Ajker Patrika

কাছাকাছি পাশাপাশি নাটকে মনোজ-সাদিয়া

বিনোদন প্রতিবেদক, ঢাকা
কাছাকাছি পাশাপাশি নাটকে মনোজ-সাদিয়া

টিভি নাটক এবং ওয়েব কনটেন্টের জনপ্রিয় মুখ মনোজ প্রামাণিক। বড় পর্দায়ও প্রশংসিত তিনি। অন্যদিকে অভিনয়ের ক্যারিয়ার বেশি দিনের না হলেও এরই মধ্যে আলোচনায় এসেছেন সাদিয়া আয়মান। এ দুজনকে প্রথমবার এক ফ্রেমে দেখা গিয়েছিল ‘স্বপ্নভুক’ ওয়েব ফিল্মে। মাসুম শাহরিয়ারের রচনা ও পরিচালনায় ওয়েব ফিল্মটি প্রকাশ পেয়েছিল গত ঈদে, আরটিভি প্লাসে। নতুন একটি কাজে আবারও এক হলেন মনোজ-সাদিয়া। অভিনয় করলেন ‘কাছাকাছি পাশাপাশি’ শিরোনামের নাটকে।

এ নাটক দিয়েই পরিচালনায় অভিষেক হলো শিশির আহমেদের। এর আগে সৈয়দ শাকিল, রুবেল হাসান, এস আর মজুমদার, তপু খানসহ অনেক নির্মাতার সহকারী হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন তিনি। অনিন্দিতা উষার লেখা কাছাকাছি পাশাপাশি নাটকটির শুটিং হয়েছে গত রবি ও সোমবার ঢাকার উত্তরায়।

নির্মাতা জানিয়েছেন, অর্থ-সম্পদ নয়, মানুষের মানসিকতা, ব্যবহার, মূল্যবোধ—এগুলোই আসল। এটিই এ নাটকের মূল বক্তব্য। নাটকের গল্পে সাদিয়া একটি সুপারশপে সেলসম্যান হিসেবে কাজ করে। কাজটি করতে গিয়ে তাঁকে নানা পরিস্থিতির মুখে পড়তে হয়। সুপারশপে কাজ করায় বিয়েও ভেঙে যায়। এক পর্যায়ে সাদিয়ার বাড়িওয়ালার ছেলে মনোজ বিদেশ থেকে আসে। সাদিয়াকে দেখে ভালো লাগে তার। কিন্তু সাদিয়া সিদ্ধান্ত নিয়েছে, কোনো ধনী পরিবারের ছেলেকে বিয়ে করবে না। মনোজ তাই নিজের পরিচয় লুকিয়ে সাদিয়ার সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। এভাবে নানা ঘটনার ভেতর দিয়ে এগিয়ে যায় নাটকের গল্প।
কাছাকাছি পাশাপাশি নাটকে অভিনয় প্রসঙ্গে মনোজ প্রামাণিক বলেন, ‘এর গল্পটা মূলত রোমান্টিক কমেডি ঘরানার। এর আগে সাদিয়া আর আমি একটি ওয়েব ফিল্মে অভিনয় করেছিলাম। তাঁর সঙ্গে এটি আমার প্রথম নাটক। আমরা বেশ আনন্দ নিয়েই শুটিং করেছি। নাটকটি প্রচারে এলে দর্শকের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত