নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশে এখন কোথাও তেমন তাপপ্রবাহ নেই। তবুও গরমে হাঁসফাঁস অবস্থা। আজ শনিবার সকাল ৬টায় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ। শিগগিরই এই ভ্যাপসা গরম কমার তেমন সুখবরও নেই। আবহাওয়াবিদেরা বলছেন, বর্ষা আসার আগমুহূর্তে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায়। এর কারণে গরমের অস্বস্তিও বাড়ে।
এপ্রিলের টানা তাপপ্রবাহের পর মে মাসের শুরুতে বৃষ্টি কিছুটা স্বস্তি দিলেও মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ চলে মে মাসের ২২ তারিখ পর্যন্ত। এরপর ২৬ তারিখে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে গরমের অস্বস্তি কাটলেও গত বুধবার থেকে আবার গরমের অস্বস্তি ফিরে আসে।
আজ শনিবার দুপুরে হাতিরঝিল ও মহানগর সংযোগ সড়কে রাইড শেয়ারিং সার্ভিসের চালক শেখ খলিল আজকের পত্রিকাকে বলেন, ‘বাইক চালিয়েও শান্তি নেই। গরম বাতাস আর ঘামে অস্বস্তি লাগে। অ্যাপ বন্ধ রেখেছি। একটু জিরিয়ে নিচ্ছি। গত কয়েক দিন আকাশ মেঘলা, তবে গরমে অস্বস্তি বেশি।’
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, দেশে এখন ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় মৃদু তাপপ্রবাহ রয়েছে। তবে গতকাল শুক্রবার পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পটুয়াখালীর খেপুপাড়ায় ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকার তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সারা দেশেই গতকালের তাপমাত্রা ৩০ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই রয়েছে। মৃদু তাপপ্রবাহ হতে তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস পার হতে হবে। ৩৬ ডিগ্রির নিচে তাপমাত্রা থাকলেও গরমে অস্বস্তি সেই এপ্রিলের মতোই অনুভূত হচ্ছে। অনেক ক্ষেত্রে অনুভূত তাপমাত্রা দেখাচ্ছে ৩৮ বা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
এদিকে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় ঢাকার তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। দেশের বেশির ভাগ জায়গায় তাপমাত্রা ৩৪ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস মধ্যে রয়েছে। আজ সকাল ৬টায় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ। সন্ধ্যা ৬টায় এটি ৬১ শতাংশ রেকর্ড করা হয়।
আবহাওয়া অধিদপ্তর বলছে, গরমের এই অনুভূতি থাকবে কিছুদিন। অন্তত বর্ষা মৌসুম শুরু হওয়ার আগ পর্যন্ত বজায় থাকবে এই পরিস্থিতি। আবহাওয়াবিদেরা বলছেন, রিমালে টানা দুই দিন বৃষ্টির কারণে বাতাসে ও মাটিতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়েছে। আর এতে করে শরীরের ঘাম শুকাচ্ছে না, অস্বস্তি লাগছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘বর্ষা আসার আগ মুহূর্তে (প্রি মনসুন) থেকে বর্ষার সময়ে প্রবেশ এর আগের এই সময়টাতে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায়। এর কারণে গরমের অস্বস্তিও বাড়ে। বাতাসে এখন প্রায় ৯০ শতাংশ জলীয় বাষ্পের উপস্থিতি রয়েছে।’
জলীয় বাষ্পই হচ্ছে আর্দ্রতা। এই আর্দ্রতার কারণে শরীর থেকে অতিরিক্ত তাপ ঘামের সাহায্যে বের হয়ে যেতে পারে না। তাই গরমের মাত্রা বেড়ে যায় আরও বেশি।
এদিকে আজ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে মৌসুমি বায়ু ঢাকা, বরিশাল, রংপুর, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী ও চট্টগ্রাম পর্যন্ত অগ্রসর হয়েছে। রোববারের মধ্যে সারা দেশে ছড়িয়ে যাওয়ার মতো পরিস্থিতি আছে।
দেশে এখন কোথাও তেমন তাপপ্রবাহ নেই। তবুও গরমে হাঁসফাঁস অবস্থা। আজ শনিবার সকাল ৬টায় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ। শিগগিরই এই ভ্যাপসা গরম কমার তেমন সুখবরও নেই। আবহাওয়াবিদেরা বলছেন, বর্ষা আসার আগমুহূর্তে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায়। এর কারণে গরমের অস্বস্তিও বাড়ে।
এপ্রিলের টানা তাপপ্রবাহের পর মে মাসের শুরুতে বৃষ্টি কিছুটা স্বস্তি দিলেও মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ চলে মে মাসের ২২ তারিখ পর্যন্ত। এরপর ২৬ তারিখে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে গরমের অস্বস্তি কাটলেও গত বুধবার থেকে আবার গরমের অস্বস্তি ফিরে আসে।
আজ শনিবার দুপুরে হাতিরঝিল ও মহানগর সংযোগ সড়কে রাইড শেয়ারিং সার্ভিসের চালক শেখ খলিল আজকের পত্রিকাকে বলেন, ‘বাইক চালিয়েও শান্তি নেই। গরম বাতাস আর ঘামে অস্বস্তি লাগে। অ্যাপ বন্ধ রেখেছি। একটু জিরিয়ে নিচ্ছি। গত কয়েক দিন আকাশ মেঘলা, তবে গরমে অস্বস্তি বেশি।’
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, দেশে এখন ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় মৃদু তাপপ্রবাহ রয়েছে। তবে গতকাল শুক্রবার পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পটুয়াখালীর খেপুপাড়ায় ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকার তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সারা দেশেই গতকালের তাপমাত্রা ৩০ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই রয়েছে। মৃদু তাপপ্রবাহ হতে তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস পার হতে হবে। ৩৬ ডিগ্রির নিচে তাপমাত্রা থাকলেও গরমে অস্বস্তি সেই এপ্রিলের মতোই অনুভূত হচ্ছে। অনেক ক্ষেত্রে অনুভূত তাপমাত্রা দেখাচ্ছে ৩৮ বা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
এদিকে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় ঢাকার তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। দেশের বেশির ভাগ জায়গায় তাপমাত্রা ৩৪ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস মধ্যে রয়েছে। আজ সকাল ৬টায় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ। সন্ধ্যা ৬টায় এটি ৬১ শতাংশ রেকর্ড করা হয়।
আবহাওয়া অধিদপ্তর বলছে, গরমের এই অনুভূতি থাকবে কিছুদিন। অন্তত বর্ষা মৌসুম শুরু হওয়ার আগ পর্যন্ত বজায় থাকবে এই পরিস্থিতি। আবহাওয়াবিদেরা বলছেন, রিমালে টানা দুই দিন বৃষ্টির কারণে বাতাসে ও মাটিতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়েছে। আর এতে করে শরীরের ঘাম শুকাচ্ছে না, অস্বস্তি লাগছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘বর্ষা আসার আগ মুহূর্তে (প্রি মনসুন) থেকে বর্ষার সময়ে প্রবেশ এর আগের এই সময়টাতে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায়। এর কারণে গরমের অস্বস্তিও বাড়ে। বাতাসে এখন প্রায় ৯০ শতাংশ জলীয় বাষ্পের উপস্থিতি রয়েছে।’
জলীয় বাষ্পই হচ্ছে আর্দ্রতা। এই আর্দ্রতার কারণে শরীর থেকে অতিরিক্ত তাপ ঘামের সাহায্যে বের হয়ে যেতে পারে না। তাই গরমের মাত্রা বেড়ে যায় আরও বেশি।
এদিকে আজ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে মৌসুমি বায়ু ঢাকা, বরিশাল, রংপুর, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী ও চট্টগ্রাম পর্যন্ত অগ্রসর হয়েছে। রোববারের মধ্যে সারা দেশে ছড়িয়ে যাওয়ার মতো পরিস্থিতি আছে।
প্রবালদ্বীপ সেন্টমার্টিনের অভুক্ত কুকুরের জন্য বিভিন্ন ধরনে খাদ্যপণ্য ও চিকিৎসা সরঞ্জামাদি সহায়তা কার্যক্রম চালাচ্ছে বেসরকারি একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আজ রোববার দুপুরে টেকনাফের শাহপরীরদ্বীপ জেটি ঘাট দিয়ে ঢাকাস্থ সম্মিলিত প্রাণী রক্ষা পরিষদ নামে সংগঠনের ১১ সদস্যের একটি প্রতিনিধি দল এসব সহায়তা দেয়।
৬ ঘণ্টা আগেগত দুই দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। আজ রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন শনিবারও একই তাপমাত্রা রেকর্ড করা হয়।
৮ ঘণ্টা আগেআজারবাইজানের বাকুতে চলমান জাতিসংঘের জলবায়ু বিষয়ক সম্মেলন কপ–২৯ শেষ হওয়ার কথা ছিল গত শুক্রবার (২২ নভেম্বর)। উন্নত দেশগুলোর কাছে জলবায়ু পরিবর্তনের ক্ষতি পোষাতে বছরে ১ দশমিক ৩ ট্রিলিয়ন (১ লাখ ৩০ হাজার কোটি) ডলার অর্থায়নের প্রস্তাব ছিল। এ আলোচনার কোনো সমাধান না পাওয়ায় সম্মেলনের সময় একদিন বাড়ানো হয়।
১৭ ঘণ্টা আগেদক্ষিণ আন্দামান সাগর এবং তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি সময়ের সঙ্গে আরও ঘনীভূত হতে পারে। এ দিকে আজ রোববার দেশের উত্তরাঞ্চলে ঘন কুয়াশা পূর্বাভাস রয়েছে...
১৭ ঘণ্টা আগে