নিজস্ব প্রতিবেদক, ঢাকা
করোনা নিয়ন্ত্রণে দীর্ঘ দিন বিধিনিষেধের পরে খুলে দেওয়া হয়েছে সব। কিন্তু বন্ধ রাখা হয়েছে পর্যটন কেন্দ্রগুলো। সরকারের এমন সিদ্ধান্তকে অমানবিক মনে করছেন পর্যটন সংশ্লিষ্টরা। তারা বলছেন, দেশের ৪৫ লাখ মানুষের জীবন জীবিকা পর্যটন খাতের সঙ্গে জড়িত। দীর্ঘ দিন এই খাত বন্ধ থাকায় তারা বিপদে রয়েছে। সবকিছু খুলে দেওয়ার পর পর্যটন খাত বন্ধ রাখাকে তারা বিমাতা সুলভ আচরণ হিসেবে দেখছেন।
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) সভাপতি মো. রাফেউজ্জামান বলেন, ‘সরকার পর্যটনের সঙ্গে বিমাতা সুলভ আচরণ করছে। মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি, টুরিজম বোর্ডকে চিঠি দিয়েছে। স্বাস্থ্যবিধি মেনে সরকারের আরোপিত এসওপি ঠিক রেখে পর্যটন কেন্দ্র খুলে দেওয়া উচিত। পর্যটন কেন্দ্র খুলে না দিলে নিয়ম মেনে সরকারের শীর্ষ পর্যায়ের দৃষ্টি আকর্ষণের জন্য মানববন্ধন, সংবাদ সম্মেলনসহ বিভিন্ন কর্মসূচি হাতে নেব।’
বাংলাদেশ টুরিজম এক্সপ্লোরার্স অ্যাসোসিয়েশনের (বিটিইএ) চেয়ারম্যান শহিদুল ইসলাম সাগর বলেন, ‘দেশের সবকিছু খুলে দিয়ে পর্যটন সেক্টর বন্ধ রাখা অমানবিক। এই খাতের ৪৫ লাখ মানুষের সঙ্গে তিরস্কার করা হয়েছে। যা রাষ্ট্রীয় অবহেলার শামিল। আমরা অনতিবিলম্বে সব পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার দাবি জানাই।’
বাংলাদেশ পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক (বিক্রয় উন্নয়ন ও জনসংযোগ) মো. জিয়াউল হক হাওলাদার বলেন, ‘পর্যটনের সঙ্গে অনেক মানুষের জীবন জীবিকা জড়িত। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের জন্যও ভ্রমণ জরুরি। যারা ডাবল ডোজ ভ্যাকসিন দিয়েছে তাদেরকে ‘ট্রাভেল বাবল’ আওতায়, সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনটেইন করে পর্যটন কেন্দ্রে যাওয়ার সুযোগ করে দেওয়া উচিত। পর্যটন কেন্দ্র গুলোতে জৈব সুরক্ষা বলয় তৈরি করে সীমিত পরিসরে পর্যটন করপোরেশনের অধীনে পর্যটন কেন্দ্র খুলে দেওয়া যেতে পারে। এতে পর্যটন কেন্দ্রে গিয়ে কেউ করোনা ভাইরাস ছড়াবে না, বয়েও আনবে না।’
তবে সরকার ভেবে চিন্তে এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করেন বাংলাদেশ টুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাবেদ আহমেদ। তিনি আজকের পত্রিকা বলেন, ‘সরকারের সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাতে হবে। আমাদের দেশে যেহেতু ওভার টুরিজম হয়। মানুষ কিছুই মানতে চায় না। আজ যদি পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হয়, কাল দেখবেন কক্সবাজার সমুদ্র সৈকতে চার লাখ পর্যটকের ভিড়। সরকার এটাকে বিবেচনায় নিয়েছে। পর্যটনের সঙ্গে সরকারের তো শত্রুতা নেই। সরকার ভেবে চিন্তে এই সিদ্ধান্ত নিয়েছে। সবকিছু খুলে দিচ্ছে, আশা করি ধীরে ধীরে পর্যটন কেন্দ্রও খুলে দেওয়া হবে।’
করোনা নিয়ন্ত্রণে দীর্ঘ দিন বিধিনিষেধের পরে খুলে দেওয়া হয়েছে সব। কিন্তু বন্ধ রাখা হয়েছে পর্যটন কেন্দ্রগুলো। সরকারের এমন সিদ্ধান্তকে অমানবিক মনে করছেন পর্যটন সংশ্লিষ্টরা। তারা বলছেন, দেশের ৪৫ লাখ মানুষের জীবন জীবিকা পর্যটন খাতের সঙ্গে জড়িত। দীর্ঘ দিন এই খাত বন্ধ থাকায় তারা বিপদে রয়েছে। সবকিছু খুলে দেওয়ার পর পর্যটন খাত বন্ধ রাখাকে তারা বিমাতা সুলভ আচরণ হিসেবে দেখছেন।
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) সভাপতি মো. রাফেউজ্জামান বলেন, ‘সরকার পর্যটনের সঙ্গে বিমাতা সুলভ আচরণ করছে। মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি, টুরিজম বোর্ডকে চিঠি দিয়েছে। স্বাস্থ্যবিধি মেনে সরকারের আরোপিত এসওপি ঠিক রেখে পর্যটন কেন্দ্র খুলে দেওয়া উচিত। পর্যটন কেন্দ্র খুলে না দিলে নিয়ম মেনে সরকারের শীর্ষ পর্যায়ের দৃষ্টি আকর্ষণের জন্য মানববন্ধন, সংবাদ সম্মেলনসহ বিভিন্ন কর্মসূচি হাতে নেব।’
বাংলাদেশ টুরিজম এক্সপ্লোরার্স অ্যাসোসিয়েশনের (বিটিইএ) চেয়ারম্যান শহিদুল ইসলাম সাগর বলেন, ‘দেশের সবকিছু খুলে দিয়ে পর্যটন সেক্টর বন্ধ রাখা অমানবিক। এই খাতের ৪৫ লাখ মানুষের সঙ্গে তিরস্কার করা হয়েছে। যা রাষ্ট্রীয় অবহেলার শামিল। আমরা অনতিবিলম্বে সব পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার দাবি জানাই।’
বাংলাদেশ পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক (বিক্রয় উন্নয়ন ও জনসংযোগ) মো. জিয়াউল হক হাওলাদার বলেন, ‘পর্যটনের সঙ্গে অনেক মানুষের জীবন জীবিকা জড়িত। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের জন্যও ভ্রমণ জরুরি। যারা ডাবল ডোজ ভ্যাকসিন দিয়েছে তাদেরকে ‘ট্রাভেল বাবল’ আওতায়, সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনটেইন করে পর্যটন কেন্দ্রে যাওয়ার সুযোগ করে দেওয়া উচিত। পর্যটন কেন্দ্র গুলোতে জৈব সুরক্ষা বলয় তৈরি করে সীমিত পরিসরে পর্যটন করপোরেশনের অধীনে পর্যটন কেন্দ্র খুলে দেওয়া যেতে পারে। এতে পর্যটন কেন্দ্রে গিয়ে কেউ করোনা ভাইরাস ছড়াবে না, বয়েও আনবে না।’
তবে সরকার ভেবে চিন্তে এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করেন বাংলাদেশ টুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাবেদ আহমেদ। তিনি আজকের পত্রিকা বলেন, ‘সরকারের সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাতে হবে। আমাদের দেশে যেহেতু ওভার টুরিজম হয়। মানুষ কিছুই মানতে চায় না। আজ যদি পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হয়, কাল দেখবেন কক্সবাজার সমুদ্র সৈকতে চার লাখ পর্যটকের ভিড়। সরকার এটাকে বিবেচনায় নিয়েছে। পর্যটনের সঙ্গে সরকারের তো শত্রুতা নেই। সরকার ভেবে চিন্তে এই সিদ্ধান্ত নিয়েছে। সবকিছু খুলে দিচ্ছে, আশা করি ধীরে ধীরে পর্যটন কেন্দ্রও খুলে দেওয়া হবে।’
প্রবালদ্বীপ সেন্টমার্টিনের অভুক্ত কুকুরের জন্য বিভিন্ন ধরনে খাদ্যপণ্য ও চিকিৎসা সরঞ্জামাদি সহায়তা কার্যক্রম চালাচ্ছে বেসরকারি একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আজ রোববার দুপুরে টেকনাফের শাহপরীরদ্বীপ জেটি ঘাট দিয়ে ঢাকাস্থ সম্মিলিত প্রাণী রক্ষা পরিষদ নামে সংগঠনের ১১ সদস্যের একটি প্রতিনিধি দল এসব সহায়তা দেয়।
১১ ঘণ্টা আগেগত দুই দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। আজ রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন শনিবারও একই তাপমাত্রা রেকর্ড করা হয়।
১২ ঘণ্টা আগেআজারবাইজানের বাকুতে চলমান জাতিসংঘের জলবায়ু বিষয়ক সম্মেলন কপ–২৯ শেষ হওয়ার কথা ছিল গত শুক্রবার (২২ নভেম্বর)। উন্নত দেশগুলোর কাছে জলবায়ু পরিবর্তনের ক্ষতি পোষাতে বছরে ১ দশমিক ৩ ট্রিলিয়ন (১ লাখ ৩০ হাজার কোটি) ডলার অর্থায়নের প্রস্তাব ছিল। এ আলোচনার কোনো সমাধান না পাওয়ায় সম্মেলনের সময় একদিন বাড়ানো হয়।
২১ ঘণ্টা আগেদক্ষিণ আন্দামান সাগর এবং তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি সময়ের সঙ্গে আরও ঘনীভূত হতে পারে। এ দিকে আজ রোববার দেশের উত্তরাঞ্চলে ঘন কুয়াশা পূর্বাভাস রয়েছে...
১ দিন আগে