুভূত হচ্ছে। অনেক ক্ষেত্রে অনুভূত তাপমাত্রা দেখাচ্ছে ৩৮ বা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
এদিকে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় ঢাকার তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। দেশের বেশির ভাগ জায়গায় তাপমাত্রা ৩৪ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস মধ্যে রয়েছে। আজ সকাল ৬টায় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ। সন্ধ্যা ৬টায় এটি ৬১ শতাংশ রেকর্ড করা হয়।
আবহাওয়া অধিদপ্তর বলছে, গরমের এই অনুভূতি থাকবে কিছুদিন। অন্তত বর্ষা মৌসুম শুরু হওয়ার আগ পর্যন্ত বজায় থাকবে এই পরিস্থিতি। আবহাওয়াবিদেরা বলছেন, রিমালে টানা দুই দিন বৃষ্টির কারণে বাতাসে ও মাটিতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়েছে। আর এতে করে শরীরের ঘাম শুকাচ্ছে না, অস্বস্তি লাগছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘বর্ষা আসার আগ মুহূর্তে (প্রি মনসুন) থেকে বর্ষার সময়ে প্রবেশ এর আগের এই সময়টাতে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায়। এর কারণে গরমের অস্বস্তিও বাড়ে। বাতাসে এখন প্রায় ৯০ শতাংশ জলীয় বাষ্পের উপস্থিতি রয়েছে।’
জলীয় বাষ্পই হচ্ছে আর্দ্রতা। এই আর্দ্রতার কারণে শরীর থেকে অতিরিক্ত তাপ ঘামের সাহায্যে বের হয়ে যেতে পারে না। তাই গরমের মাত্রা বেড়ে যায় আরও বেশি।
এদিকে আজ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে মৌসুমি বায়ু ঢাকা, বরিশাল, রংপুর, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী ও চট্টগ্রাম পর্যন্ত অগ্রসর হয়েছে। রোববারের মধ্যে সারা দেশে ছড়িয়ে যাওয়ার মতো পরিস্থিতি আছে।
দেশে এখন কোথাও তেমন তাপপ্রবাহ নেই। তবুও গরমে হাঁসফাঁস অবস্থা। আজ শনিবার সকাল ৬টায় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ। শিগগিরই এই ভ্যাপসা গরম কমার তেমন সুখবরও নেই। আবহাওয়াবিদেরা বলছেন, বর্ষা আসার আগমুহূর্তে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায়। এর কারণে গরমের অস্বস্তিও বাড়ে।
এপ্রিলের টানা তাপপ্রবাহের পর মে মাসের শুরুতে বৃষ্টি কিছুটা স্বস্তি দিলেও মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ চলে মে মাসের ২২ তারিখ পর্যন্ত। এরপর ২৬ তারিখে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে গরমের অস্বস্তি কাটলেও গত বুধবার থেকে আবার গরমের অস্বস্তি ফিরে আসে।
আজ শনিবার দুপুরে হাতিরঝিল ও মহানগর সংযোগ সড়কে রাইড শেয়ারিং সার্ভিসের চালক শেখ খলিল আজকের পত্রিকাকে বলেন, ‘বাইক চালিয়েও শান্তি নেই। গরম বাতাস আর ঘামে অস্বস্তি লাগে। অ্যাপ বন্ধ রেখেছি। একটু জিরিয়ে নিচ্ছি। গত কয়েক দিন আকাশ মেঘলা, তবে গরমে অস্বস্তি বেশি।’
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, দেশে এখন ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় মৃদু তাপপ্রবাহ রয়েছে। তবে গতকাল শুক্রবার পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পটুয়াখালীর খেপুপাড়ায় ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকার তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সারা দেশেই গতকালের তাপমাত্রা ৩০ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই রয়েছে। মৃদু তাপপ্রবাহ হতে তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস পার হতে হবে। ৩৬ ডিগ্রির নিচে তাপমাত্রা থাকলেও গরমে অস্বস্তি সেই এপ্রিলের মতোই অনুভূত হচ্ছে। অনেক ক্ষেত্রে অনুভূত তাপমাত্রা দেখাচ্ছে ৩৮ বা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
এদিকে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় ঢাকার তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। দেশের বেশির ভাগ জায়গায় তাপমাত্রা ৩৪ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস মধ্যে রয়েছে। আজ সকাল ৬টায় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ। সন্ধ্যা ৬টায় এটি ৬১ শতাংশ রেকর্ড করা হয়।
আবহাওয়া অধিদপ্তর বলছে, গরমের এই অনুভূতি থাকবে কিছুদিন। অন্তত বর্ষা মৌসুম শুরু হওয়ার আগ পর্যন্ত বজায় থাকবে এই পরিস্থিতি। আবহাওয়াবিদেরা বলছেন, রিমালে টানা দুই দিন বৃষ্টির কারণে বাতাসে ও মাটিতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়েছে। আর এতে করে শরীরের ঘাম শুকাচ্ছে না, অস্বস্তি লাগছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘বর্ষা আসার আগ মুহূর্তে (প্রি মনসুন) থেকে বর্ষার সময়ে প্রবেশ এর আগের এই সময়টাতে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায়। এর কারণে গরমের অস্বস্তিও বাড়ে। বাতাসে এখন প্রায় ৯০ শতাংশ জলীয় বাষ্পের উপস্থিতি রয়েছে।’
জলীয় বাষ্পই হচ্ছে আর্দ্রতা। এই আর্দ্রতার কারণে শরীর থেকে অতিরিক্ত তাপ ঘামের সাহায্যে বের হয়ে যেতে পারে না। তাই গরমের মাত্রা বেড়ে যায় আরও বেশি।
এদিকে আজ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে মৌসুমি বায়ু ঢাকা, বরিশাল, রংপুর, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী ও চট্টগ্রাম পর্যন্ত অগ্রসর হয়েছে। রোববারের মধ্যে সারা দেশে ছড়িয়ে যাওয়ার মতো পরিস্থিতি আছে।
অতি মুনাফা ও বাজার অর্থনীতিই পরিবেশ ধ্বংসের মূল কারণ বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক রেহমান সোবহান। তিনি বলেছেন, আইনের যথাযথ বাস্তবায়নের অভাবে পরিবেশ সুরক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। এই জন্য সম্মিলিত প্রচেষ্টা ও উদ্যোগ প্রয়োজন। তবে সবার আগে এ বিষয়ে করণীয়...
৮ ঘণ্টা আগেঢাকার বাতাস আজও খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। বায়ুদূষণের সূচকে বিশ্বের ১২৫টি শহরের মধ্যে ঢাকার অবস্থান আজ দ্বিতীয়। সকাল ৬টায় ঢাকার বায়ুমান রেকর্ড করা হয় ২৯১। মানসূচকে ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়...
১০ ঘণ্টা আগেকক্সবাজারের কুতুবদিয়া দ্বীপে নতুনভাবে বনায়নের পরিকল্পনার কথা জানিয়েছেন বন ও পরিবেশ এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। আজ শুক্রবার (১৭ জানুয়ারি) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে সম্মেলনে তিনি এ কথা বলেন।
১ দিন আগেঅবিলম্বে প্রাণ-প্রকৃতি পুনরুদ্ধার ও কার্বন নিঃসরণ কমানোর পদক্ষেপ না নেওয়া হলে ২০৭০-২০৯০ সালের মধ্যে বৈশ্বিক জিডিপি ৫০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক ইনস্টিটিউট অ্যান্ড ফ্যাকাল্টি অব অ্যাকচুয়ারিজ এক গবেষণা প্রতিবেদনে এই সতর্কবার্তা দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প
১ দিন আগে