Ajker Patrika

আদিবাসী সম্প্রদায়ের কাছেই নিরাপদ বনাঞ্চল 

আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ১৪: ৩২
আদিবাসী সম্প্রদায়ের কাছেই নিরাপদ বনাঞ্চল 

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণে বিশ্বজুড়েই আবহাওয়া ভারসাম্যহীন হয়েছে। একদিকে নজীরবিহীন বৃষ্টিপাতে মধ্যপ্রাচ্যে বন্যা হচ্ছে। অন্যদিকে বাংলাদেশসহ এশিয়ার দেশে দেশে চলছ তীব্র তাপপ্রবাহ। তাপমাত্রা প্রতিনিয়ত বেড়ে পৃথিবী ক্রমে বসবাসের অযোগ্য গ্রহে পরিণত হচ্ছে। এর জন্য দায়ী বিশ্বজুড়ে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি। আর নির্বিচারে বন উজাড় করার কারণেই গ্রিনহাউস গ্যাস নিঃসারণ বাড়ছে। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ-সুন্দর পৃথিবী গড়ে তুলতে বন সংরক্ষণের বিকল্প নেই। 
 
দক্ষিণ আমেরিকার দেশ কোস্টারিকা এখন ইকোট্যুরিজমের জন্য পরিচিত। বন পুনরুদ্ধারের ক্ষেত্রে দেশটি অন্য দেশগুলোর জন্য একটি উদাহরণ সৃষ্টি করেছে। ২০২২ সালের কুনমিং-মন্ট্রিলের গ্লোবাল বায়োডাইভারসিটি ফ্রেমওয়ার্কের অধীনে ১৯০টিরও বেশি দেশ ৩০ শতাংশ জমি ও ৩০ শতাংশ বাস্তুতন্ত্র পুনরুদ্ধার করতে সম্মত হয়েছে। 

কৃষিকাজ ও পশুপালনের জন্য কোস্টারিকার বন উজাড় করা হয় এবং আদিবাসীদের তাদের আবাস্থল থেকে উৎখাত করা হয়েছিল। বনের ওপর নির্ভরশীল সম্প্রদায়দের অধিকার সংরক্ষণের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন আদিবাসী নেতারা। নিজেদের জমি ফিরে পেতে দেশের নীতি পরিবর্তন থেকে শুরু করে আদালতেও তাঁরা লড়ছেন। 

আদিবাসী সম্প্রদায়ের হাতেই বন সবচেয়ে বেশি নিরাপদ বলে গবেষণায় উঠে এসেছে। ব্রাজিলের আদিবাসী অঞ্চলে বন পুনরুদ্ধারের ওপর গবেষণা করেন হার্ভার্ডের ছাত্রী ক্যাথরিন বারাগওয়ানাথ। তিনি বলেন, ‘ব্রাজিলের অনেক আদিবাসী আন্দোলন পরিবেশের সঙ্গে জটিলভাবে জড়িত। বন সংরক্ষণের জন্য তাঁরা অটল, কারণ অনেক স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্য এই বনাঞ্চলের ওপর নির্ভর করে। 

এ ছাড়া জাতীয় উদ্যানের মতো সুরক্ষিত এলাকা তৈরির ফলে আদিবাসীরা তাদের আবাসস্থল হারিয়েছে। তবে নেপাল এ ক্ষেত্রে ভিন্ন কৌশল অবলম্বন করছে। বন সংরক্ষণে নেতৃত্ব দিতে বলা হয়েছে দেশটির স্থানীয় আদিবাসী সম্প্রদায়কে। ফলে ১৯৯২ থেকে ২০১৬ সালে মধ্যে নেপালের বনাঞ্চল প্রায় দ্বিগুণ হয়েছে। এটি বন ও সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সম্পর্ককে শক্তিশালী করেছে। আদিবাসীরা বনের যত্ন নেয়, কারণ তারা খাদ্য বা ওষুধ এবং জ্বালানি কাঠের মতো অন্যান্য সম্পদের জন্যও বনের ওপর নির্ভরশীল। অন্যদের তুলনায় বনের সম্পদগুলো টেকসইভাবে ব্যবহার করার সম্ভাবনা ও সংরক্ষণ করে আদিবাসীরা। 

মাত্র কয়েক দশক আগে বিশ্বের সবচেয়ে বেশি বন উজাড়ের হার ছিল কোস্টারিকায়। ১৯৩০ ও ১৯৪০ সালে ‘ডেনুনসিও’ নামক একটি নীতি চালু করা হয়। এই নীতি অনুসারে উপনিবেশবাদীরা কৃষিকাজের জন্য বন সাফ করলে তারা ৫০ হেক্টর পর্যন্ত জমি ব্যবহার করার সুযোগ পায়। ১৯৯০ সালে মাত্র ১ শতাংশ সম্পত্তির মালিক ২৫ শতাংশ কৃষি জমি নিয়ন্ত্রণ করত। ১৯৪০ থেকে ১৯৯০ সালের মধ্যে দেশের বনাঞ্চল ৭৫ শতাংশ থেকে ২৯ শতাংশ কমে যায়। দেশটি তার অর্ধেকের বেশি গরুর মাংস বার্গার কিংকে (ফাস্টফুড বিক্রির দোকান) বিক্রি করে। এ জন্য বন উজাড় করে এসব চারণভূমি তৈরি করা হয়। 

 ১৯৯৬ সালে কোস্টারিকার আইনসভায় একটি যুগান্তকারী আইস পাস হয়। এর মাধ্যমে বন উজাড় অবৈধ হয়ে যায়। দেশটি সে সময় ‘পরিবেশগত পরিষেবাগুলোর জন্য অর্থ প্রদান’ (প্যাগো ডি সার্ভিসিওস অ্যাম্বিয়েন্টালেস) নামে একটি প্রোগ্রাম তৈরি করে। এটি আদিবাসীদের বন ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ রক্ষার জন্য অর্থ প্রদান করে। জীববৈচিত্র্য ও জলসম্পদ রক্ষা, গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানো ও পর্যটনের জন্য ‘প্রাকৃতিক সৌন্দর্য’ রক্ষার জন্য এসব অর্থ দেওয়া হয়। দেশটি জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ওপর কর নেয়। এই কর প্রোগ্রামের বেশির ভাগের জন্য অর্থ প্রদান করে। 

কোস্টারিকার আদিবাসীদের আবাসস্থল দেশটির প্রায় ৭ শতাংশ। ন্যাশনাল ফরেস্ট্রি ফাইনান্সিং ফান্ড অনুসারে, তারা প্রোগ্রামটির ১২ শতাংশ সম্পদ পায়। 

তবে কোস্টারিকার এক আদিবাসী সম্প্রদায়ের নেতা ডোরিস রিওস বলেন, তারা এখনো এই প্রোগ্রামে অংশ নেয়নি। তারা এখনো জমি পুনরুদ্ধারের চেষ্টা করছে। 

রিওস ও তার সম্প্রদায় অন্যরা পূর্বের চারণভূমিতে কিছু স্থানীয় পেয়ারার চারা রোপণ করেছে। কিন্তু বনকে আদের অবস্থায় ফিরিয়ে আনতে তাদের আসলে খুব বেশি গাছ লাগাতে হবে না। নিজেকে পুনরুদ্ধার করার একটি অসাধারণ ক্ষমতা রয়েছে বনের। পেয়ারা গাছগুলো সেই প্রক্রিয়াটিকে গতিশীল করতে সাহায্য করবে। পাখি ও প্রাণীদের মাধ্যমে এসব পেয়ারর বীজ বনের মধ্যে ছড়িয়ে পরে। সেগুলো থেকেই নতুন গাছ জন্ম নেয়। 

রিও বলেন, ‘সবাই আমাদের আক্রমণাত্মকভাবে বলছে যে, আমরা অলস। আমরা আসলে কিছুই করছি না। কিন্তু সেটিই আমরা চাইছি। আমরা বনকে নিজেই নিজের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য সময় দিচ্ছি।’ 

তথ্যসূত্র: দ্য ভার্জ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত