Ajker Patrika

এক দশকের মধ্যে ‘বরফমুক্ত’ আর্কটিকের দেখা মিলতে পারে: গবেষণা

আপডেট : ০৬ মার্চ ২০২৪, ১৫: ০০
এক দশকের মধ্যে ‘বরফমুক্ত’ আর্কটিকের দেখা মিলতে পারে: গবেষণা

ধারণার চেয়ে অনেক আগেই ‘বরফমুক্ত’ আর্কটিকের দেখা মিলতে পারে। আর এই সতর্কবার্তা দেওয়া হয়েছে এক গবেষণায়। এখনকার জলবায়ু পরিস্থিতির তথ্য পর্যালোচনা করেই এই ইঙ্গিত দেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির সূত্রে জানা যায়, গবেষণাটি করেছে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব কলোরাডো বর্ডার। নতুন এই গবেষণা অনুসারে আগামী এক দশকের মধ্যে প্রায় বরফমুক্ত গ্রীষ্ম দেখতে পারে আর্কটিক সাগর। গবেষণায় পাওয়া তথ্য বলছে, এটি ঘটতে পারে এই শতকের বিশের দশক বা ত্রিশের দশকের গ্রীষ্মের শেষ ভাগে।

এমনকি গ্রিন হাউস গ্যাস নির্গমনের হার কমানোর সবচেয়ে আশা জাগানো পরিস্থিতি চিন্তা করলেও এটি আগের ধারণার চেয়ে অন্তত দশ বছর আগে হতে পারে।

নেচার রিভিউস আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট জার্নালে প্রকাশিত গবেষণাপত্রটি এখনকার জলবায়ু পরিস্থিতি বিষয়ে তথ্য বিশ্লেষণের ভিত্তিতে তৈরি করা হয়।

তবে এখানে বলে রাখা ভালো ‘বরফমুক্ত’ মানে কিন্তু শূন্য বরফ নয়, বরং আর্কটিক মহাসাগরে ১০ লাখ বর্গকিলোমিটারেরও কম বরফ থাকটাই এতটা অবাক করা যে একে বরফমুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। আর এই বরফের বেশির ভাগই উপকূলের কাছে ঘনীভূত হবে।

সমীক্ষায় ২০৩৫ থেকে ২০৬৭ সাল পর্যন্ত নিয়মিত আর্কটিকের বরফমুক্ত সেপ্টেম্বরের পূর্বাভাস দেওয়া হয়েছে। সঠিক সময় নির্ভর করে আমরা কতটা কার্যকরভাবে নির্গমন কমাতে পারি তার ওপর। উচ্চ নির্গমনসহ একটি সবচেয়ে খারাপ পরিস্থিতি বছরে ৯ মাস পর্যন্ত বরফমুক্ত আর্কটিকের দিকে নিয়ে যেতে পারে, যা এই অঞ্চলকে মৌলিকভাবেই রূপান্তরিত করবে।

সিইউ বোল্ডার ইনস্টিটিউট অব আর্কটিক অ্যান্ড আলপাইন রিসার্চের বায়ুমণ্ডলীয় এবং মহাসাগরীয় বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আলেকজান্দ্রা জন এবং তাঁর সহযোগীরা ভবিষ্যতে কীভাবে আর্কটিক প্রতিদিন পরিবর্তিত হতে পারে তা মূল্যায়ন করতে সমুদ্রে বরফের অবস্থা বিশ্লেষণ করেছেন।

‘আর্কটিকে কী ঘটতে পারে বলে বিজ্ঞানীদের তা অনুমান করার জন্য আমরা কখন আর্কটিককে প্রথম বরফমুক্ত অবস্থায় কখন দেখব সেটা অনুমান করাটা গুরুত্বপূর্ণ।’ বলেন জন।

দলটি অনুমান করেছে যে গ্রিন হাউস গ্যাস নির্গমনের যেকোনো পরিস্থিতিতে আর্কটিক মহাসাগর ২০২০-এর দশক থেকে ২০৩০-এর দশকের মধ্যে আগস্টের শেষের দিকে বা সেপ্টেম্বরের শুরুতে প্রথমবারের মতো বরফমুক্ত হতে পারে।

জন বলেন, গ্রিনহাউস গ্যাস নির্গমন সমুদ্রের বরফ গলার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে ভেঙে ফেলার আহ্বান ত্রিপুরার রাজপরিবার প্রধানের

পরিবারের সামনে পুলিশ কর্মকর্তা লাঞ্ছিত, স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা-কর্মী আটক

নয়াদিল্লি হাসিনা আমলের দৃষ্টিভঙ্গিই ধরে রেখেছে: ভারতীয় গণমাধ্যমকে দেবপ্রিয় ভট্টাচার্য

গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, বিএনপির ১৭ নেতা-কর্মী আটক

তখন অন্য একটা সংগঠন করতাম, এখন বলতে লজ্জা হয়: জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত