নিজস্ব প্রতিবেদক, টেকনাফ থেকে
গতকাল শুক্রবার সন্ধ্যায় টেকনাফের তাপমাত্রা ৩৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস ছিল। তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে কমে আসতে থাকে তাপমাত্রা। রাত ১০টায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়, এরপর মধ্যরাত থেকে শুরু হয় ঝুম বৃষ্টি।
আজ শনিবার সকালে ঘূর্ণিঝড় মোখার প্রভাবে উপকূলীয় এই উপজেলার আবহাওয়া হয়ে আছে মেঘাচ্ছন্ন। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ সন্ধ্যা থেকে কক্সবাজার ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার অগ্রভাগের প্রভাব শুরু হতে পারে। এর ফলে কক্সবাজার জেলার টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া, শাহপরীর দ্বীপ, সেন্ট মার্টিন, চকরিয়া এলাকায় শুরু হতে পারে তীব্র বাতাস ও বৃষ্টিপাত।
আবহাওয়া অধিদপ্তরের ঘূর্ণিঝড় নিয়ে বিশেষ বিজ্ঞপ্তি বলেছে, মোখা পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানকালে অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে উত্তর-উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে।
এটি গত মধ্যরাতে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৬৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৯৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৮৩০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৯৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
এটি আরও উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে আগামীকাল রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে কক্সবাজার ও উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম করতে পারে।
এদিকে অতিপ্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ১৭০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
টেকনাফ উপজেলার নির্বাহী অফিসার কামরুজ্জামান জানিয়েছেন, উপজেলায় ১০১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত আছে, যার মধ্যে ৩৭টি সেন্ট মার্টিনের জন্য। এছাড়া শাহপরীর দ্বীপের জন্য আলাদাভাবে কাজ করবে বিভিন্ন সংস্থা।
বিভিন্ন সংস্থার স্বেচ্ছাসেবকেরা প্রস্তুত আছেন জানিয়ে তিনি বলেন, ‘তাঁরা সবাই নিজ নিজ জায়গা থেকে প্রচার-প্রচারণা চালাচ্ছেন, যাতে মানুষ ঘূর্ণিঝড়ের আগে আশ্রয়কেন্দ্রে যেতে পারে। এ ছাড়া আমরা পরিকল্পনা করেছি, যেসব জায়গায় শুকনা খাবার লাগবে এবং যেসব জায়গায় রান্না করা খাবার লাগবে, সেগুলো সময়মতো পৌঁছে দেওয়ার। স্থানীয় রাজনৈতিক নেতা ও সংসদ সদস্যসহ সবাই এ বিষয়ে সচেষ্ট আছেন।’
এদিকে মহা বিপৎসংকেত হওয়ায় রাতে মাইকিং করা হয় সেন্ট মার্টিনে। রাত সাড়ে ১২টার দিকে সেন্ট মার্টিনে মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হয়। কয়েক শ লোক আশ্রয়কেন্দ্রে গেলেও সকালে ফিরে আসেন তাঁরা। হাজার দেড়েক লোক সেন্ট মার্টিন থেকে টেকনাফে চলে আসে। বাকি লোকজন সরিয়ে নেওয়ার আকুতি জানিয়েছে। সেন্ট মার্টিনে আশ্রয়কেন্দ্রগুলো যথাযথ নয় বলেও দাবি দ্বীপবাসীর।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, ‘এখন সাগর উত্তাল, পারাপারের কোনো সুযোগ নেই। আমরা সেন্টমার্টিনকে বিশেষ নজরেই রেখেছি।’
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ‘এখন এখানে বৃষ্টি নেই। তবে রাতে বৃষ্টি ছিল। বাতাস নেই এখন। মেঘ আছে। আশ্রয়কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। আমরা মানুষকে আশ্রয়কেন্দ্রে যেতে মাইকিং করছি।’
আরও পড়ুন:
গতকাল শুক্রবার সন্ধ্যায় টেকনাফের তাপমাত্রা ৩৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস ছিল। তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে কমে আসতে থাকে তাপমাত্রা। রাত ১০টায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়, এরপর মধ্যরাত থেকে শুরু হয় ঝুম বৃষ্টি।
আজ শনিবার সকালে ঘূর্ণিঝড় মোখার প্রভাবে উপকূলীয় এই উপজেলার আবহাওয়া হয়ে আছে মেঘাচ্ছন্ন। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ সন্ধ্যা থেকে কক্সবাজার ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার অগ্রভাগের প্রভাব শুরু হতে পারে। এর ফলে কক্সবাজার জেলার টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া, শাহপরীর দ্বীপ, সেন্ট মার্টিন, চকরিয়া এলাকায় শুরু হতে পারে তীব্র বাতাস ও বৃষ্টিপাত।
আবহাওয়া অধিদপ্তরের ঘূর্ণিঝড় নিয়ে বিশেষ বিজ্ঞপ্তি বলেছে, মোখা পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানকালে অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে উত্তর-উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে।
এটি গত মধ্যরাতে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৬৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৯৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৮৩০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৯৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
এটি আরও উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে আগামীকাল রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে কক্সবাজার ও উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম করতে পারে।
এদিকে অতিপ্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ১৭০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
টেকনাফ উপজেলার নির্বাহী অফিসার কামরুজ্জামান জানিয়েছেন, উপজেলায় ১০১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত আছে, যার মধ্যে ৩৭টি সেন্ট মার্টিনের জন্য। এছাড়া শাহপরীর দ্বীপের জন্য আলাদাভাবে কাজ করবে বিভিন্ন সংস্থা।
বিভিন্ন সংস্থার স্বেচ্ছাসেবকেরা প্রস্তুত আছেন জানিয়ে তিনি বলেন, ‘তাঁরা সবাই নিজ নিজ জায়গা থেকে প্রচার-প্রচারণা চালাচ্ছেন, যাতে মানুষ ঘূর্ণিঝড়ের আগে আশ্রয়কেন্দ্রে যেতে পারে। এ ছাড়া আমরা পরিকল্পনা করেছি, যেসব জায়গায় শুকনা খাবার লাগবে এবং যেসব জায়গায় রান্না করা খাবার লাগবে, সেগুলো সময়মতো পৌঁছে দেওয়ার। স্থানীয় রাজনৈতিক নেতা ও সংসদ সদস্যসহ সবাই এ বিষয়ে সচেষ্ট আছেন।’
এদিকে মহা বিপৎসংকেত হওয়ায় রাতে মাইকিং করা হয় সেন্ট মার্টিনে। রাত সাড়ে ১২টার দিকে সেন্ট মার্টিনে মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হয়। কয়েক শ লোক আশ্রয়কেন্দ্রে গেলেও সকালে ফিরে আসেন তাঁরা। হাজার দেড়েক লোক সেন্ট মার্টিন থেকে টেকনাফে চলে আসে। বাকি লোকজন সরিয়ে নেওয়ার আকুতি জানিয়েছে। সেন্ট মার্টিনে আশ্রয়কেন্দ্রগুলো যথাযথ নয় বলেও দাবি দ্বীপবাসীর।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, ‘এখন সাগর উত্তাল, পারাপারের কোনো সুযোগ নেই। আমরা সেন্টমার্টিনকে বিশেষ নজরেই রেখেছি।’
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ‘এখন এখানে বৃষ্টি নেই। তবে রাতে বৃষ্টি ছিল। বাতাস নেই এখন। মেঘ আছে। আশ্রয়কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। আমরা মানুষকে আশ্রয়কেন্দ্রে যেতে মাইকিং করছি।’
আরও পড়ুন:
দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আজকে দিনের মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারা দেশে শেষরাত থেকে ভোররাত পর্যন্ত কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। ফলে আগামী ৭২ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর...
৩ ঘণ্টা আগেবায়ুদূষণজনিত স্বাস্থ্য সমস্যায় প্রতিবছর বহু মানুষ মারা যায়। জীবাশ্ম জ্বালানি থেকে বায়ুদূষণ প্রতি বছর বিশ্বব্যাপী ৫২ লাখ মানুষের মৃত্যুর কারণ বলে ২০২৩ সালের নভেম্বর ব্রিটিশ মেডিকেল জার্নাল (বিএমজে) প্রকাশিত একটি সমীক্ষায় তুলে ধরা হয়। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গৃহস্থালি ও পারিপার্শ্বিক বায়ুদূ
৪ ঘণ্টা আগেবিশ্বের বিভিন্ন দেশে জলবায়ু পরিবর্তন, পরিবেশ ও প্রাণ প্রকৃতি নিয়ে কাজ করা সাংবাদিকদের সমন্বয়ে গঠিত হয়েছে গ্লোবাল ক্লাইমেট মিডিয়া নেটওয়ার্ক (জিসিএমএন)। হাবিবুর রহমানকে (একাত্তর টিভি, বাংলাদেশ) আহ্বায়ক এবং আশেকিন প্রিন্সকে (চ্যানেল ২৪, বাংলাদেশ) সদস্যসচিব করে জিসিএমএন ১১ সদস্যের একটি নির্বাহী কমিটি গঠ
১৮ ঘণ্টা আগেএবারের জলবায়ু পরিবর্তন সম্মেলনকে ‘কপ অব দ্য ফিন্যান্স’ বা অর্থায়নের কপ বলা হলেও সেটি কেবল কাগজে-কলমেই ঠেকেছে। ক্ষতিপূরণ হিসেবে উন্নয়নশীল দেশগুলো বার্ষিক ১ দশমিক ৩ ট্রিলিয়ন মার্কিন ডলারের জলবায়ু ক্ষতিপূরণের যে দাবি জানিয়েছিল, সম্মেলনের ১১তম দিনেও সেই সম্ভাবনা তৈরি হয়নি। এমনকি বিগত বছরগুলোর ক্ষতিপূ
১ দিন আগে