তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
দেশে উত্তরের সর্বশেষ জেলা পঞ্চগড়ের সীমান্তবর্তী উপজেলা তেঁতুলিয়া। হিমালয়ের পাদদেশে অবস্থিত হওয়ায় এই উপজেলায় প্রতি শীত মৌসুমে কনকনে শীত অনুভূত হয়। এবারে গত সাত দিন ধরে তাপমাত্রা হ্রাস পাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতের তীব্রতা।
আজ শুক্রবার সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন রেকর্ড তাপমাত্রা।
আর এ উপজেলায় এক সপ্তাহ ধরে টানা সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে বলে নিশ্চিত করেন তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ।
আবহাওয়া অফিস বলছে, এ উপজেলা থেকে হিমালয় অনেক কাছাকাছি হওয়ায় উত্তর দিক থেকে বয়ে আসা হিমশীতল বাতাসের ফলে কনকনে শীত অনুভূত হচ্ছে। এ মাসের দিকে তাপমাত্রা আরও কমবে এবং শীতের তীব্রতা আরও বাড়বে।
সরেজমিনে দেখা যায়, সন্ধ্যার পর থেকে ভোররাত পর্যন্ত কখনো ঘন, আবার কখনো মাঝারি ধরনের কুয়াশায় আচ্ছাদিত থাকছে চারপাশ। সঙ্গে বইতে শুরু করে হিমেল হাওয়া। সকালের পর কিছুটা সূর্যের আলো দেখা গেলেও সূর্যের উত্তাপ মিলছে না।
উপজেলার ভজনপুর এলাকার ভ্যানচালক জিতেন রায় বলেন, ‘কয়েক দিন ধরে অনেক বেশি শীত পড়তেছে। আমরা ঠিকমতো ভ্যান চালাতে পারছি না। অনেক কষ্ট হচ্ছে আমাদের।’
একই ধরনের মন্তব্য করেছেন উপজেলার দেবনগর ইউনিয়নের নিজবাড়ী এলাকার বাসিন্দা জাহিদুল ইসলাম। তিনি পাথরশ্রমিকের কাজ করেন। জাহিদুল বলেন, ‘শীতের কারণে আমরা নদীতে নেমে পাথর উত্তোলন করতে পারছি না, ঠান্ডা করে। কয়েক দিন ধরে অনেক বেশি করতেছে।’
এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ আজকের পত্রিকাকে বলেন, ‘মূলত উত্তরের বয়ে আসা হিমালয়ের হিম বায়ুর কারণে এখানে শীতে তাপমাত্রা হ্রাস পায়। দীর্ঘস্থায়ী শীত অনুভূত হয়।’
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বি আজকের পত্রিকাকে বলেন, ‘যেহেতু প্রতিবছর এই উপজেলায় কনকনে শীত অনুভূত হয়, তাই আমরা শীতবস্ত্র বিতরণ শুরু করেছি। যারা প্রকৃত গরিব, অসহায় ও শীতার্ত মানুষ তাদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।’
দেশে উত্তরের সর্বশেষ জেলা পঞ্চগড়ের সীমান্তবর্তী উপজেলা তেঁতুলিয়া। হিমালয়ের পাদদেশে অবস্থিত হওয়ায় এই উপজেলায় প্রতি শীত মৌসুমে কনকনে শীত অনুভূত হয়। এবারে গত সাত দিন ধরে তাপমাত্রা হ্রাস পাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতের তীব্রতা।
আজ শুক্রবার সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন রেকর্ড তাপমাত্রা।
আর এ উপজেলায় এক সপ্তাহ ধরে টানা সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে বলে নিশ্চিত করেন তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ।
আবহাওয়া অফিস বলছে, এ উপজেলা থেকে হিমালয় অনেক কাছাকাছি হওয়ায় উত্তর দিক থেকে বয়ে আসা হিমশীতল বাতাসের ফলে কনকনে শীত অনুভূত হচ্ছে। এ মাসের দিকে তাপমাত্রা আরও কমবে এবং শীতের তীব্রতা আরও বাড়বে।
সরেজমিনে দেখা যায়, সন্ধ্যার পর থেকে ভোররাত পর্যন্ত কখনো ঘন, আবার কখনো মাঝারি ধরনের কুয়াশায় আচ্ছাদিত থাকছে চারপাশ। সঙ্গে বইতে শুরু করে হিমেল হাওয়া। সকালের পর কিছুটা সূর্যের আলো দেখা গেলেও সূর্যের উত্তাপ মিলছে না।
উপজেলার ভজনপুর এলাকার ভ্যানচালক জিতেন রায় বলেন, ‘কয়েক দিন ধরে অনেক বেশি শীত পড়তেছে। আমরা ঠিকমতো ভ্যান চালাতে পারছি না। অনেক কষ্ট হচ্ছে আমাদের।’
একই ধরনের মন্তব্য করেছেন উপজেলার দেবনগর ইউনিয়নের নিজবাড়ী এলাকার বাসিন্দা জাহিদুল ইসলাম। তিনি পাথরশ্রমিকের কাজ করেন। জাহিদুল বলেন, ‘শীতের কারণে আমরা নদীতে নেমে পাথর উত্তোলন করতে পারছি না, ঠান্ডা করে। কয়েক দিন ধরে অনেক বেশি করতেছে।’
এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ আজকের পত্রিকাকে বলেন, ‘মূলত উত্তরের বয়ে আসা হিমালয়ের হিম বায়ুর কারণে এখানে শীতে তাপমাত্রা হ্রাস পায়। দীর্ঘস্থায়ী শীত অনুভূত হয়।’
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বি আজকের পত্রিকাকে বলেন, ‘যেহেতু প্রতিবছর এই উপজেলায় কনকনে শীত অনুভূত হয়, তাই আমরা শীতবস্ত্র বিতরণ শুরু করেছি। যারা প্রকৃত গরিব, অসহায় ও শীতার্ত মানুষ তাদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।’
বিশ্বের বিভিন্ন দেশে জলবায়ু পরিবর্তন, পরিবেশ ও প্রাণ প্রকৃতি নিয়ে কাজ করা সাংবাদিকদের সমন্বয়ে গঠিত হয়েছে গ্লোবাল ক্লাইমেট মিডিয়া নেটওয়ার্ক (জিসিএমএন)। হাবিবুর রহমানকে (একাত্তর টিভি, বাংলাদেশ) আহ্বায়ক এবং আশেকিন প্রিন্সকে (চ্যানেল ২৪, বাংলাদেশ) সদস্যসচিব করে জিসিএমএন ১১ সদস্যের একটি নির্বাহী কমিটি গঠ
১৩ ঘণ্টা আগেএবারের জলবায়ু পরিবর্তন সম্মেলনকে ‘কপ অব দ্য ফিন্যান্স’ বা অর্থায়নের কপ বলা হলেও সেটি কেবল কাগজে-কলমেই ঠেকেছে। ক্ষতিপূরণ হিসেবে উন্নয়নশীল দেশগুলো বার্ষিক ১ দশমিক ৩ ট্রিলিয়ন মার্কিন ডলারের জলবায়ু ক্ষতিপূরণের যে দাবি জানিয়েছিল, সম্মেলনের ১১তম দিনেও সেই সম্ভাবনা তৈরি হয়নি। এমনকি বিগত বছরগুলোর ক্ষতিপূ
১ দিন আগেকার বাতাসে দূষণের মাত্রা বেড়েছে। বাতাসের মান সূচকে আজ ঢাকা দূষণের মাত্রা ১৯৫, যা অস্বাস্থ্যকর। অন্যদিকে একদিন পরই আবারও বায়ুদূষণের শীর্ষে ভারতের রাজধানী দিল্লি। এর পরে আছে পাকিস্তানের লাহোর। এ ছাড়া শীর্ষ পাঁচ দেশের মধ্যে রয়েছে ইজিপট ও চীন...
১ দিন আগেপাঁচ বছর আগে প্লাস্টিক দূষণ রোধের লক্ষ্যে উচ্চ পর্যায়ের এক জোট গড়ে তুলেছিল বিশ্বের শীর্ষস্থানীয় তেল ও রাসায়নিক কোম্পানিগুলো। কিন্তু নতুন তথ্য বলছে, এই সময়ের মধ্যে কোম্পানিগুলো যে পরিমাণ নতুন প্লাস্টিক উৎপাদন করেছে, তা তাদের অপসারিত বর্জ্যের তুলনায় ১ হাজার গুণ বেশি।
২ দিন আগে